চাকরি পেলেন অদম্য শাহিদা

ঝিকরগাছা প্রতিনিধি
আপডেট : ২৪ মার্চ ২০২২, ১২: ২০
Thumbnail image

গতকাল বুধবার দুপুরে উপজেলার শিমুলিয়া গ্রামে শাহিদার বিদ্যালয়ে উপস্থিত হন জীশান মির্জা। এ সময় শাহিদার হাতে বেসরকারি একটি প্রতিষ্ঠানের চাকরির নিয়োগপত্র তুলে দেন।

এক হাত নিয়ে জন্ম নেওয়া শাহিদা খাতুন ২০১৫ সালে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করেন। এর পর থেকে চাকরি প্রত্যাশী ছিলেন শারীরিক। শাহিদা উপজেলার শিমুলিয়া গ্রামের পূর্বপাড়ার রফিউদ্দিনের মেয়ে। চার ভাই দুই বোনের মধ্যে তিনি চতুর্থ।

২০২১ সালের প্রথম দিকে নিজ বাড়িতে শাহিদা শিমুলিয়া বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এখানে এলাকার প্রতিবন্ধী ১৫-২০ শিক্ষার্থীকে পাঠদান করাতেন। পাশাপাশি তিনি ‘সৃষ্টিশীল নারী প্রতিবন্ধী কল্যাণ সমিতি’ গঠন করে প্রতিবন্ধী নারীদের আত্মকর্মসংস্থানে সহযোগিতা করেন।

পুনাকের সভানেত্রী জীশান মির্জা বলেন, ‘পুনাক সব সময় অবহেলিত নারীদের পাশে থাকে। বিশেষ করে প্রতিবন্ধী নারী ও শিশুদের সমাজে প্রতিষ্ঠিত করতে কাজ করে যাচ্ছে।’

পুনাকের সভানেত্রী আরও বলেন, ‘এক হাত নিয়েই সংগ্রাম করা শাহিদা সমাজকে দেখিয়ে দিয়েছেন, তিনি কারও বোঝা নন। হার না মানা শাহিদাকে চাকরি দেওয়ায় আকিজ গ্রুপকে ধন্যবাদ জানাই।’

আকিজ গ্রুপের প্রধান প্রশাসনিক কর্মকর্তা আলী সাহাব বলেন, ‘গ্রুপের চেয়ারম্যান নাসির উদ্দিনের নির্দেশে নওয়াপাড়া জুটমিলের নির্বাহী ব্যবস্থাপক হিসেবে শাহিদাকে চাকরি দেওয়া হয়েছে।’

এর আগে শাহিদার প্রতিষ্ঠিত বিদ্যালয়ের শিক্ষার্থীদের শুভেচ্ছা উপহার দেন আইজিপির সহধর্মিণী জীশান মির্জা।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) যশোরের সুপার রেশমা শারমিন, পুনাক খুলনা রেঞ্জের সভানেত্রী ডা. ফাতেমা জেসমিন, পুনাক যশোরের সহসভানেত্রী সানজিদা আহমেদ এমি, সদস্য ফাতিমাতুজ্জহুরা, ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত