নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নগরীর জিইসি মোড়ের দোকানিদের হাতে কয়েক দিনে ধরা পড়ে বেশ কিছু জাল নোট। বিভিন্ন অঙ্কের এসব জাল নোটের উৎস ছিল অজানা। অবশেষে ক্রেতা সেজে আলমগীর হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের দাবি, আলমগীর জাল নোট ছড়ানো চক্রের সদস্য। তিনি বিভিন্ন সময় ১০০-২০০ টাকার পণ্য কিনে ৫০০ ও ১০০০ টাকার জাল নোট দিয়ে বাকি টাকা নিয়ে চলে যেতেন বলেও জানায় পুলিশ।
গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে খুলশী থানাধীন জিইসি মোড় থেকে ট্রাফিক সার্জেন্ট শামীম আলম ও কয়েক জন দোকানি মিলে আলমগীরকে আটক করেন। এ ঘটনায় খুলশী থানায় একটি মামলা হয়েছে। অভিযুক্তের বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়।
এ বিষয়ে শামীম আলম আজকের পত্রিকাকে বলেন, জিইসি মোড়ের কয়েকজন দোকানির কাছে জাল নোট ধরা পড়ার বিষয়টি জানতে পারেন তিনি। গত শনিবার রাতে হঠাৎ এক দোকানি দৌড়ে ট্রাফিক পুলিশ বক্সে এসে সন্দেহভাজন এক ব্যক্তির বিষয়ে খবর দেয়। পরে তাঁকে নিয়ে একটি দোকানের সামনে থেকে অভিযুক্তকে কৌশলে ডেকে এনে ট্রাফিক বক্সে আনা হয়। সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। এর একপর্যায়ে অভিযুক্ত আলমগীর জাল নোট লেনদেনের বিষয় স্বীকার করেন।
ওই পুলিশ কর্মকর্তা আরও বলেন, অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন সময় ১০০-২০০ টাকার পণ্য কিনে ৫০০ ও ১০০০ টাকার জাল নোট দিয়ে বাকি টাকা নিয়ে চলে যেতেন।
শামীম আলম বলেন, ধরা পড়া এড়াতে আলমগীর টিস্যুর ভেতরে রাখা কিছু জাল নোট রাস্তায় ফেলে দেন। পরে এসব উদ্ধার করা হয়। তাঁর কাছ থেকে ১০০০ টাকার ১১টি নোট ও ৫০০ টাকার দুটি জাল নোট পাওয়া গেছে। এ ছাড়া নগদ ৭০০ টাকাও পাওয়া যায়। পরে তাঁকে খুলশী থানায় হস্তান্তর করা হয়।
নগরীর জিইসি মোড়ের দোকানিদের হাতে কয়েক দিনে ধরা পড়ে বেশ কিছু জাল নোট। বিভিন্ন অঙ্কের এসব জাল নোটের উৎস ছিল অজানা। অবশেষে ক্রেতা সেজে আলমগীর হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের দাবি, আলমগীর জাল নোট ছড়ানো চক্রের সদস্য। তিনি বিভিন্ন সময় ১০০-২০০ টাকার পণ্য কিনে ৫০০ ও ১০০০ টাকার জাল নোট দিয়ে বাকি টাকা নিয়ে চলে যেতেন বলেও জানায় পুলিশ।
গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে খুলশী থানাধীন জিইসি মোড় থেকে ট্রাফিক সার্জেন্ট শামীম আলম ও কয়েক জন দোকানি মিলে আলমগীরকে আটক করেন। এ ঘটনায় খুলশী থানায় একটি মামলা হয়েছে। অভিযুক্তের বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়।
এ বিষয়ে শামীম আলম আজকের পত্রিকাকে বলেন, জিইসি মোড়ের কয়েকজন দোকানির কাছে জাল নোট ধরা পড়ার বিষয়টি জানতে পারেন তিনি। গত শনিবার রাতে হঠাৎ এক দোকানি দৌড়ে ট্রাফিক পুলিশ বক্সে এসে সন্দেহভাজন এক ব্যক্তির বিষয়ে খবর দেয়। পরে তাঁকে নিয়ে একটি দোকানের সামনে থেকে অভিযুক্তকে কৌশলে ডেকে এনে ট্রাফিক বক্সে আনা হয়। সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। এর একপর্যায়ে অভিযুক্ত আলমগীর জাল নোট লেনদেনের বিষয় স্বীকার করেন।
ওই পুলিশ কর্মকর্তা আরও বলেন, অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন সময় ১০০-২০০ টাকার পণ্য কিনে ৫০০ ও ১০০০ টাকার জাল নোট দিয়ে বাকি টাকা নিয়ে চলে যেতেন।
শামীম আলম বলেন, ধরা পড়া এড়াতে আলমগীর টিস্যুর ভেতরে রাখা কিছু জাল নোট রাস্তায় ফেলে দেন। পরে এসব উদ্ধার করা হয়। তাঁর কাছ থেকে ১০০০ টাকার ১১টি নোট ও ৫০০ টাকার দুটি জাল নোট পাওয়া গেছে। এ ছাড়া নগদ ৭০০ টাকাও পাওয়া যায়। পরে তাঁকে খুলশী থানায় হস্তান্তর করা হয়।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৪ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৮ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৮ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৮ দিন আগে