ফুলগাজী (ফেনী) প্রতিনিধি
ফেনীর ফুলগাজীতে আবদুল ওয়াহাব ও আবদুল হান্নান নামের দুই ভাইয়ের নিয়ন্ত্রণে মাদক কারবার চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁরা দুজন উপজেলার আমজাদ হাট ইউনিয়নের তারাকুছা রিস্টমুখ গ্রামের বাসিন্দা।
এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, আবদুল ওহাব ও আবদুল হান্নানের বাড়ি সীমান্তবর্তী এলাকায়। তাঁরা ভারত থেকে মাদকের চালান এনে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। বাড়ি সীমান্তবর্তী এলাকায় হওয়ায় তাঁরা সহজেই এই কাজ করতে পারছেন। ভয়ে তাঁদের বিরুদ্ধে কেউ কিছু বলে না।
আমজাদহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত মহিলা সদস্য ফরিদা আখতার বলেন, তাঁরা এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিতদের এ বিষয়ে উদ্যোগী হয়ে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
তারাকুছা রিস্টমুখ ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শামসুল আলম বলেন, ‘তাঁদের বাড়ি সীমান্তবর্তী এলাকায়। আমি বিজিবি সদস্যদের একাধিকবার তাঁদের বিরুদ্ধে নালিশ করেছি। কিন্তু কাজের কাজ কিছু হয়নি।’
আমজাদ হাট তারাকুছা বিজিবি ক্যাম্পের এস এফ আখতার হোসেনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আবদুল ওহাব ও হান্নান দুজনই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। আমরা তাঁদের আটক করার চেষ্টা করছি। তাদের মাদকসহ হাতে-নাতে আটক করার জন্য কাজ করছি।’
আমজাদ হাট ইউপি চেয়ারম্যান মীর হোসেন মীরু বলেন, ‘আমি আবদুল হান্নানকে চিনি। তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত। ভারত থেকে মাদক এনে ব্যবসা করছে। আমি তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।’
এলাকাবাসীর প্রশ্ন, পাশেই তারাকুছা বিজিবি ক্যাম্প। তারপরও দুই ভাই কীভাবে মাদকের ব্যবসা চালিয়ে যাচ্ছেন?
তারাকুছা রিস্টমুখ গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, আবদুল হান্নান ও আবদুল ওহাব অনেক বছর ধরে মাদকের ব্যবসা করছেন। কিন্তু পুলিশ ও বিজিবি বলছে, তাঁদের ধরতে পারছে না। তিনি মনে করেন, দুই ভাইয়ের বাধাহীনভাবে মাদক ব্যবসার পেছনে পুলিশ-বিজিবির কোনো কোনো সদস্যের হাত থাকতে পারে।
তবে অভিযোগ অস্বীকার করে আবদুল হান্নান বলেন, একসময় মাদকের ব্যবসা করলেও বর্তমানে তিনি ও তাঁর ভাই আবদুল ওহাব গাড়ি চালিয়ে সংসার চালান। গত সোমবার রাতে ট্রাকে করে মাদক আনার বিষয়ে জানতে চাইলে তিনি ফোনের সংযোগ কেটে দেন।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈন উদ্দিন বলেন, ‘দুই ভাইকে গ্রেপ্তার করার চেষ্টা করছি। একটি মাদক মামলায় তাদের দুজনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছি। তাদের ধরার জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌসী বেগম বলেন, ‘তাঁরা দুই ভাই মাদকের সঙ্গে জড়িত বলে শুনেছি। যৌথ অভিযানের মাধ্যমে তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। প্রশাসনের পক্ষ থেকে তাঁদের কোনো ছাড় নেই।’
ফেনীর ফুলগাজীতে আবদুল ওয়াহাব ও আবদুল হান্নান নামের দুই ভাইয়ের নিয়ন্ত্রণে মাদক কারবার চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁরা দুজন উপজেলার আমজাদ হাট ইউনিয়নের তারাকুছা রিস্টমুখ গ্রামের বাসিন্দা।
এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, আবদুল ওহাব ও আবদুল হান্নানের বাড়ি সীমান্তবর্তী এলাকায়। তাঁরা ভারত থেকে মাদকের চালান এনে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। বাড়ি সীমান্তবর্তী এলাকায় হওয়ায় তাঁরা সহজেই এই কাজ করতে পারছেন। ভয়ে তাঁদের বিরুদ্ধে কেউ কিছু বলে না।
আমজাদহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত মহিলা সদস্য ফরিদা আখতার বলেন, তাঁরা এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিতদের এ বিষয়ে উদ্যোগী হয়ে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
তারাকুছা রিস্টমুখ ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শামসুল আলম বলেন, ‘তাঁদের বাড়ি সীমান্তবর্তী এলাকায়। আমি বিজিবি সদস্যদের একাধিকবার তাঁদের বিরুদ্ধে নালিশ করেছি। কিন্তু কাজের কাজ কিছু হয়নি।’
আমজাদ হাট তারাকুছা বিজিবি ক্যাম্পের এস এফ আখতার হোসেনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আবদুল ওহাব ও হান্নান দুজনই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। আমরা তাঁদের আটক করার চেষ্টা করছি। তাদের মাদকসহ হাতে-নাতে আটক করার জন্য কাজ করছি।’
আমজাদ হাট ইউপি চেয়ারম্যান মীর হোসেন মীরু বলেন, ‘আমি আবদুল হান্নানকে চিনি। তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত। ভারত থেকে মাদক এনে ব্যবসা করছে। আমি তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।’
এলাকাবাসীর প্রশ্ন, পাশেই তারাকুছা বিজিবি ক্যাম্প। তারপরও দুই ভাই কীভাবে মাদকের ব্যবসা চালিয়ে যাচ্ছেন?
তারাকুছা রিস্টমুখ গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, আবদুল হান্নান ও আবদুল ওহাব অনেক বছর ধরে মাদকের ব্যবসা করছেন। কিন্তু পুলিশ ও বিজিবি বলছে, তাঁদের ধরতে পারছে না। তিনি মনে করেন, দুই ভাইয়ের বাধাহীনভাবে মাদক ব্যবসার পেছনে পুলিশ-বিজিবির কোনো কোনো সদস্যের হাত থাকতে পারে।
তবে অভিযোগ অস্বীকার করে আবদুল হান্নান বলেন, একসময় মাদকের ব্যবসা করলেও বর্তমানে তিনি ও তাঁর ভাই আবদুল ওহাব গাড়ি চালিয়ে সংসার চালান। গত সোমবার রাতে ট্রাকে করে মাদক আনার বিষয়ে জানতে চাইলে তিনি ফোনের সংযোগ কেটে দেন।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈন উদ্দিন বলেন, ‘দুই ভাইকে গ্রেপ্তার করার চেষ্টা করছি। একটি মাদক মামলায় তাদের দুজনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছি। তাদের ধরার জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌসী বেগম বলেন, ‘তাঁরা দুই ভাই মাদকের সঙ্গে জড়িত বলে শুনেছি। যৌথ অভিযানের মাধ্যমে তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। প্রশাসনের পক্ষ থেকে তাঁদের কোনো ছাড় নেই।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১০ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগে