কুমিল্লা প্রতিনিধি
অধ্যক্ষ আফজল খান স্মরণে নাগরিক শোকসভা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে নগরীর টাউন হল মাঠে এ সভা হয়। এতে বিভিন্ন দলের নেতা, সুশীল সমাজ ও সমাজের বিভিন্ন শ্রেণিপেশার হাজারো মানুষ অংশ নেন।
‘হৃদয়ে স্মরণে স্মৃতিতে ভালোবাসায় অধ্যক্ষ আফজল খান’ স্লোগানে নাগরিক স্মরণ পর্ষদ কুমিল্লা এ আয়োজন করে। এতে কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ মোসলেহ উদ্দিন সভাপতিত্ব করেন।
এতে ভার্চুয়ালি যোগ দিয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু বলেন, ‘অধ্যক্ষ আফজল খান ছিলেন বঙ্গবন্ধুর সহচর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুব কাছের একজন মানুষ। প্রধানমন্ত্রীর সঙ্গে আমি আফজল খানের বাসায় গিয়েছিলাম। সেখান থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছিলাম।’
অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলেন, ‘তিনি ছিলেন কুমিল্লার গণমানুষের নেতা। দেশ ও দেশের মানুষের জন্য তিনি আজীবন কাজ করে গেছেন। তিনি হারিয়ে যাননি। তিনি আজীবন স্মরণীয় হয়ে থাকবেন।’
সাবেক রেলপথমন্ত্রী সাংসদ মুজিবুল হক মুজিব বলেন, ‘কুমিল্লার রাজনীতিতে তাঁর অবদান অনেক বেশি। তিনি যখন রাজনীতির মাঠে আসতেন তখন নেতা-কর্মীরা উৎসাহ পেতেন। তিনি যখন কান্দিরপাড় এসে দাঁড়াতেন হুড়হুড় করে মানুষ এসে ভিড় জমাতেন। কুমিল্লা মানেই আফজল খান। তাঁর মতো এমন পরিচিত নেতা কুমিল্লার আর কেউ নেই।’
বুড়িচং আসনের সাংসদ আবুল হাসেম খান বলেন, ‘অধ্যক্ষ আফজল খান স্বাধীনতার আগে ও পরে সব প্রগতিশীল আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। সব সংগ্রামের সম্মুখ সারির নেতা ছিলেন তিনি।’
জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেন, ‘আমরা সব ধরনের শোষণ ও শাসনের বিরুদ্ধে লড়ছি। এসব লড়াইয়ের মাঠে তাঁকে আমরা পাশে পেতাম। তিনি সব সময় অপশক্তির বিরুদ্ধে লড়ে গেছেন।’
হামদর্দ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আব্দুল মান্নান জয় বলেন, ‘একসময় কুমিল্লায় আওয়ামী লীগের রাজনীতি মানেই ছিলেন অধ্যক্ষ আফজল খান। তিনি যৌবন দলটির জন্য বিলিয়ে গেছেন।’
লেখক ও গবেষক গোলাম ফারুক বলেন, ‘অধ্যক্ষ আফজল খানের জানাজা ও শোকসভায় মানুষের উপস্থিতি বলে দেয়, তিনি কুমিল্লার মানুষের কতটা আপন ছিলেন।’
অধ্যক্ষ আফজল খান স্মরণে নাগরিক শোকসভা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে নগরীর টাউন হল মাঠে এ সভা হয়। এতে বিভিন্ন দলের নেতা, সুশীল সমাজ ও সমাজের বিভিন্ন শ্রেণিপেশার হাজারো মানুষ অংশ নেন।
‘হৃদয়ে স্মরণে স্মৃতিতে ভালোবাসায় অধ্যক্ষ আফজল খান’ স্লোগানে নাগরিক স্মরণ পর্ষদ কুমিল্লা এ আয়োজন করে। এতে কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ মোসলেহ উদ্দিন সভাপতিত্ব করেন।
এতে ভার্চুয়ালি যোগ দিয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু বলেন, ‘অধ্যক্ষ আফজল খান ছিলেন বঙ্গবন্ধুর সহচর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুব কাছের একজন মানুষ। প্রধানমন্ত্রীর সঙ্গে আমি আফজল খানের বাসায় গিয়েছিলাম। সেখান থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছিলাম।’
অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলেন, ‘তিনি ছিলেন কুমিল্লার গণমানুষের নেতা। দেশ ও দেশের মানুষের জন্য তিনি আজীবন কাজ করে গেছেন। তিনি হারিয়ে যাননি। তিনি আজীবন স্মরণীয় হয়ে থাকবেন।’
সাবেক রেলপথমন্ত্রী সাংসদ মুজিবুল হক মুজিব বলেন, ‘কুমিল্লার রাজনীতিতে তাঁর অবদান অনেক বেশি। তিনি যখন রাজনীতির মাঠে আসতেন তখন নেতা-কর্মীরা উৎসাহ পেতেন। তিনি যখন কান্দিরপাড় এসে দাঁড়াতেন হুড়হুড় করে মানুষ এসে ভিড় জমাতেন। কুমিল্লা মানেই আফজল খান। তাঁর মতো এমন পরিচিত নেতা কুমিল্লার আর কেউ নেই।’
বুড়িচং আসনের সাংসদ আবুল হাসেম খান বলেন, ‘অধ্যক্ষ আফজল খান স্বাধীনতার আগে ও পরে সব প্রগতিশীল আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। সব সংগ্রামের সম্মুখ সারির নেতা ছিলেন তিনি।’
জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেন, ‘আমরা সব ধরনের শোষণ ও শাসনের বিরুদ্ধে লড়ছি। এসব লড়াইয়ের মাঠে তাঁকে আমরা পাশে পেতাম। তিনি সব সময় অপশক্তির বিরুদ্ধে লড়ে গেছেন।’
হামদর্দ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আব্দুল মান্নান জয় বলেন, ‘একসময় কুমিল্লায় আওয়ামী লীগের রাজনীতি মানেই ছিলেন অধ্যক্ষ আফজল খান। তিনি যৌবন দলটির জন্য বিলিয়ে গেছেন।’
লেখক ও গবেষক গোলাম ফারুক বলেন, ‘অধ্যক্ষ আফজল খানের জানাজা ও শোকসভায় মানুষের উপস্থিতি বলে দেয়, তিনি কুমিল্লার মানুষের কতটা আপন ছিলেন।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১২ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগে