ফ্লপে রেকর্ড মার্ভেলসের

বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৩, ০৭: ৩৫

মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ৩৩তম সিনেমা ‘দ্য মার্ভেলস’ মুক্তি পেয়েছিল গত ১০ নভেম্বর। নির্মাতারা আশা করেছিলেন, বছরের শেষ দিন পর্যন্ত দ্য মার্ভেলস দিয়ে বক্স অফিস চাঙা রাখবেন তাঁরা। অথচ, প্রথম দিন থেকেই সিনেমাটি তেমন সুবিধা করতে পারেনি।

২২০ মিলিয়ন ডলারের বেশি বাজেটের সিনেমাটি প্রথম দিনে ঘরে তুলেছিল মাত্র ৪৬ মিলিয়ন ডলার। মার্ভেল ইউনিভার্সের অন্যান্য সিনেমার ওপেনিংয়ের তুলনায় যা সর্বনিম্ন সংগ্রহ।

এরপর যত দিন গেছে, ততই নিচে নেমেছে গ্রাফ। চতুর্থ সপ্তাহে এসেও লগ্নি তুলতে পারেনি। এ পর্যন্ত বিশ্বজুড়ে সিনেমাটির আয় ১৯৭ মিলিয়ন ডলার। আর উত্তর আমেরিকায় মাত্র ৮০ মিলিয়ন। মার্ভেল ইউনিভার্সের ইতিহাসে এটিই এ পর্যন্ত সবচেয়ে ফ্লপ সিনেমা। এত দিন এ দুর্নাম ছিল ‘দ্য ইনক্রেডিবল হাল্ক’-এর ঘাড়ে। ২০০৮ সালে মুক্তি পাওয়া সিনেমাটি বিশ্বজুড়ে আয় করেছিল ২৬৪ মিলিয়ন ডলার। আরেকটি ‘রেকর্ড’ও করেছে দ্য মার্ভেলস, মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের এটিই একমাত্র সিনেমা, যা যুক্তরাষ্ট্রের বাজারে ১০০ মিলিয়নও পেরোতে পারেনি।

দ্য মার্ভেলসের পরিবেশক প্রতিষ্ঠান ডিজনি জানিয়েছে, সিনেমাটির এই ভরাডুবিতে তারা হতাশ। শিগগিরই সিনেমাটি হল থেকে বিদায় নেবে, সে ইঙ্গিতও দিল প্রতিষ্ঠানটি। ডিজনির সিইও বব আইগার জানিয়েছেন, এ সিনেমার শুটিং হয়েছিল করোনা মহামারির সময়। ওই সময় শুটিং সেটে তেমন তত্ত্বাবধান ছিল না। তাই নির্মাণে অনেক ত্রুটি রয়ে গেছে।

বক্স অফিস বিশেষজ্ঞরা বলছেন, সুপারহিরো সিনেমার আধিক্যের কারণে দর্শক ইতিমধ্যেই বিরক্ত। যদিও ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি ৩’ এ বছর ভালো ব্যবসা করেছিল। আগামী বছর ‘ডেডপুল ৩’ ভালো করবে আশা করা যায়। কিন্তু দ্য মার্ভেলসের এই ভরাডুবি ইঙ্গিত দিচ্ছে, পোস্টারে মার্ভেলের লোগো থাকলেই যে কমিকভক্তরা ঝাঁপিয়ে পড়বেন, তার কোনো নিশ্চয়তা নেই। তাই লাগাম টানা জরুরি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত