Ajker Patrika

টিআর-কাবিখার টাকাও আত্মসাৎ করতেন শম্ভু

সৈয়দ ঋয়াদ, ঢাকা
টিআর-কাবিখার টাকাও আত্মসাৎ করতেন শম্ভু

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র চন্দ্র দেবনাথের (শম্ভু) দুর্নীতি অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সাবেক এই এমপির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারসহ দুর্নীতির মাধ্যমে ৫০০ কোটি টাকা অর্জনের অভিযোগ আনা হয়েছে। 

গত ২৫ আগস্ট দুদকের দৈনিক ও সাম্প্রতিক অভিযোগ সেলের পরিচালক উত্তম কুমার মণ্ডল স্বাক্ষরিত একটি চিঠিতে অনুসন্ধানের সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়। সেদিনই দুদকের কমিশন সভায় এই সিদ্ধান্ত হয়। দুদকের গোয়েন্দা ইউনিটের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে শম্ভুর দুর্নীতির সিদ্ধান্ত নেয় সংস্থাটি। 

দুদকের ওই চিঠিতে বলা হয়, শম্ভু ক্ষমতার অপব্যবহার, মাদক কারবার, বিভিন্ন অনিয়ম-দুর্নীতির মাধ্যমে টিআর, কাবিখা ও কাবিটার সরকারি অর্থ আত্মসাৎ করে নিজ ও পরিবারের সদস্যদের নামে ৫০০ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। 

কমিশনের একটি সূত্রে জানায়, কারও বিরুদ্ধে আর্থিক ও দুর্নীতির অভিযোগের প্রাথমিক সত্যতা পেলেই কমিশন তা অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। 

দুদকের গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়, অনুসন্ধানকালে গোপন সূত্রের মাধ্যমে জানা যায়, শম্ভু ও তাঁর অনুসারীরা টিআর, কাবিখা, কাবিটার ছোট-বড় অন্তত ৩৯১টি প্রকল্প থেকে ৩ কোটি ২৭ লাখ ৬৬ হাজার ৫০ টাকা আত্মসাৎ করেছেন বলে দুদকের গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে। 

একইভাবে নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় বিগত বছরের তুলনায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শম্ভুর সম্পদ বেড়েছে পাঁচ গুণ। শম্ভুর পাশাপাশি দুর্নীতির অভিযোগ উঠেছে তাঁর ছেলে সুনাম দেবনাথ ও পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধেও। 

দুদক সূত্রে জানা যায়, অনুসন্ধানকালে সাবেক এই সংসদ সদস্যের নামে থাকা বরগুনা সদর উপজেলা পরিষদসংলগ্ন একটি ও একই এলাকায় থাকা আরও একটি বাড়ির কথা তিনি হলফনামায় উল্লেখ করেননি। 

দুদক সূত্রে জানা যায়, সাবেক এই এমপির বিরুদ্ধে দেশে-বিদেশ অর্থ পাচার অনুসন্ধান করছে সংস্থাটি। শম্ভুর শ্যালক যুক্তরাষ্ট্রে বসবাসকারী তপন কুমার দেবনাথের কাছে বিপুল পরিমাণ অর্থ পাচার করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এমনকি যুক্তরাষ্ট্রে তাঁর সেকেন্ড হোম থাকার গুঞ্জন রয়েছে। 

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চলমান অনুসন্ধানের বিষয়ে জানতে শম্ভুর মোবাইল ফোনে কল করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিরিয়ায় রাশিয়ার ঘাঁটি রাখতে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের তদবির

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত