সাখাওয়াত ফাহাদ, ঢাকা
বসন্ত নেমে এসেছে বইমেলায়। মেলার প্রবেশমুখেও বসেছে টিপ, চুড়ি, ফুলের মালার মেলা। অর্ধেক ফুরিয়ে গেলেও দর্শনার্থীদের আনাগোনা কমছে না মেলায়। বরং দিন দিন আরও যেন বাড়ছে। নতুন অথবা পুরোনো যা-ই হোক, মলাটবদ্ধ অক্ষরগুলো নিজস্ব লাইব্রেরিতে তুলে রাখার এ যেন এক সুবর্ণ সময়। পাঠকের এই ভালোবাসা এবারও ভাগাভাগি করে নিচ্ছেন লেখকেরা। তবে কেউ কেউ পাঠকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।
পাঠকদের কাছে নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম পাঠক সমাবেশ। মেলায় এই প্রকাশনীর প্যাভিলিয়নে সব সময়ই ক্রেতার ভিড় থাকে। প্রতিষ্ঠানটির স্টল ম্যানেজার শামস শুভ্র জানিয়েছেন, শাহাদুজ্জামানের ‘রচনা সমগ্র–১’ (গল্প) এবং আরজ আলী মাতুব্বর ‘রচনা সমগ্র–১’ এখন পর্যন্ত এই প্রকাশনী থেকে বেশি বিক্রি হয়েছে।
মেলার অন্যতম ব্যস্ত প্যাভিলিয়ন প্রথমা। এই প্যাভিলিয়নের বিক্রয়কর্মীরা সারাক্ষণ ব্যস্ত পাঠকের সঙ্গে আলাপচারিতায়। প্রতিষ্ঠানটির নতুন বেশ কিছু বই বিক্রি হচ্ছে দেদার। প্রথমার এক্সিকিউটিভ সাদ ইবনে সাত্তার জানান, আকবর আলী খানের ‘মুজিবনগর সরকার ও বর্তমান বাংলাদেশ’, মহিউদ্দিন আহমদের ‘ইতিহাসের বাঁকবদল একাত্তর ও পঁচাত্তর’ এবং জহির রায়হানের অগ্রন্থিত গল্পগুচ্ছ ‘যখন যন্ত্রণা’ বেশি বিক্রি হয়েছে।
ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ উৎসব মোসাদ্দেক জানিয়েছেন, তৌফিক জোয়ার্দারের ‘জনস্বাস্থ্যের ময়নাতদন্ত, কোভিড ১৯ ও অন্যান্য প্রসঙ্গ’ এবং ইতিহাসবেত্তা দীপেশ চক্রবর্তীর সম্মানে প্রবন্ধগুচ্ছ ‘সময়ের কুয়াশায়’ পাঠকদের নজর কেড়েছে।
তাম্রলিপিতে মেলার শুরু থেকেই তরুণ লেখক অন্তিক মাহমুদের ‘দুইশ পঞ্চাশ’ বইয়ের জন্য তরুণ পাঠকদের সমাগম চলছে। ঐতিহ্য প্রকাশনীর সাজ্জাদ হোসেন জানিয়েছেন, পিয়াস মজিদের কাব্যগ্রন্থ ‘ভুলে যাওয়া স্কার্টের সিঁড়ি’ এবং আলতাফ পারভেজের বিশ্লেষণধর্মী ‘মাওলানা মওদূদীর রাষ্ট্রচিন্তা: একটি পর্যালোচনা’ বই দুটি পাঠকেরা এসে প্রতিদিনই খুঁজছেন।
অনন্যা প্রকাশনীর বিক্রয়কর্মী হাসান ভূঁইয়া জানান, পুরোনো পাঠকেরা ইমদাদুল হক মিলনের স্মৃতিচারণামূলক বই ‘যে জীবন আমার ছিল’ এবং নতুন পাঠকেরা শাহ আলম সাজুর গোয়েন্দা গল্প ‘চার গোয়েন্দা মহাবিপদে’ গত ১৫ দিনে বেশি কিনেছেন।
প্রকাশনীর জগতে জনপ্রিয় নাম অন্যপ্রকাশ। প্রতিষ্ঠানটির প্যাভিলিয়নে হুমায়ূন আহমেদ কর্নারে সব সময় ভিড় থাকে। বেশির ভাগ পাঠক এই প্যাভিলিয়নে এসে হুমায়ূন আহমেদকে খোঁজেন। তবে এখানে নিজ যোগ্যতায় পাঠকের ভালোবাসা কুড়িয়ে নিচ্ছেন তরুণ লেখক সাদাত হোসাইন। প্রতিষ্ঠানটির পরিচালক সিরাজুল কবির চৌধুরী বলেছেন, বেশি বিক্রি বইয়ের তালিকা থেকে হুমায়ূন আহমেদের বই বাদ দিলে সাদাত হোসাইনের ‘শঙ্খচূড়’ এবং ‘সে চলে গেছে’ উপন্যাস দুটি পাঠকেরা বেশি কিনছেন। এ ছাড়া মৌরি মরিয়মের উপন্যাস ‘অলিন্দ অনলে’ পাঠকপ্রিয় হয়েছে।
এদিকে মেলার ১৫ দিনে বাংলা একাডেমি প্রকাশিত সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের ‘আমার জীবননীতি আমার রাজনীতি’ বইটির কপি ফুরিয়ে গেছে। মেলায় বাংলা একাডেমির একটি প্যাভিলিয়নের বিক্রয়কর্মী শফিকুল ইসলাম জানিয়েছেন, বইটির কপি তিন দিন আগে শেষ হয়ে গেছে। বইটির পুনর্মুদ্রণ চলছে।
মেলায় গতকাল নতুন বই এসেছে ৮৩টি। এর উল্লেখযোগ্য হচ্ছে কথাপ্রকাশ প্রকাশিত রাজীব সরকারের প্রবন্ধ ‘রেনেসাঁস ও রবীন্দ্রনাথ’, মানুষ প্রকাশনীর পঙ্কজ পালের কাব্যগ্রন্থ ‘স্বপ্নলোকের উঠোনে’, গতিধারা প্রকাশিত মাহমুদা আক্তারের ছোটগল্প ‘কতিপয় শীতার্ত মানুষ’ এবং কিংবদন্তি পাবলিকেশন প্রকাশিত হুমায়ূন আহমেদকে নিয়ে ফারুক আহমেদের স্মৃতিচারণামূলক বই ‘স্মৃতিতে হুমায়ূন আহমেদ’ উল্লেখযোগ্য।
বসন্ত নেমে এসেছে বইমেলায়। মেলার প্রবেশমুখেও বসেছে টিপ, চুড়ি, ফুলের মালার মেলা। অর্ধেক ফুরিয়ে গেলেও দর্শনার্থীদের আনাগোনা কমছে না মেলায়। বরং দিন দিন আরও যেন বাড়ছে। নতুন অথবা পুরোনো যা-ই হোক, মলাটবদ্ধ অক্ষরগুলো নিজস্ব লাইব্রেরিতে তুলে রাখার এ যেন এক সুবর্ণ সময়। পাঠকের এই ভালোবাসা এবারও ভাগাভাগি করে নিচ্ছেন লেখকেরা। তবে কেউ কেউ পাঠকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।
পাঠকদের কাছে নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম পাঠক সমাবেশ। মেলায় এই প্রকাশনীর প্যাভিলিয়নে সব সময়ই ক্রেতার ভিড় থাকে। প্রতিষ্ঠানটির স্টল ম্যানেজার শামস শুভ্র জানিয়েছেন, শাহাদুজ্জামানের ‘রচনা সমগ্র–১’ (গল্প) এবং আরজ আলী মাতুব্বর ‘রচনা সমগ্র–১’ এখন পর্যন্ত এই প্রকাশনী থেকে বেশি বিক্রি হয়েছে।
মেলার অন্যতম ব্যস্ত প্যাভিলিয়ন প্রথমা। এই প্যাভিলিয়নের বিক্রয়কর্মীরা সারাক্ষণ ব্যস্ত পাঠকের সঙ্গে আলাপচারিতায়। প্রতিষ্ঠানটির নতুন বেশ কিছু বই বিক্রি হচ্ছে দেদার। প্রথমার এক্সিকিউটিভ সাদ ইবনে সাত্তার জানান, আকবর আলী খানের ‘মুজিবনগর সরকার ও বর্তমান বাংলাদেশ’, মহিউদ্দিন আহমদের ‘ইতিহাসের বাঁকবদল একাত্তর ও পঁচাত্তর’ এবং জহির রায়হানের অগ্রন্থিত গল্পগুচ্ছ ‘যখন যন্ত্রণা’ বেশি বিক্রি হয়েছে।
ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ উৎসব মোসাদ্দেক জানিয়েছেন, তৌফিক জোয়ার্দারের ‘জনস্বাস্থ্যের ময়নাতদন্ত, কোভিড ১৯ ও অন্যান্য প্রসঙ্গ’ এবং ইতিহাসবেত্তা দীপেশ চক্রবর্তীর সম্মানে প্রবন্ধগুচ্ছ ‘সময়ের কুয়াশায়’ পাঠকদের নজর কেড়েছে।
তাম্রলিপিতে মেলার শুরু থেকেই তরুণ লেখক অন্তিক মাহমুদের ‘দুইশ পঞ্চাশ’ বইয়ের জন্য তরুণ পাঠকদের সমাগম চলছে। ঐতিহ্য প্রকাশনীর সাজ্জাদ হোসেন জানিয়েছেন, পিয়াস মজিদের কাব্যগ্রন্থ ‘ভুলে যাওয়া স্কার্টের সিঁড়ি’ এবং আলতাফ পারভেজের বিশ্লেষণধর্মী ‘মাওলানা মওদূদীর রাষ্ট্রচিন্তা: একটি পর্যালোচনা’ বই দুটি পাঠকেরা এসে প্রতিদিনই খুঁজছেন।
অনন্যা প্রকাশনীর বিক্রয়কর্মী হাসান ভূঁইয়া জানান, পুরোনো পাঠকেরা ইমদাদুল হক মিলনের স্মৃতিচারণামূলক বই ‘যে জীবন আমার ছিল’ এবং নতুন পাঠকেরা শাহ আলম সাজুর গোয়েন্দা গল্প ‘চার গোয়েন্দা মহাবিপদে’ গত ১৫ দিনে বেশি কিনেছেন।
প্রকাশনীর জগতে জনপ্রিয় নাম অন্যপ্রকাশ। প্রতিষ্ঠানটির প্যাভিলিয়নে হুমায়ূন আহমেদ কর্নারে সব সময় ভিড় থাকে। বেশির ভাগ পাঠক এই প্যাভিলিয়নে এসে হুমায়ূন আহমেদকে খোঁজেন। তবে এখানে নিজ যোগ্যতায় পাঠকের ভালোবাসা কুড়িয়ে নিচ্ছেন তরুণ লেখক সাদাত হোসাইন। প্রতিষ্ঠানটির পরিচালক সিরাজুল কবির চৌধুরী বলেছেন, বেশি বিক্রি বইয়ের তালিকা থেকে হুমায়ূন আহমেদের বই বাদ দিলে সাদাত হোসাইনের ‘শঙ্খচূড়’ এবং ‘সে চলে গেছে’ উপন্যাস দুটি পাঠকেরা বেশি কিনছেন। এ ছাড়া মৌরি মরিয়মের উপন্যাস ‘অলিন্দ অনলে’ পাঠকপ্রিয় হয়েছে।
এদিকে মেলার ১৫ দিনে বাংলা একাডেমি প্রকাশিত সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের ‘আমার জীবননীতি আমার রাজনীতি’ বইটির কপি ফুরিয়ে গেছে। মেলায় বাংলা একাডেমির একটি প্যাভিলিয়নের বিক্রয়কর্মী শফিকুল ইসলাম জানিয়েছেন, বইটির কপি তিন দিন আগে শেষ হয়ে গেছে। বইটির পুনর্মুদ্রণ চলছে।
মেলায় গতকাল নতুন বই এসেছে ৮৩টি। এর উল্লেখযোগ্য হচ্ছে কথাপ্রকাশ প্রকাশিত রাজীব সরকারের প্রবন্ধ ‘রেনেসাঁস ও রবীন্দ্রনাথ’, মানুষ প্রকাশনীর পঙ্কজ পালের কাব্যগ্রন্থ ‘স্বপ্নলোকের উঠোনে’, গতিধারা প্রকাশিত মাহমুদা আক্তারের ছোটগল্প ‘কতিপয় শীতার্ত মানুষ’ এবং কিংবদন্তি পাবলিকেশন প্রকাশিত হুমায়ূন আহমেদকে নিয়ে ফারুক আহমেদের স্মৃতিচারণামূলক বই ‘স্মৃতিতে হুমায়ূন আহমেদ’ উল্লেখযোগ্য।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে