Ajker Patrika

পরীক্ষায় বসতে পেরে স্বস্তি

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৮: ৫১
পরীক্ষায় বসতে পেরে স্বস্তি

নরসিংদীর রায়পুরায় প্রাথমিক বিদ্যালয়গুলোতে চলতি শিক্ষাবর্ষে সকল শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়ন পরীক্ষা নেওয়া হচ্ছে। এই পরীক্ষার মাধ্যমে মূল্যায়নের ভিত্তিতে পরবর্তী শ্রেণিতে ক্রমিক নম্বর দেওয়া হবে। করোনা পরিস্থিতির কারণে গত বছর এসব পরীক্ষা হয়নি। পরীক্ষা ছাড়াই শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ করা হয়েছিল। তবে চলতি বছরেও পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা হচ্ছে না। শুধুমাত্র শ্রেণি পরীক্ষা নেওয়া হচ্ছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ২০২১ সালে উপজেলার ১৯৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ৫৯ হাজার ৭০৫ জন শিক্ষার্থী রয়েছে।

উপজেলার পূর্ব হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার ঘোষ বলেন, করোনার কারণে গত বছরও প্রথাগত বার্ষিক পরীক্ষা হয়নি। তখন অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের ‘শিখন অগ্রগতি যাচাই’ করে ওপরের শ্রেণিতে ওঠানো হয়েছিল। এবার শ্রেণি মূল্যায়ন পরীক্ষার মাধ্যমে পরের শ্রেণিতে ক্রমিক নম্বর দেওয়া হবে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান মোহাম্মদ জুনায়েদ বলেন, ‘বিদ্যালয়গুলোতেও করোনা মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ ছিল। গত ১২ সেপ্টেম্বর থেকে সশরীরে ক্লাস শুরু হয়। চলতি বছরের তিন মাসের সংক্ষিপ্ত সিলেবাসে শিক্ষার্থীদের পড়ানো হয়েছে। স্তর অনুযায়ী শিক্ষার্থীরা শিখতে সক্ষম হয়েছে কী না তা নিশ্চিত করতেই শ্রেণি শিক্ষককের প্রশ্নের মাধ্যমে মূল্যায়ন পরীক্ষা নিচ্ছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত