মং সার্কেলের হেডম্যান ও কার্বারি সম্মেলন

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২১, ০৮: ৩২
আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১৬: ১৯

খাগড়াছড়িতে মং সার্কেলের বার্ষিক হেডম্যান ও কার্বারি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার মহালছড়ার মং রাজবাড়ি প্রাঙ্গণে এই সম্মেলন হয়। দুটি অধিবেশনে দিনব্যাপী আয়োজিত এই সম্মেলনে ৮৮ জন হেডম্যান (মৌজাপ্রধান) এবং ৭০১ কার্বারি (পাড়াপ্রধান) অংশ নেন।

মং সার্কেল রাজা সাচিংপ্রু চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

বক্তব্য দেন রাজপুণ্যাহ উদ্‌যাপন কমিটির আহ্বায়ক ও পার্বত্য জেলা পরিষদ সদস্য হিরনজয় ত্রিপুরা , হাফছড়ি ইউপির সাবেক চেয়ারম্যান ও জেলা হেডম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি চাইথোয়াই চৌধুরী, সিন্দুকছড়ি ইউপির সাবেক চেয়ারম্যান ও হেডম্যান সুইনুপ্রু চৌধুরী, নারী হেডম্যান আনেউ চৌধুরী, ইউএনডিপির প্রতিনিধি সুভাষ চাকমা, উচিমং চৌধুরী, তৃণমূল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিপন চাকমা এবং জেলা হেডম্যান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক স্বদেশ প্রীতি চাকমা প্রমুখ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত