ঘনিষ্ঠ হচ্ছেন সি-পুতিন

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ০৯: ০৯
Thumbnail image

আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে শীতকালীন বেইজিং অলিম্পিক। চীনের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে এতে অংশ নিচ্ছেন না যুক্তরাষ্ট্র, ব্রিটেন, অস্ট্রেলিয়াসহ আরও কিছু দেশের কূটনীতিকেরা। এতে যেসব বিশ্বনেতা অংশ নিচ্ছেন, তাঁদের মধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অন্যতম। খেলাধুলার বাইরে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে একান্তে দীর্ঘ আলাপ করবেন পুতিন।

সিএনএনের এক বিশ্লেষণে বলা হয়, বৈঠকে পশ্চিমাদের চাপে থাকে এই দুই নেতা নিজেদের পারস্পরিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছাবেন। আলোচনা করবেন বিশ্ব পরিস্থিতি। এই দুই শক্তিধর প্রতিবেশীর সম্পর্ক বেশ পুরোনো। উত্থান-পতন থাকলেও তাঁদের বর্তমান সম্পর্ক যেকোনো সময়ের তুলনায় ভালো।

গত বছর দুই দেশের মধ্যে ২০ বছর মেয়াদি মৈত্রী চুক্তি হয়েছে। একই বছর তাদের দ্বিপক্ষীয় বাণিজ্য রেকর্ড ১৪ হাজার কোটি ডলারে পৌঁছেছে।

ইউক্রেন ইস্যুতে পশ্চিমারা যেহেতু রাশিয়াকে নতুন চাপ দিচ্ছে, তাই দেশটি চীনের সঙ্গে আরও ঘনিষ্ঠ হবে। যুক্তরাজ্যের চায়না ইনস্টিটিউটের পরিচালক স্টিভ সাং বলেন, ‘কৌশলগত কারণে চীন-রাশিয়ার সম্পর্ক এমনিতেই পোক্ত। বিরাজমান ইউক্রেন ও তাইওয়ান সংকট সি-পুতিনকে আরও কাছে আনবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত