কারাতের বিশ্বে উজ্জ্বল বাংলাদেশ

আসাদুজ্জামান রিপন, নরসিংদী
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১২: ৫১
Thumbnail image

আধুনিক মার্শাল আর্ট কারাতে প্রশিক্ষণ গ্রহণে আগ্রহ বাড়ছে নরসিংদীর তরুণ-তরুণীদের। ২০০৩ সালে জেলা কারাতে অ্যাসোসিয়েশন গঠনের পর থেকে দেশ-বিদেশের মাটিতে ধারাবাহিক সফলতা অর্জন করছে কারাতে প্রশিক্ষণার্থীরা। বিশ্ব দরবারে দেশের পতাকা উড়িয়ে দেশকে সম্মানিত করছেন তাঁরা। এই সফলতার পেছনে দীর্ঘ দেড় যুগ ধরে ভূমিকা রাখছেন জেলা কারাতে অ্যাসোসিয়েশনের প্রধান প্রশিক্ষক রুপু আহমেদ।

নরসিংদী জেলা কারাতে অ্যাসোসিয়েশনের প্রশিক্ষণার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নরসিংদীতে এক সময় চাকরির সুবাদে দেশ-বিদেশ থেকে আসা কিছুটা কারাতে জানা ব্যক্তিদের কাছ থেকে বিক্ষিপ্তভাবে কারাতে প্রশিক্ষণ গ্রহণ করত এখানকার ছেলে-মেয়েরা।

জেলার তরুণ-তরুণীদের জন্য ২০০৩ সালে নরসিংদী জেলা কারাতে অ্যাসোসিয়েশন গঠন করেন কারাতে প্রশিক্ষক রুপু আহমেদ। এর পর থেকে জেলাজুড়ে জনপ্রিয়তা পেতে থাকে কারাতে প্রশিক্ষণ। স্কুল কলেজের শিক্ষার্থীরা কারাতে শিক্ষা নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ভালো ফলাফল নিয়ে আসছে। পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, বিমানবাহিনী ও নৌবাহিনীতেও অনেক প্রশিক্ষণার্থী যোগ দিয়েছে।

নরসিংদী জেলা কারাতে অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, ২০০৩ সাল থেকে এ পর্যন্ত প্রায় ৩ হাজার প্রশিক্ষণার্থীর মধ্যে সাড়ে ৩ শতাধিক মেডেল পেয়েছেন এখানকার শতাধিক প্রশিক্ষণার্থী। ২০১৪ সালে ভারতের দার্জিলিংয়ে অনুষ্ঠিত কারাতে প্রতিযোগিতায় প্রথম স্বর্ণপদক পায় নরসিংদী কারাতে অ্যাসোসিয়েশন। এ ছাড়া ইন্দোনেশিয়া, নেপাল, সিঙ্গাপুরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে ৫৭টি একক পদক, জাতীয় পর্যায়ের একক পদক ৯০টি ও জেলা এবং বিভাগীয় বিভিন্ন প্রতিযোগিতায় প্রায় দুই শত পদক অর্জন করে প্রশিক্ষণার্থীরা। সম্প্রতি করোনা পরিস্থিতির কারণে বিভিন্ন দেশে অনলাইনে প্রতিযোগিতায় অংশ নেয় প্রশিক্ষণার্থীরা। এতে ভারত, জাপান, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, আয়ারল্যান্ড, ইরাক, শ্রীলঙ্কা থেকে ২০টি পদক অর্জন করে। এর মধ্যে ১৬টি ব্রোঞ্জ, ২টি রৌপ্য, ২টি স্বর্ণ পদক রয়েছে।

ধারাবাহিক এসব সফলতার পর জেলাজুড়ে জনপ্রিয় হয়ে উঠেছে কারাতে প্রশিক্ষণ গ্রহণ। বর্তমানে জেলা কারাতে অ্যাসোসিয়েশনের প্রশিক্ষণার্থীর সংখ্যা দেড় শ। এর মধ্যে ৬০ জন ছাত্রী ও ৯০ জন ছাত্র রয়েছে। সপ্তাহের তিন দিন মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে প্রশিক্ষণ গ্রহণ করছেন তাঁরা।

জেলা কারাতে অ্যাসোসিয়েশনের ব্ল্যাক বেল্ট প্রাপ্ত ছাত্র জি. এম. কিবরিয়া বলেন, ‘১২ বছর ধরে কারাতে প্রশিক্ষণ নিচ্ছি। কারাতে গেম এর মাধ্যমে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে অনেক পুরস্কার ও সম্মান পেয়েছি। বিদেশের বুকেও দেশের পতাকা উত্তোলনের সুযোগ পেয়েছি।’

আবদুল কাদির মোল্লা সিটি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী কারাতে প্রশিক্ষণার্থী নাসরিন আক্তার বলেন, ‘আমি দুই বছর ধরে প্রশিক্ষণ নিচ্ছি। এতে শারীরিক ও মানসিকভাবে ফিট থাকার পাশাপাশি নিজের সুরক্ষা ও আত্মবিশ্বাস বেড়ে গেছে। কারাতে শুধুমাত্র আত্মরক্ষায় নয়, এটি একটি ইন্টারন্যাশনাল গেম।’

নরসিংদী জেলা কারাতে অ্যাসোসিয়েশনের প্রধান প্রশিক্ষক রুপু আহমেদ বলেন, স্থানীয় মানুষ আগে ভাবতেন কারাতে শুধুই ফিল্ম ও আত্মরক্ষার্থে কাজে আসে। কিন্তু এখন এই দৃষ্টিভঙ্গির অনেকটা পরিবর্তন এসেছে। সবাই জানে কারাতে একটি আন্তর্জাতিক স্পোর্টস। এই জন্যই নরসিংদীতে কারাতে জনপ্রিয়তা বাড়ছে। এবং অভিভাবকেরা নিজেদের সন্তানকে কারাতে শিক্ষার জন্য আগ্রহ দেখাচ্ছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত