৮ জেলায় পেট্রলের সংকট

জসিম উদ্দিন, নীলফামারী
প্রকাশ : ২৮ মার্চ ২০২২, ০৭: ০৫
আপডেট : ২৮ মার্চ ২০২২, ১৪: ৫৭

ডিপোতে মজুত কমে যাওয়ায় উত্তরাঞ্চলের আট জেলায় পেট্রলের সরবরাহ অস্বাভাবিক হারে কমে গেছে। এতে চাহিদা অনুযায়ী পেট্রল না পাওয়ায় চরম বিপাকে পড়েছেন পরিবেশক ও পাম্পমালিকেরা। তাঁদের অভিযোগ, চাহিদার ৪ ভাগের ১ ভাগ পেট্রল পাচ্ছেন তাঁরা।

তবে পেট্রলের কোনো সংকট নেই, এমন দাবি বিপিসির পার্বতীপুর রেল হেড অয়েল ডিপোর কর্মকর্তাদের।

সূত্রমতে, দীর্ঘদিন ধরে মৌলভীবাজারের রশিদপুর গ্যাসফিল্ড থেকে সড়কপথে পার্বতীপুর রেল হেড অয়েল ডিপোতে পেট্রল সরবরাহ দেওয়া হতো। পেট্রোবাংলার আওতাধীন তিন কোম্পানি পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানি লিমিটেড এক দিন পরপর ট্যাংকলরিতে করে ৪ লাখ ৫ হাজার লিটার পেট্রল পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোতে পেট্রল সরবরাহ করত। এ ডিপো থেকে প্রতিদিন উত্তরাঞ্চলের আট জেলা ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, দিনাজপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর ও গাইবান্ধার ৪৫০টি পেট্রলপাম্পে পেট্রল সরবরাহ করা হয়। এতে এই অঞ্চলের পেট্রলের চাহিদা পূরণ করা সম্ভব হতো। কিন্তু মাসখানেক ধরে রশিদপুর গ্যাসফিল্ড থেকে হঠাৎ পেট্রল আসা কমে যাওয়ায় ডিপোতে পেট্রলের সংকট দেখা দিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ডিপোর একজন কর্মকর্তা জানান, এক সপ্তাহ আগে প্রায় ৩ লাখ লিটার পেট্রল এসেছে এই ডিপোতে। সপ্তাহখানেক ধরে হঠাৎ পেট্রল আসা কমে যাওয়ায় সংকট তৈরি হয়েছে। পেট্রল নিতে আসা ট্যাংকলরিগুলো টার্মিনালে ৪-৫ দিন অপেক্ষা করেও পেট্রল পাচ্ছে না।

সৈয়দপুর ইকু ফিলিং স্টেশনের মালিক সিদ্দিকুল আলম বলেন, যেখানে দৈনিক ৯ হাজার লিটার পেট্রলের প্রয়োজন, সেখানে দুই দিন ২ থেকে ৩ হাজার লিটার পেট্রল সরবরাহ করছে কর্তৃপক্ষ। পেট্রল না পেয়ে ব্যবহারকারীরা রীতিমতো ক্ষুব্ধ। তাঁরা মূল্য বৃদ্ধি করার কৌশল হিসেবে দোষারোপ করছেন পাম্পমালিকদের।

নীলফামারী জেলা পেট্রলপাম্প মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. একরামুল হোসেন বলেন, ‘চাহিদার ৪ ভাগের মাত্র ১ ভাগ পেট্রল সরবরাহ পাচ্ছি। ইতিমধ্যে পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে অনেক পেট্রলপাম্প মালিক তাঁদের পাম্প বন্ধ রেখেছেন। বর্তমানে প্রাপ্ত পেট্রল পর্যায়ক্রমে পাম্পমালিকদের সরবরাহ করা হচ্ছে বলে জানান তিনি।

পার্বতীপুর অয়েল ডিপোর ইনচার্জ আজম খান বলেন, ডিপোতে পদ্মা, মেঘনা ও যমুনা—এ তিন কোম্পানি থেকে সপ্তাহে ১০০ লরি পেট্রল আসত, সেখানে আসছে ৩০ লরি। মাসখানেক ধরে রশিদপুর গ্যাসফিল্ড থেকে হঠাৎ পেট্রল আসা কমে যাওয়ায় সংকট দেখা দিয়েছে। তবে ৩-৪ দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

ভারতের পাল্টা আক্রমণে দিশেহারা অস্ট্রেলিয়া

ঢাকা কলেজে সংঘর্ষকালে বোমা বিস্ফোরণে ছিটকে পড়েন সেনাসদস্য—ভাইরাল ভিডিওটির প্রকৃত ঘটনা

ঐশ্বরিয়ার বিচ্ছেদের খবরে মুখ খুললেন অমিতাভ

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত