পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে স্ত্রী হত্যা মামলায় স্বামীকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার তাঁকে কারাগারে পাঠানো হয়। এর আগে জিজ্ঞাসাবাদের জন্য আটক স্বামীকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকেলে আদালতে হাজির করে পুলিশ।
গত বুধবার পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের জোতহাসনা গ্রামে বাড়ির পাশের পুকুর থেকে রোকেয়া বেগম নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। রোকেয়া একই এলাকার এরশাদ হোসেনের স্ত্রী। তাঁদের দুই মেয়ে রয়েছে। রোকেয়ার মৃত্যু রহস্যজনক হওয়ায় স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য ওই দিন থানায় নেওয়া হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোরে এক প্রতিবেশী রোকেয়ার মরদেহ পুকুরে ভাসতে দেখে স্থানীয়দের ডাক দেন। পরে তাঁরা থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।
রোকেয়ার বাবা রবিউল ইসলাম বলেন, ভোরবেলা জামাই ফোন করে জানায় আপনার মেয়ে রাতে বাড়ি থেকে বের হয়ে গেছে। তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে ঘটনার দিন রাতে দুজনের মধ্যে ঝগড়া হয়েছিল বলে পড়শিরা জানান।
রোকেয়ার বাবা আরও বলেন, আমার মেয়ে একজন শিক্ষিত নারী। তার দুটি সন্তান রয়েছে। সে কখনোই আত্মহত্যা করতে পারে না। তার স্বামীসহ পরিবারের লোকেরা তাকে শ্বাসরোধ করে হত্যার পর পুকুরে ফেলে দিয়েছে। আমি আমার মেয়ের হত্যার বিচার চাই।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা বিষয়টি নিশ্চিত করে বলেন, গৃহবধূর মৃত্যু রহস্যজনক। ময়নাতদন্তের প্রতিবেদন এলে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।
ঘটনার পরদিন বৃহস্পতিবার রোকেয়ার বাবা জামাতা এরশাদসহ তাঁর ছয় ভাই ও এক বোনের বিরুদ্ধে সদর থানায় হত্যা মামলা করেছেন। এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আগে থেকে খানায় নেওয়া এরশাদকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করেছে পুলিশ। পরে তাঁকে কারাগারে পাঠান আদালত।
পঞ্চগড়ে স্ত্রী হত্যা মামলায় স্বামীকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার তাঁকে কারাগারে পাঠানো হয়। এর আগে জিজ্ঞাসাবাদের জন্য আটক স্বামীকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকেলে আদালতে হাজির করে পুলিশ।
গত বুধবার পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের জোতহাসনা গ্রামে বাড়ির পাশের পুকুর থেকে রোকেয়া বেগম নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। রোকেয়া একই এলাকার এরশাদ হোসেনের স্ত্রী। তাঁদের দুই মেয়ে রয়েছে। রোকেয়ার মৃত্যু রহস্যজনক হওয়ায় স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য ওই দিন থানায় নেওয়া হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোরে এক প্রতিবেশী রোকেয়ার মরদেহ পুকুরে ভাসতে দেখে স্থানীয়দের ডাক দেন। পরে তাঁরা থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।
রোকেয়ার বাবা রবিউল ইসলাম বলেন, ভোরবেলা জামাই ফোন করে জানায় আপনার মেয়ে রাতে বাড়ি থেকে বের হয়ে গেছে। তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে ঘটনার দিন রাতে দুজনের মধ্যে ঝগড়া হয়েছিল বলে পড়শিরা জানান।
রোকেয়ার বাবা আরও বলেন, আমার মেয়ে একজন শিক্ষিত নারী। তার দুটি সন্তান রয়েছে। সে কখনোই আত্মহত্যা করতে পারে না। তার স্বামীসহ পরিবারের লোকেরা তাকে শ্বাসরোধ করে হত্যার পর পুকুরে ফেলে দিয়েছে। আমি আমার মেয়ের হত্যার বিচার চাই।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা বিষয়টি নিশ্চিত করে বলেন, গৃহবধূর মৃত্যু রহস্যজনক। ময়নাতদন্তের প্রতিবেদন এলে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।
ঘটনার পরদিন বৃহস্পতিবার রোকেয়ার বাবা জামাতা এরশাদসহ তাঁর ছয় ভাই ও এক বোনের বিরুদ্ধে সদর থানায় হত্যা মামলা করেছেন। এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আগে থেকে খানায় নেওয়া এরশাদকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করেছে পুলিশ। পরে তাঁকে কারাগারে পাঠান আদালত।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে