সৈয়দ ঋয়াদ, ঢাকা
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র চন্দ্র দেবনাথের (শম্ভু) দুর্নীতি অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সাবেক এই এমপির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারসহ দুর্নীতির মাধ্যমে ৫০০ কোটি টাকা অর্জনের অভিযোগ আনা হয়েছে।
গত ২৫ আগস্ট দুদকের দৈনিক ও সাম্প্রতিক অভিযোগ সেলের পরিচালক উত্তম কুমার মণ্ডল স্বাক্ষরিত একটি চিঠিতে অনুসন্ধানের সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়। সেদিনই দুদকের কমিশন সভায় এই সিদ্ধান্ত হয়। দুদকের গোয়েন্দা ইউনিটের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে শম্ভুর দুর্নীতির সিদ্ধান্ত নেয় সংস্থাটি।
দুদকের ওই চিঠিতে বলা হয়, শম্ভু ক্ষমতার অপব্যবহার, মাদক কারবার, বিভিন্ন অনিয়ম-দুর্নীতির মাধ্যমে টিআর, কাবিখা ও কাবিটার সরকারি অর্থ আত্মসাৎ করে নিজ ও পরিবারের সদস্যদের নামে ৫০০ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
কমিশনের একটি সূত্রে জানায়, কারও বিরুদ্ধে আর্থিক ও দুর্নীতির অভিযোগের প্রাথমিক সত্যতা পেলেই কমিশন তা অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়।
দুদকের গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়, অনুসন্ধানকালে গোপন সূত্রের মাধ্যমে জানা যায়, শম্ভু ও তাঁর অনুসারীরা টিআর, কাবিখা, কাবিটার ছোট-বড় অন্তত ৩৯১টি প্রকল্প থেকে ৩ কোটি ২৭ লাখ ৬৬ হাজার ৫০ টাকা আত্মসাৎ করেছেন বলে দুদকের গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে।
একইভাবে নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় বিগত বছরের তুলনায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শম্ভুর সম্পদ বেড়েছে পাঁচ গুণ। শম্ভুর পাশাপাশি দুর্নীতির অভিযোগ উঠেছে তাঁর ছেলে সুনাম দেবনাথ ও পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধেও।
দুদক সূত্রে জানা যায়, অনুসন্ধানকালে সাবেক এই সংসদ সদস্যের নামে থাকা বরগুনা সদর উপজেলা পরিষদসংলগ্ন একটি ও একই এলাকায় থাকা আরও একটি বাড়ির কথা তিনি হলফনামায় উল্লেখ করেননি।
দুদক সূত্রে জানা যায়, সাবেক এই এমপির বিরুদ্ধে দেশে-বিদেশ অর্থ পাচার অনুসন্ধান করছে সংস্থাটি। শম্ভুর শ্যালক যুক্তরাষ্ট্রে বসবাসকারী তপন কুমার দেবনাথের কাছে বিপুল পরিমাণ অর্থ পাচার করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এমনকি যুক্তরাষ্ট্রে তাঁর সেকেন্ড হোম থাকার গুঞ্জন রয়েছে।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চলমান অনুসন্ধানের বিষয়ে জানতে শম্ভুর মোবাইল ফোনে কল করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র চন্দ্র দেবনাথের (শম্ভু) দুর্নীতি অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সাবেক এই এমপির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারসহ দুর্নীতির মাধ্যমে ৫০০ কোটি টাকা অর্জনের অভিযোগ আনা হয়েছে।
গত ২৫ আগস্ট দুদকের দৈনিক ও সাম্প্রতিক অভিযোগ সেলের পরিচালক উত্তম কুমার মণ্ডল স্বাক্ষরিত একটি চিঠিতে অনুসন্ধানের সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়। সেদিনই দুদকের কমিশন সভায় এই সিদ্ধান্ত হয়। দুদকের গোয়েন্দা ইউনিটের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে শম্ভুর দুর্নীতির সিদ্ধান্ত নেয় সংস্থাটি।
দুদকের ওই চিঠিতে বলা হয়, শম্ভু ক্ষমতার অপব্যবহার, মাদক কারবার, বিভিন্ন অনিয়ম-দুর্নীতির মাধ্যমে টিআর, কাবিখা ও কাবিটার সরকারি অর্থ আত্মসাৎ করে নিজ ও পরিবারের সদস্যদের নামে ৫০০ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
কমিশনের একটি সূত্রে জানায়, কারও বিরুদ্ধে আর্থিক ও দুর্নীতির অভিযোগের প্রাথমিক সত্যতা পেলেই কমিশন তা অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়।
দুদকের গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়, অনুসন্ধানকালে গোপন সূত্রের মাধ্যমে জানা যায়, শম্ভু ও তাঁর অনুসারীরা টিআর, কাবিখা, কাবিটার ছোট-বড় অন্তত ৩৯১টি প্রকল্প থেকে ৩ কোটি ২৭ লাখ ৬৬ হাজার ৫০ টাকা আত্মসাৎ করেছেন বলে দুদকের গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে।
একইভাবে নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় বিগত বছরের তুলনায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শম্ভুর সম্পদ বেড়েছে পাঁচ গুণ। শম্ভুর পাশাপাশি দুর্নীতির অভিযোগ উঠেছে তাঁর ছেলে সুনাম দেবনাথ ও পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধেও।
দুদক সূত্রে জানা যায়, অনুসন্ধানকালে সাবেক এই সংসদ সদস্যের নামে থাকা বরগুনা সদর উপজেলা পরিষদসংলগ্ন একটি ও একই এলাকায় থাকা আরও একটি বাড়ির কথা তিনি হলফনামায় উল্লেখ করেননি।
দুদক সূত্রে জানা যায়, সাবেক এই এমপির বিরুদ্ধে দেশে-বিদেশ অর্থ পাচার অনুসন্ধান করছে সংস্থাটি। শম্ভুর শ্যালক যুক্তরাষ্ট্রে বসবাসকারী তপন কুমার দেবনাথের কাছে বিপুল পরিমাণ অর্থ পাচার করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এমনকি যুক্তরাষ্ট্রে তাঁর সেকেন্ড হোম থাকার গুঞ্জন রয়েছে।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চলমান অনুসন্ধানের বিষয়ে জানতে শম্ভুর মোবাইল ফোনে কল করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে