বিনোদন প্রতিবেদক, ঢাকা
রাজনীতিবিদ থেকে সিনেমার নায়িকা—সবার ওপরেই আছে ড্যাডির প্রভাব! এমন কথা প্রায়ই শোনা যায়। কিন্তু কে এই ড্যাডি? কী এমন তার ক্ষমতা? সেই ড্যাডির গল্প নিয়েই তৈরি হয়েছে ওয়েব সিনেমা ‘পাফ ড্যাডি’। এতে একজন উঠতি নায়িকার চরিত্রে অভিনয় করেছেন পরীমণি, উদীয়মান রাজনীতিবিদের চরিত্রে আব্দুন নূর সজল, ক্ষমতাবান রাজনীতিবিদের চরিত্রে শহীদুজ্জামান সেলিম। সিনেমাটির নাম ভূমিকায় পাফ ড্যাডির চরিত্রে দেখা যাবে আজাদ আবুল কালামকে। আগামী ৭ সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ বিডিতে প্রকাশ পাবে পাফ ড্যাডি।
মুক্তি উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশ পেয়েছে সিনেমাটির ট্রেলার। শুরুতেই ভয়েস ওভারে শহীদুজ্জামান সেলিমকে বলতে শোনা গেল, ‘দুনিয়াতে দুই ধরনের লোক আছে। একদল মারে, আরেক দল মার খায়...আর কাউকে মারতে হলে যতটা না শক্তি লাগে, তার চেয়ে বেশি লাগে সাহস।’
২ মিনিট ১১ সেকেন্ডের ট্রেলারে দেখা গেল পরপর দুটি সিনেমা ফ্লপ হওয়ার পর নিজেকে প্রতিষ্ঠিত করতে মরিয়া হয়ে উঠেছে নায়িকা টিনা। সিনেমা হিট করাতে সে শরণাপন্ন হয় পাফ ড্যাডির। অন্যদিকে উদীয়মান রাজনীতিবিদ চরিত্রে অভিনয় করা সজলও নমিনেশন জমা দেওয়ার আগে দোয়া চাইতে যায় পাফ ড্যাডির কাছে। শুধু রাজনীতিবিদ কিংবা নায়িকাই নয়, পাফ ড্যাডির রহস্যের জালে আটকে পড়তে দেখা যায় সাধারণ মানুষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও! ট্রেলারটি বলে দিচ্ছে, আধ্যাত্মিক এবং বাস্তবতার সমন্বয়ে তৈরি হয়েছে পাফ ড্যাডি সিনেমার গল্প। সত্যিই কি অলৌকিক ক্ষমতার অধিকারী এই পাফ ড্যাডি? নাকি সবই তার ভণ্ডামি? নাকি এসব ঘটনার আড়ালে আছে অন্য কোনো রহস্য? সব উত্তর জানা যাবে ওয়েব সিনেমাটি রিলিজ হওয়ার পর।
পাফ ড্যাডি নিয়ে সজল বলেন, ‘সিনেমায় আমি একজন উদীয়মান রাজনীতিবিদ। নিজেকে প্রতিষ্ঠিত করতে চেষ্টা-তদবিরের কমতি নেই আমার। পাফ ড্যাডির সঙ্গে যোগাযোগটা মূলত সে কারণেই। তবে শেষ পরিণতি জানতে হলে দেখতে হবে সিনেমাটি।’
ওয়েব সিনেমাটি নিয়ে নির্মাতা সহিদ উন নবী বলেন, ‘প্রতিটি মানুষের জীবনে একটা ফাদার ফিগার বা বস থাকে। তাদের আমরা “বাবা” বলি। সাফল্য পাওয়ার জন্য তাদের সহযোগিতার প্রয়োজন হয়। কেউ মন থেকে সহযোগিতা করে, আবার কেউ নিজের সুবিধার জন্য করে। মানুষের জীবনে সেই বাবাদের প্রভাব নিয়েই পাফ ড্যাডির গল্প।’
২০১৯ সালে যখন পাফ ড্যাডির কাজ শুরু হয়েছিল তখন বলা হয়েছিল, এটি ৭ পর্বের ওয়েব সিরিজ। পরে সিনেমা হিসেবেই মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়। বদলে যায় নির্মাতা। পাফ ড্যাডি শুরু করেছিলেন নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। কিছু অংশ শুটিং করার পর তিনি সরে দাঁড়ালে কাজটি যৌথভাবে শেষ করেন সহিদ উন নবী ও মুশফিকুর রহমান মঞ্জু। এতে আরও অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু, ইন্তেখাব দিনার, ফারুক আহমেদ, বিজরী বরকতউল্লাহ, এ কে আজাদ সেতু প্রমুখ।
রাজনীতিবিদ থেকে সিনেমার নায়িকা—সবার ওপরেই আছে ড্যাডির প্রভাব! এমন কথা প্রায়ই শোনা যায়। কিন্তু কে এই ড্যাডি? কী এমন তার ক্ষমতা? সেই ড্যাডির গল্প নিয়েই তৈরি হয়েছে ওয়েব সিনেমা ‘পাফ ড্যাডি’। এতে একজন উঠতি নায়িকার চরিত্রে অভিনয় করেছেন পরীমণি, উদীয়মান রাজনীতিবিদের চরিত্রে আব্দুন নূর সজল, ক্ষমতাবান রাজনীতিবিদের চরিত্রে শহীদুজ্জামান সেলিম। সিনেমাটির নাম ভূমিকায় পাফ ড্যাডির চরিত্রে দেখা যাবে আজাদ আবুল কালামকে। আগামী ৭ সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ বিডিতে প্রকাশ পাবে পাফ ড্যাডি।
মুক্তি উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশ পেয়েছে সিনেমাটির ট্রেলার। শুরুতেই ভয়েস ওভারে শহীদুজ্জামান সেলিমকে বলতে শোনা গেল, ‘দুনিয়াতে দুই ধরনের লোক আছে। একদল মারে, আরেক দল মার খায়...আর কাউকে মারতে হলে যতটা না শক্তি লাগে, তার চেয়ে বেশি লাগে সাহস।’
২ মিনিট ১১ সেকেন্ডের ট্রেলারে দেখা গেল পরপর দুটি সিনেমা ফ্লপ হওয়ার পর নিজেকে প্রতিষ্ঠিত করতে মরিয়া হয়ে উঠেছে নায়িকা টিনা। সিনেমা হিট করাতে সে শরণাপন্ন হয় পাফ ড্যাডির। অন্যদিকে উদীয়মান রাজনীতিবিদ চরিত্রে অভিনয় করা সজলও নমিনেশন জমা দেওয়ার আগে দোয়া চাইতে যায় পাফ ড্যাডির কাছে। শুধু রাজনীতিবিদ কিংবা নায়িকাই নয়, পাফ ড্যাডির রহস্যের জালে আটকে পড়তে দেখা যায় সাধারণ মানুষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও! ট্রেলারটি বলে দিচ্ছে, আধ্যাত্মিক এবং বাস্তবতার সমন্বয়ে তৈরি হয়েছে পাফ ড্যাডি সিনেমার গল্প। সত্যিই কি অলৌকিক ক্ষমতার অধিকারী এই পাফ ড্যাডি? নাকি সবই তার ভণ্ডামি? নাকি এসব ঘটনার আড়ালে আছে অন্য কোনো রহস্য? সব উত্তর জানা যাবে ওয়েব সিনেমাটি রিলিজ হওয়ার পর।
পাফ ড্যাডি নিয়ে সজল বলেন, ‘সিনেমায় আমি একজন উদীয়মান রাজনীতিবিদ। নিজেকে প্রতিষ্ঠিত করতে চেষ্টা-তদবিরের কমতি নেই আমার। পাফ ড্যাডির সঙ্গে যোগাযোগটা মূলত সে কারণেই। তবে শেষ পরিণতি জানতে হলে দেখতে হবে সিনেমাটি।’
ওয়েব সিনেমাটি নিয়ে নির্মাতা সহিদ উন নবী বলেন, ‘প্রতিটি মানুষের জীবনে একটা ফাদার ফিগার বা বস থাকে। তাদের আমরা “বাবা” বলি। সাফল্য পাওয়ার জন্য তাদের সহযোগিতার প্রয়োজন হয়। কেউ মন থেকে সহযোগিতা করে, আবার কেউ নিজের সুবিধার জন্য করে। মানুষের জীবনে সেই বাবাদের প্রভাব নিয়েই পাফ ড্যাডির গল্প।’
২০১৯ সালে যখন পাফ ড্যাডির কাজ শুরু হয়েছিল তখন বলা হয়েছিল, এটি ৭ পর্বের ওয়েব সিরিজ। পরে সিনেমা হিসেবেই মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়। বদলে যায় নির্মাতা। পাফ ড্যাডি শুরু করেছিলেন নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। কিছু অংশ শুটিং করার পর তিনি সরে দাঁড়ালে কাজটি যৌথভাবে শেষ করেন সহিদ উন নবী ও মুশফিকুর রহমান মঞ্জু। এতে আরও অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু, ইন্তেখাব দিনার, ফারুক আহমেদ, বিজরী বরকতউল্লাহ, এ কে আজাদ সেতু প্রমুখ।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে