স্কুলছাত্রীর লাশ উদ্ধার স্বজনদের দাবি হত্যা

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২১, ০৮: ০৯
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১৭: ১৬

ঝিনাইদহের শৈলকুপায় লাকী খাতুন (১৪) নামে এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সকাল ৬টার দিকে উপজেলার হাকিমপুর ইউনিয়নের আজাদনগর গ্রামে এ ঘটনা ঘটে। ওই গ্রামের শুকুর আলী মন্ডলের মেয়ে লাকী বিপ্রবগদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেণিতে পড়ে। পরিবারের অভিযোগ, লাকীকে হত্যা করে আমগাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে।

প্রতিবেশী ওহিদুল ইসলাম বলেন, গতকাল সকাল ৬টার দিকে মাঠে পেঁয়াজ বীজের খেত দেখতে যাই। এ সময় দেখি আমার জমির আমগাছের সঙ্গে কি যেন ঝুলছে। কাছে গিয়ে দেখি একই গ্রামের স্কুলছাত্রী লাকীকে। এরপর পরিবারকে খবর দিই।

লাকীর মা ছালেহা খাতুন বলেন, আমার মেয়ের সঙ্গে একই গ্রামের সদু জোয়ার্দ্দারের ছেলে মারুফ জোয়ার্দ্দারের সম্পর্ক ছিল। রাত ৩টার দিকে মেয়েকে ঘরে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করি। সকাল ৬টার দিকে ওহিদুল ইসলাম এসে খবর দেন মেয়ের লাশ গাছের সঙ্গে ঝুলছে। তাঁর দাবি, লাকীকে হত্যার পেছনে মারুফ রয়েছে।

তবে মারুফ জোয়ার্দ্দার জানান, মেয়েটির সঙ্গে তাঁর চাচা–ভাতিজির সম্পর্ক ছিল। ওদের বাড়িতে যাতায়াতের সুবাদে জানাশোনা ছিল। তবে এই মৃত্যুর বিষয়ে তিনি কিছুই জানেন না।

এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলামকে নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে গুজব

ববির ট্রেজারার সাবেক সেনা কর্মকর্তাকে যোগদানে বাধা

বিগত সরকারে বঞ্চিত কর্মকর্তাদের ক্ষতিপূরণ দিতেই যাবে শতকোটি টাকা

দুই দিনে ৭ ব্যাংককে ২০ হাজার ৫০০ কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক

কোনো পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলেননি রয়টার্সের প্রতিবেদক: সিএমপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত