নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর ডিমলায় তিস্তা নদীতে জেগে ওঠা বালুচরে ভুট্টার চারা গাছের সবুজে ভরে গেছে। সবল চারা গাছ দেখে ভালো ফলনের স্বপ্ন দেখছেন কৃষক।
উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, এ বছর উপজেলায় ১৩ হাজার ১৬০ হেক্টর জমিতে ভুট্টার চাষ হয়েছে। গত বছর চাষ হয়েছিল ১২ হাজার ৭৫০ হেক্টর জমিতে। অধিকাংশ ভুট্টাই চাষ হচ্ছে তিস্তার চর ও নদী তীরবর্তী বিস্তৃত এলাকায়।
সরেজমিনে উপজেলার তিস্তা নদীর বিভিন্ন চর এলাকা ঘুরে কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবারের বর্ষা মৌসুমে তিস্তার চরে আমন ধান চাষ হয় নাই। আমনের ক্ষতি পুষিয়ে নিতে এলাকার চাষিরা তিস্তার চরে আগাম ভুট্টা চাষ করেছেন। ধু ধু বালুচরে এখন সবুজের সমারোহ।
স্থানীয় কৃষক মোশাররফ হোসেন জানান, ‘ধান, তামাক ও গম চাষ করলে যে লাভ হয়, তার চেয়ে দ্বিগুণ লাভ হয় ভুট্টায়। প্রতি বিঘায় ৪০ / ৪৫ মন পর্যন্ত ভুট্টা হয় এবং ব্যয় হয় প্রতি বিঘায় ১০ / ১২ হাজার টাকা। আর বিক্রি হয় বিঘা প্রতি প্রায় ৩০ / ৩২ হাজার টাকা। শুধু মাত্র ভুট্টা ঘরে তোলার সময় পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে ভুট্টা চাষে লাভবান হব।’
তিস্তার কিসামতে চর এলাকার কৃষক আহের আলী জানান, ‘এ বছর তিস্তার বালুচরে ২৮০ শতক জমিতে ভুট্টা চাষ করেছি। গত বছর চাষ করে ছিলাম ১৭০ শতক জমিতে। বীজ, সার ও শ্রমিকের খরচ হবে ৩০-৩৫ হাজার টাকা। প্রতি মণ ভুট্টা ৭২০-৯০০ টাকায় বিক্রি করা হয়।’
তিনি আরও বলেন, ‘অনেক বছর ধরে তিস্তার চরে ভুট্টা চাষ করছি। প্রথমে তেমন ফলন না পেলেও এবারে বাম্পার ফলন হয়েছে।’
বাইশপুকুর চর এলাকার কৃষক রবিউল ইসলাম বলেন, ‘চরাঞ্চলে ভুট্টার আবাদ আসার আগে জমি অনাবাদি ছিল। অন্য ফসলের আশানুরূপ ফলন না হওয়ায় এসব জমিতে তেমন একটা ফসল ফলানো হয়নি। এখন ভুট্টার বাম্পার ফলনে লাভবান হচ্ছেন কৃষকেরা।’
নীলফামারীর ডিমলায় তিস্তা নদীতে জেগে ওঠা বালুচরে ভুট্টার চারা গাছের সবুজে ভরে গেছে। সবল চারা গাছ দেখে ভালো ফলনের স্বপ্ন দেখছেন কৃষক।
উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, এ বছর উপজেলায় ১৩ হাজার ১৬০ হেক্টর জমিতে ভুট্টার চাষ হয়েছে। গত বছর চাষ হয়েছিল ১২ হাজার ৭৫০ হেক্টর জমিতে। অধিকাংশ ভুট্টাই চাষ হচ্ছে তিস্তার চর ও নদী তীরবর্তী বিস্তৃত এলাকায়।
সরেজমিনে উপজেলার তিস্তা নদীর বিভিন্ন চর এলাকা ঘুরে কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবারের বর্ষা মৌসুমে তিস্তার চরে আমন ধান চাষ হয় নাই। আমনের ক্ষতি পুষিয়ে নিতে এলাকার চাষিরা তিস্তার চরে আগাম ভুট্টা চাষ করেছেন। ধু ধু বালুচরে এখন সবুজের সমারোহ।
স্থানীয় কৃষক মোশাররফ হোসেন জানান, ‘ধান, তামাক ও গম চাষ করলে যে লাভ হয়, তার চেয়ে দ্বিগুণ লাভ হয় ভুট্টায়। প্রতি বিঘায় ৪০ / ৪৫ মন পর্যন্ত ভুট্টা হয় এবং ব্যয় হয় প্রতি বিঘায় ১০ / ১২ হাজার টাকা। আর বিক্রি হয় বিঘা প্রতি প্রায় ৩০ / ৩২ হাজার টাকা। শুধু মাত্র ভুট্টা ঘরে তোলার সময় পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে ভুট্টা চাষে লাভবান হব।’
তিস্তার কিসামতে চর এলাকার কৃষক আহের আলী জানান, ‘এ বছর তিস্তার বালুচরে ২৮০ শতক জমিতে ভুট্টা চাষ করেছি। গত বছর চাষ করে ছিলাম ১৭০ শতক জমিতে। বীজ, সার ও শ্রমিকের খরচ হবে ৩০-৩৫ হাজার টাকা। প্রতি মণ ভুট্টা ৭২০-৯০০ টাকায় বিক্রি করা হয়।’
তিনি আরও বলেন, ‘অনেক বছর ধরে তিস্তার চরে ভুট্টা চাষ করছি। প্রথমে তেমন ফলন না পেলেও এবারে বাম্পার ফলন হয়েছে।’
বাইশপুকুর চর এলাকার কৃষক রবিউল ইসলাম বলেন, ‘চরাঞ্চলে ভুট্টার আবাদ আসার আগে জমি অনাবাদি ছিল। অন্য ফসলের আশানুরূপ ফলন না হওয়ায় এসব জমিতে তেমন একটা ফসল ফলানো হয়নি। এখন ভুট্টার বাম্পার ফলনে লাভবান হচ্ছেন কৃষকেরা।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে