উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ সলিম নামের এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল শুক্রবার সকালে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৬ থেকে পুলিশের বিশেষায়িত ইউনিট আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১৪ এর সদস্যরা তাঁকে গ্রেপ্তার করে। তাঁকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে। তবে তিনি কীভাবে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তা পরিষ্কার করে বলতে পারেনি পুলিশ।
এদিকে মহিবুল্লাহ হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়েছে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র। এ ঘটনায় তদন্ত করতে তারা বাংলাদেশ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
স্থানীয় সময় গত বৃহস্পতিবার নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মুখপাত্র স্টেফানি ট্রেম্বলে বলেন, এ হত্যাকাণ্ডের তদন্ত করে দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় নিয়ে আসতে বাংলাদেশ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন এক বিবৃতিতে বলেছেন, ‘মহিবুল্লাহকে হত্যার ঘটনায় দুঃখভারাক্রান্ত ও বিভ্রান্তি বোধ করছি।’ বিশ্বজুড়ে রোহিঙ্গা মুসলমানদের অধিকার আদায়ে মহিবুল্লাহকে সাহসী ও তুখোড় সমর্থক হিসেবে আখ্যায়িত করেছেন ব্লিংকেন। তিনি বলেন, তাঁর হত্যাকাণ্ডের ঘটনায় স্বচ্ছ ও পূর্ণ তদন্তের আহ্বান জানাচ্ছি। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে অ্যান্থনি ব্লিংকেনের ওই বিবৃতিটি প্রচার করা হয়েছে। অ্যান্থনি বলেন, গত ২৯ সেপ্টেম্বর বাংলাদেশে রোহিঙ্গা নেতা মহিবুল্লাহর হত্যার খবর আমাদের গভীরভাবে মর্মাহত-বিপর্যস্ত করেছে। সারা বিশ্বে রোহিঙ্গাদের মানবাধিকার সুরক্ষায় তিনি ছিলেন এক সাহসী এবং শক্তিশালী প্রচারক। তিনি জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের পাশাপাশি ২০১৯ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ধর্মীয় স্বাধীনতাবিষয়ক মন্ত্রী পর্যায়ের সভায় বক্তৃতা দিয়েছিলেন। যুক্তরাষ্ট্র সফরের সময় তিনি মার্কিন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের সঙ্গে ধর্মীয়ভাবে নিপীড়িত হওয়া জনগোষ্ঠী হিসেবে নিজের অভিজ্ঞতা তুলে ধরেছিলেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জঘন্য ওই অপরাধে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনতে আমরা তাঁর হত্যার পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানাই। আমরা রোহিঙ্গাদের পক্ষে সমর্থন অব্যাহত রেখে এবং রোহিঙ্গারা নিজেদের ভবিষ্যতের ব্যাপারে উচ্চকণ্ঠ হতে পারে, সে জন্য সহায়তার মাধ্যমে তাঁর কাজের প্রতি শ্রদ্ধা জানাব।’
এদিকে অ্যান্থনি ব্লিংকেন তাঁর টুইটে লিখেছেন, ‘বাংলাদেশে রোহিঙ্গা নেতা মহিবুল্লাহর মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত। সারা বিশ্বে রোহিঙ্গাদের পক্ষে একজন সাহসী নেতা হিসেবে তিনি বেঁচে থাকবেন।’
মহিবুল্লাহ হত্যার তদন্তের দাবিতে এর আগে ঢাকায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি জাতিসংঘের শরণার্থী সংস্থা, হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিবৃতি দিয়েছে।
২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর গণহত্যা, ধর্ষণ ও অগ্নিকাণ্ড থেকে বাঁচতে সাত লাখ ৩০ হাজার রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। তাঁদের বড় একটি গোষ্ঠীর নেতৃত্ব দিচ্ছিলেন মহিবুল্লাহ।
গত বুধবার রাত সাড়ে আটটার দিকে আততায়ীদের গুলিতে মহিবুল্লাহ নিহত হন। গত বৃহস্পতিবার রাতে এ হত্যাকাণ্ডের ঘটনায় অজ্ঞাতদের আসামি করে উখিয়া থানায় মামলা করেন মহিবুল্লাহর ছোট ভাই মোহাম্মদ হাবিবুল্লাহ। তবে তিনি সাংবাদিকদের বলেছিলেন, এই হত্যাকাণ্ডে আরসার সদস্যরা জড়িত। যদিও পুলিশ বলছে, রোহিঙ্গাদের যাঁরা প্রত্যাবাসন চান না, তাঁরাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ সলিম নামের এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল শুক্রবার সকালে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৬ থেকে পুলিশের বিশেষায়িত ইউনিট আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১৪ এর সদস্যরা তাঁকে গ্রেপ্তার করে। তাঁকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে। তবে তিনি কীভাবে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তা পরিষ্কার করে বলতে পারেনি পুলিশ।
এদিকে মহিবুল্লাহ হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়েছে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র। এ ঘটনায় তদন্ত করতে তারা বাংলাদেশ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
স্থানীয় সময় গত বৃহস্পতিবার নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মুখপাত্র স্টেফানি ট্রেম্বলে বলেন, এ হত্যাকাণ্ডের তদন্ত করে দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় নিয়ে আসতে বাংলাদেশ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন এক বিবৃতিতে বলেছেন, ‘মহিবুল্লাহকে হত্যার ঘটনায় দুঃখভারাক্রান্ত ও বিভ্রান্তি বোধ করছি।’ বিশ্বজুড়ে রোহিঙ্গা মুসলমানদের অধিকার আদায়ে মহিবুল্লাহকে সাহসী ও তুখোড় সমর্থক হিসেবে আখ্যায়িত করেছেন ব্লিংকেন। তিনি বলেন, তাঁর হত্যাকাণ্ডের ঘটনায় স্বচ্ছ ও পূর্ণ তদন্তের আহ্বান জানাচ্ছি। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে অ্যান্থনি ব্লিংকেনের ওই বিবৃতিটি প্রচার করা হয়েছে। অ্যান্থনি বলেন, গত ২৯ সেপ্টেম্বর বাংলাদেশে রোহিঙ্গা নেতা মহিবুল্লাহর হত্যার খবর আমাদের গভীরভাবে মর্মাহত-বিপর্যস্ত করেছে। সারা বিশ্বে রোহিঙ্গাদের মানবাধিকার সুরক্ষায় তিনি ছিলেন এক সাহসী এবং শক্তিশালী প্রচারক। তিনি জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের পাশাপাশি ২০১৯ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ধর্মীয় স্বাধীনতাবিষয়ক মন্ত্রী পর্যায়ের সভায় বক্তৃতা দিয়েছিলেন। যুক্তরাষ্ট্র সফরের সময় তিনি মার্কিন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের সঙ্গে ধর্মীয়ভাবে নিপীড়িত হওয়া জনগোষ্ঠী হিসেবে নিজের অভিজ্ঞতা তুলে ধরেছিলেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জঘন্য ওই অপরাধে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনতে আমরা তাঁর হত্যার পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানাই। আমরা রোহিঙ্গাদের পক্ষে সমর্থন অব্যাহত রেখে এবং রোহিঙ্গারা নিজেদের ভবিষ্যতের ব্যাপারে উচ্চকণ্ঠ হতে পারে, সে জন্য সহায়তার মাধ্যমে তাঁর কাজের প্রতি শ্রদ্ধা জানাব।’
এদিকে অ্যান্থনি ব্লিংকেন তাঁর টুইটে লিখেছেন, ‘বাংলাদেশে রোহিঙ্গা নেতা মহিবুল্লাহর মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত। সারা বিশ্বে রোহিঙ্গাদের পক্ষে একজন সাহসী নেতা হিসেবে তিনি বেঁচে থাকবেন।’
মহিবুল্লাহ হত্যার তদন্তের দাবিতে এর আগে ঢাকায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি জাতিসংঘের শরণার্থী সংস্থা, হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিবৃতি দিয়েছে।
২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর গণহত্যা, ধর্ষণ ও অগ্নিকাণ্ড থেকে বাঁচতে সাত লাখ ৩০ হাজার রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। তাঁদের বড় একটি গোষ্ঠীর নেতৃত্ব দিচ্ছিলেন মহিবুল্লাহ।
গত বুধবার রাত সাড়ে আটটার দিকে আততায়ীদের গুলিতে মহিবুল্লাহ নিহত হন। গত বৃহস্পতিবার রাতে এ হত্যাকাণ্ডের ঘটনায় অজ্ঞাতদের আসামি করে উখিয়া থানায় মামলা করেন মহিবুল্লাহর ছোট ভাই মোহাম্মদ হাবিবুল্লাহ। তবে তিনি সাংবাদিকদের বলেছিলেন, এই হত্যাকাণ্ডে আরসার সদস্যরা জড়িত। যদিও পুলিশ বলছে, রোহিঙ্গাদের যাঁরা প্রত্যাবাসন চান না, তাঁরাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে