নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আইসিসির আগামী চার বছরের ভবিষ্যৎ সফরসূচিতে (এফটিপি) সবচেয়ে বেশি ম্যাচ (১৫০) পাচ্ছে বাংলাদেশ। ঠাসা এফটিপি সামনে রেখে সংস্করণ ভেদে কাঠামোগত পরিবর্তন আনতে চায় বিসিবি। সে ক্ষেত্রে কোচিং প্যানেলেও আসতে পারে বড় পরিবর্তন।
এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে পরিকল্পনা সাজাচ্ছে বিসিবি। গতকাল সেটিরই অংশ হিসেবে ক্রিকেট পরিচালনা বিভাগের সঙ্গে বৈঠকে বসেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ঘণ্টাখানেক বৈঠকে সংস্করণভিত্তিক পরিকল্পনা নিয়ে এগোনোর সিদ্ধান্ত বিসিবির। পাপন বলেন, ‘শুধু খেলোয়াড় থাকলেই হবে না। কোচিং স্টাফেরও তো দরকার আছে। এখন কোচরা যদি দলের সঙ্গে বাইরে বাইরে ঘুরে বেড়ায় তাহলে আমাদের দেশের খেলোয়াড়দের কী হবে। ওদের নিয়ে কাজ করবে কে? তাই পুরো পরিকল্পনাটা নিয়েই আমরা কাজ করছি।’
আগামী চার মাস টি-টোয়েন্টি নিয়ে ব্যস্ত থাকবে বাংলাদেশ। এই ব্যস্ততার আগে বড়সড় পরিবর্তনের আভাস দিয়েছেন বিসিবি সভাপতি। আগামীকাল কোচিং স্টাফদের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নিতে চায় বিসিবি।
গতকাল ক্রিকেট পরিচালনা বিভাগের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের পাপন বলেছেন, ‘টি-টোয়েন্টিতে আমরা শক্তিশালী নই। এটা নিয়ে কী করা যায়, সেটি ভাবতে গিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। এশিয়া কাপ থেকে দলের মানসিকতা, চিন্তাভাবনা সবকিছু বদলে ফেলতে চাচ্ছি। আমরা দেখতে চাই নতুন করে শুরু করা যায় কি না।’
নতুন করে শুরুর অংশ হিসেবে খেলোয়াড়দের ‘পাওয়ার হিটিং’ নিয়ে চিন্তা বেড়েছে বিসিবির। টি-টোয়েন্টির বিশেষ এই ব্যাটিং টেকনিক রপ্ত করতে পাওয়ার হিটিং কোচও খুঁজছে বিসিবি। গত মার্চে দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজে পাওয়ার হিটিং কোচ হিসেবে আলবি মরকেল কাজ করেছিলেন। তবে এখন ব্যাটিং পরামর্শক জেমি সিডন্সই পাওয়ার হিটিংয়ের কাজটা করতে চান।
পাওয়ার হিটিং কোচ নিয়ে পাপন বলছেন, ‘কদিন আগে জেমি আমাকে বলল, ওর নাকি এটাতে বিশেষ জানাশোনা আছে। আমরা এশিয়া কাপে কিছু পরিবর্তন করে দেখতে চাচ্ছি যে সব ঠিক আছে কি না।’
পাওয়ার হিটিংয়ে আপাতত সিডন্সের ওপর ভরসা রাখলেও সামনের ব্যস্ত সূচিতে পর্যাপ্ত খেলোয়াড় সরবরাহ ঠিক রাখতেই কোচদের নিয়ে কিছু পরিকল্পনা করছে ক্রিকেট বোর্ড।
বিসিবির এই পরিকল্পনায় হলে সংস্করণ ভেদে জাতীয় দলের প্রধান কোচ হতে পারেন দুজন। তবে সবকিছু নির্ভর করছে আগামীকালের বৈঠকের ওপর। এ কারণে গতকাল পাপন একটু রহস্য করেই বলেছেন, ‘এ ব্যাপারে কাজ করছে কি করছি না, দুই-একদিন অপেক্ষা করেন। দেখবেন এ নিয়ে আমরা কাজ করছি।’
আইসিসির আগামী চার বছরের ভবিষ্যৎ সফরসূচিতে (এফটিপি) সবচেয়ে বেশি ম্যাচ (১৫০) পাচ্ছে বাংলাদেশ। ঠাসা এফটিপি সামনে রেখে সংস্করণ ভেদে কাঠামোগত পরিবর্তন আনতে চায় বিসিবি। সে ক্ষেত্রে কোচিং প্যানেলেও আসতে পারে বড় পরিবর্তন।
এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে পরিকল্পনা সাজাচ্ছে বিসিবি। গতকাল সেটিরই অংশ হিসেবে ক্রিকেট পরিচালনা বিভাগের সঙ্গে বৈঠকে বসেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ঘণ্টাখানেক বৈঠকে সংস্করণভিত্তিক পরিকল্পনা নিয়ে এগোনোর সিদ্ধান্ত বিসিবির। পাপন বলেন, ‘শুধু খেলোয়াড় থাকলেই হবে না। কোচিং স্টাফেরও তো দরকার আছে। এখন কোচরা যদি দলের সঙ্গে বাইরে বাইরে ঘুরে বেড়ায় তাহলে আমাদের দেশের খেলোয়াড়দের কী হবে। ওদের নিয়ে কাজ করবে কে? তাই পুরো পরিকল্পনাটা নিয়েই আমরা কাজ করছি।’
আগামী চার মাস টি-টোয়েন্টি নিয়ে ব্যস্ত থাকবে বাংলাদেশ। এই ব্যস্ততার আগে বড়সড় পরিবর্তনের আভাস দিয়েছেন বিসিবি সভাপতি। আগামীকাল কোচিং স্টাফদের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নিতে চায় বিসিবি।
গতকাল ক্রিকেট পরিচালনা বিভাগের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের পাপন বলেছেন, ‘টি-টোয়েন্টিতে আমরা শক্তিশালী নই। এটা নিয়ে কী করা যায়, সেটি ভাবতে গিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। এশিয়া কাপ থেকে দলের মানসিকতা, চিন্তাভাবনা সবকিছু বদলে ফেলতে চাচ্ছি। আমরা দেখতে চাই নতুন করে শুরু করা যায় কি না।’
নতুন করে শুরুর অংশ হিসেবে খেলোয়াড়দের ‘পাওয়ার হিটিং’ নিয়ে চিন্তা বেড়েছে বিসিবির। টি-টোয়েন্টির বিশেষ এই ব্যাটিং টেকনিক রপ্ত করতে পাওয়ার হিটিং কোচও খুঁজছে বিসিবি। গত মার্চে দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজে পাওয়ার হিটিং কোচ হিসেবে আলবি মরকেল কাজ করেছিলেন। তবে এখন ব্যাটিং পরামর্শক জেমি সিডন্সই পাওয়ার হিটিংয়ের কাজটা করতে চান।
পাওয়ার হিটিং কোচ নিয়ে পাপন বলছেন, ‘কদিন আগে জেমি আমাকে বলল, ওর নাকি এটাতে বিশেষ জানাশোনা আছে। আমরা এশিয়া কাপে কিছু পরিবর্তন করে দেখতে চাচ্ছি যে সব ঠিক আছে কি না।’
পাওয়ার হিটিংয়ে আপাতত সিডন্সের ওপর ভরসা রাখলেও সামনের ব্যস্ত সূচিতে পর্যাপ্ত খেলোয়াড় সরবরাহ ঠিক রাখতেই কোচদের নিয়ে কিছু পরিকল্পনা করছে ক্রিকেট বোর্ড।
বিসিবির এই পরিকল্পনায় হলে সংস্করণ ভেদে জাতীয় দলের প্রধান কোচ হতে পারেন দুজন। তবে সবকিছু নির্ভর করছে আগামীকালের বৈঠকের ওপর। এ কারণে গতকাল পাপন একটু রহস্য করেই বলেছেন, ‘এ ব্যাপারে কাজ করছে কি করছি না, দুই-একদিন অপেক্ষা করেন। দেখবেন এ নিয়ে আমরা কাজ করছি।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১৬ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে