খুলনায় বেড়েছে চাল, আটা, চিনির দাম

খুলনা প্রতিনিধি
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২২, ১১: ৩৮

খুলনার বাজারে এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে চাল, আটা ও চিনির দাম। শীতকালীন সবজি বাজারে থাকলেও তার দাম চড়া। মূল্যবৃদ্ধির কারণে বিভিন্ন পণ্যের বিক্রিও কমে গেছে বলে জানান বিক্রেতারা।

খুলনার বাজারে মোটা, মাঝারি, চিকন সব ধরনের চাল গত সপ্তাহের চেয়ে কেজিতে চার-পাঁচ টাকা বেড়েছে। বর্তমানে বাজারে মোটা চাল বিক্রি হচ্ছে ৫০, মাঝারি ৫৮ এবং ৮২ টাকা কেজি।

এক সপ্তাহ আগে সব চালের দাম কেজিতে পাঁচ টাকা কম ছিল। চিনির মূল্যবৃদ্ধি পেয়েছে কেজিতে ২০ টাকা। খুলনার বাজারে চিনি বিক্রি হচ্ছে ১০৫ টাকায়। ২৫ অক্টোবরের পর থেকে মূল্যবৃদ্ধি পেয়েছে বলে বিক্রেতারা জানিয়েছেন।

অপরদিকে আটার মূল্যও ঊর্ধ্বমুখী। কেজিতে সাত টাকা বৃদ্ধি পেয়ে বিক্রি হচ্ছে ৬২ টাকা। শীতকালীন সবজি ফুলকপি, খিরা, টমেটোর সরবরাহ বাজারে থাকলেও তার দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। সবজি বিক্রি হচ্ছে ৯০-১০০ টাকা কেজি। বেগুন, বাঁধাকপি, উচ্ছে, লালশাক, বরবটি, ঢ্যাঁড়স বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়।

এ ব্যাপারে নগরীর নতুন বাজারের বিক্রেতা আলম হোসেন বলেন, সম্প্রতি বৃষ্টিতে খেত নষ্ট হওয়ায় শীতকালীন সবজি কম আসছে, এ জন্য বাজারে মূল্যও বেশি। অপরদিকে নূর মোহাম্মাদ নামের এক বিক্রেতা বলেন, চিনির মূল্য কেজিতে ২০ টাকা বাড়া অস্বাভাবিক ঘটনা। পণ্যের মূল্যবৃদ্ধিতে বিক্রিও কমে গেছে বলে জানালেন এই বিক্রেতা। তিনি বলেন, দুই মাস আগেও সব মিলিয়ে দিনে ১০ হাজার টাকা বিক্রি হলেও বর্তমানে সাত হাজার থেকে আট হাজার টাকার বেশি বিক্রি হয় না। ক্রেতারা যে পণ্য না কিনলেই নয়, শুধু তাই কিনছেন। তাও পরিমাণে কম।

এদিকে রাশেদ নামের এক ক্রেতা বলেন, নিত্যপণ্যের দাম প্রতিদিনই বাড়ছে। সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। সংসার চালাতে বাধ্য হয়ে বিভিন্ন খরচ কমাতে হচ্ছে। শুধু প্রয়োজনীয়টুকুই কিনছেন তিনি। বাজার নিয়ন্ত্রণে তিনি মনিটরিংয়ের দাবি জানান।

অপরদিকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মোসাদ্দেক হোসেন বলেন, এ মুহূর্তে চালের দাম বৃদ্ধির কোনো কারণ নেই। একশ্রেণির অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকটের মাধ্যমে মূল্যবৃদ্ধি করছে বলে তিনি করেন।

খুলনার জ্যেষ্ঠ কৃষি বিপণন কর্মকর্তা শাহরিয়ার আকুঞ্জি বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বিরূপ প্রভাব পড়েছে সব ক্ষেত্রে। সে কারণে বৃদ্ধি পেয়েছে নিত্যপণ্যের মূল্য। তবু বাজার নিয়ন্ত্রণে অভিযান চালানো হচ্ছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত