ইয়াহ্ইয়া মারুফ, সিলেট
বিভাগীয় গণসমাবেশ ঘিরে এককাট্টা সিলেট বিএনপি। বিভেদ ভুলে মুক্তাদির-আরিফ বলয়ে বিভক্ত তৃণমূল নেতা-কর্মীরাও এক হয়ে মাঠে নেমেছেন। দীর্ঘ ১০ বছর পর আয়োজিত বৃহৎ এই গণসমাবেশে সবচেয়ে বেশি লোকসমাগম করতে চায় দলটি।
এ জন্য প্রতিদিনই নগর থেকে শুরু করে জেলা-উপজেলায় চলছে লিফলেট বিতরণ ও প্রচারণা। তবে দলটির অভিযোগ, সমাবেশ পণ্ড করতে ইতিমধ্যে পুলিশ ধরপাকড় শুরু করেছে। একই সঙ্গে দেশের অন্য স্থানের মতো সিলেটেও সমাবেশের আগে পরিবহন ধর্মঘট ডাকা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কিন্তু সরকার যত প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, তত জনসমাগম বেশি হবে বলে মনে করছেন দলটির নেতারা।
নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলক মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে বিভাগীয় পর্যায়ে গণসমাবেশ করছে বিএনপি। তারই ধারাবাহিকতায় ১৯ নভেম্বর সিলেট নগরের আলিয়া মাদ্রাসা ময়দানে হবে সমাবেশ। এখন চলছে মঞ্চ নির্মাণকাজ। ৭০ ফুট প্রস্থের ও ৩০ ফুট দৈর্ঘ্যের এই গণসমাবেশ মঞ্চ তৈরি হচ্ছে আলিয়া মাদ্রাসা ময়দানের পূর্ব দিকে। মাঠের বিভিন্ন জায়গার উঁচু-নিচু স্থান বালু দিয়ে ভরাট করা হয়েছে।
সিলেট বিভাগের দায়িত্বরত বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হাসান জীবন আজকের পত্রিকাকে বলেন, ‘সরকারের বাধা-বিপত্তির কথা মাথায় রেখেই গণসমাবেশ সফল করার লক্ষ্যে আমরা কাজ করছি। তবে গত রোববার মৌলভীবাজারে প্রচারণার সময় জেলা ছাত্রদলের সভাপতিসহ চারজনকে পুলিশ ধরে নিয়ে যায়। এ সময় লাঠিপেটা করে জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ বেশ কয়েকজনকে আহত করা হয়। মামলা-হামলার ফলে জনগণ সমাবেশের দিকে আরও আগ্রহী হচ্ছে। সরকার যত প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, তত জনসমাগম বেশি হবে।’
জানা গেছে, প্রচার মিছিল থেকে মৌলভীবাজার জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক তাজু চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন সাফিন ও মৌলভীবাজার সরকারি কলেজে ছাত্রদলের সদস্য সাব্বির আহমদকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে ওই দিন গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সিলেট মহানগর বিএনপি বলেছে, ‘বিএনপির সমাবেশগুলোতে জনসম্পৃক্ততা দেখে সরকার দিশেহারা হয়ে গেছে। তাই সমাবেশ সামনে রেখে দেশের অন্যান্য এলাকার মতো সিলেটেও ধরপাকড় শুরু করেছে।’
বিভেদ ভুলে এককাট্টা নেতা-কর্মীরা
এম ইলিয়াস আলী নিখোঁজ-পরবর্তী সময় থেকে সিলেট বিএনপির একচ্ছত্র নেতা হিসেবে গড়ে ওঠেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। এরপর থেকে পর্যায়ক্রমে ছাত্রদল, যুবদল থেকে শুরু করে বিএনপিসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটিতে তাঁর বলয়ের নেতাদের একচ্ছত্র আধিপত্য। পরে যুবদলের কমিটি ঘিরে আব্দুল মুক্তাদির ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলয়ে বিভক্ত হয়ে পড়ে সিলেট বিএনপি।
এরপর থেকে প্রায় সময় দুই পক্ষকে আলাদা কর্মসূচি পালন করতে দেখা গেছে জেলা বিএনপির কাউন্সিলে মেয়র আরিফ বলয় থেকে এমরান আহমদ চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হন। কিন্তু কাউন্সিল-পরবর্তী সময়ে এমরান আহমদ চৌধুরী খন্দকার মুক্তাদিরের ডান হাতে পরিণত হয়েছেন। আবার মুক্তাদিরের হাতে গড়া জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন ও জেলা যুবদলের সদস্যসচিব মকসুদ আহমদ আরিফ বলয়ে যোগ দেন। পরবর্তী সময়ে আরিফ বলয়ে থেকেই জেলা যুবদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মকসুদ আহমদ। এভাবেই বলয় বদল নিয়েই চলছিল সিলেট বিএনপির অঙ্গসংগঠনের কার্যক্রম।
এরপরও বিভাগীয় গণসমাবেশ সামনে রেখে সবকিছু চেপে যাচ্ছে বিএনপি। তাদের উদ্দেশ্য একটাই—যেকোনো মূল্যে সমাবেশ সফল করা। আর সেই নীতিতে গড়ে ওঠা ঐক্যে অনেকেই বলয় পরিবর্তন করতে পারেন বলেও ইঙ্গিত রয়েছে। এই পরিবর্তন থাকবে মহানগরের কাউন্সিল পর্যন্ত।
আব্দুল মুক্তাদির আজকের পত্রিকাকে বলেন, ‘বিএনপির একটি বৃহৎ দল, এখানে লাখ লাখ নেতা-কর্মী রয়েছেন। সবাই তো একসাথে হাত ধরাধরি করে হাঁটবে না। তবে সিলেটের একটি নেতা বা কর্মীও বসে নেই, সবাই কাজ করছেন।’
সিলেট বিভাগের দায়িত্বরত বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন আজকের পত্রিকাকে বলেন, ‘অন্যান্য সমাবেশের মতো সরকারের নির্দেশে সিলেটেও পরিবহন ধর্মঘটের আশঙ্কা করছি। তবে যতভাবেই বাধা দেওয়া হোক, জনগণ সমাবেশে আসবেই। এটা তাঁরা আমাদের বলেছেন।’
বিভাগীয় গণসমাবেশ ঘিরে এককাট্টা সিলেট বিএনপি। বিভেদ ভুলে মুক্তাদির-আরিফ বলয়ে বিভক্ত তৃণমূল নেতা-কর্মীরাও এক হয়ে মাঠে নেমেছেন। দীর্ঘ ১০ বছর পর আয়োজিত বৃহৎ এই গণসমাবেশে সবচেয়ে বেশি লোকসমাগম করতে চায় দলটি।
এ জন্য প্রতিদিনই নগর থেকে শুরু করে জেলা-উপজেলায় চলছে লিফলেট বিতরণ ও প্রচারণা। তবে দলটির অভিযোগ, সমাবেশ পণ্ড করতে ইতিমধ্যে পুলিশ ধরপাকড় শুরু করেছে। একই সঙ্গে দেশের অন্য স্থানের মতো সিলেটেও সমাবেশের আগে পরিবহন ধর্মঘট ডাকা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কিন্তু সরকার যত প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, তত জনসমাগম বেশি হবে বলে মনে করছেন দলটির নেতারা।
নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলক মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে বিভাগীয় পর্যায়ে গণসমাবেশ করছে বিএনপি। তারই ধারাবাহিকতায় ১৯ নভেম্বর সিলেট নগরের আলিয়া মাদ্রাসা ময়দানে হবে সমাবেশ। এখন চলছে মঞ্চ নির্মাণকাজ। ৭০ ফুট প্রস্থের ও ৩০ ফুট দৈর্ঘ্যের এই গণসমাবেশ মঞ্চ তৈরি হচ্ছে আলিয়া মাদ্রাসা ময়দানের পূর্ব দিকে। মাঠের বিভিন্ন জায়গার উঁচু-নিচু স্থান বালু দিয়ে ভরাট করা হয়েছে।
সিলেট বিভাগের দায়িত্বরত বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হাসান জীবন আজকের পত্রিকাকে বলেন, ‘সরকারের বাধা-বিপত্তির কথা মাথায় রেখেই গণসমাবেশ সফল করার লক্ষ্যে আমরা কাজ করছি। তবে গত রোববার মৌলভীবাজারে প্রচারণার সময় জেলা ছাত্রদলের সভাপতিসহ চারজনকে পুলিশ ধরে নিয়ে যায়। এ সময় লাঠিপেটা করে জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ বেশ কয়েকজনকে আহত করা হয়। মামলা-হামলার ফলে জনগণ সমাবেশের দিকে আরও আগ্রহী হচ্ছে। সরকার যত প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, তত জনসমাগম বেশি হবে।’
জানা গেছে, প্রচার মিছিল থেকে মৌলভীবাজার জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক তাজু চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন সাফিন ও মৌলভীবাজার সরকারি কলেজে ছাত্রদলের সদস্য সাব্বির আহমদকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে ওই দিন গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সিলেট মহানগর বিএনপি বলেছে, ‘বিএনপির সমাবেশগুলোতে জনসম্পৃক্ততা দেখে সরকার দিশেহারা হয়ে গেছে। তাই সমাবেশ সামনে রেখে দেশের অন্যান্য এলাকার মতো সিলেটেও ধরপাকড় শুরু করেছে।’
বিভেদ ভুলে এককাট্টা নেতা-কর্মীরা
এম ইলিয়াস আলী নিখোঁজ-পরবর্তী সময় থেকে সিলেট বিএনপির একচ্ছত্র নেতা হিসেবে গড়ে ওঠেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। এরপর থেকে পর্যায়ক্রমে ছাত্রদল, যুবদল থেকে শুরু করে বিএনপিসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটিতে তাঁর বলয়ের নেতাদের একচ্ছত্র আধিপত্য। পরে যুবদলের কমিটি ঘিরে আব্দুল মুক্তাদির ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলয়ে বিভক্ত হয়ে পড়ে সিলেট বিএনপি।
এরপর থেকে প্রায় সময় দুই পক্ষকে আলাদা কর্মসূচি পালন করতে দেখা গেছে জেলা বিএনপির কাউন্সিলে মেয়র আরিফ বলয় থেকে এমরান আহমদ চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হন। কিন্তু কাউন্সিল-পরবর্তী সময়ে এমরান আহমদ চৌধুরী খন্দকার মুক্তাদিরের ডান হাতে পরিণত হয়েছেন। আবার মুক্তাদিরের হাতে গড়া জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন ও জেলা যুবদলের সদস্যসচিব মকসুদ আহমদ আরিফ বলয়ে যোগ দেন। পরবর্তী সময়ে আরিফ বলয়ে থেকেই জেলা যুবদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মকসুদ আহমদ। এভাবেই বলয় বদল নিয়েই চলছিল সিলেট বিএনপির অঙ্গসংগঠনের কার্যক্রম।
এরপরও বিভাগীয় গণসমাবেশ সামনে রেখে সবকিছু চেপে যাচ্ছে বিএনপি। তাদের উদ্দেশ্য একটাই—যেকোনো মূল্যে সমাবেশ সফল করা। আর সেই নীতিতে গড়ে ওঠা ঐক্যে অনেকেই বলয় পরিবর্তন করতে পারেন বলেও ইঙ্গিত রয়েছে। এই পরিবর্তন থাকবে মহানগরের কাউন্সিল পর্যন্ত।
আব্দুল মুক্তাদির আজকের পত্রিকাকে বলেন, ‘বিএনপির একটি বৃহৎ দল, এখানে লাখ লাখ নেতা-কর্মী রয়েছেন। সবাই তো একসাথে হাত ধরাধরি করে হাঁটবে না। তবে সিলেটের একটি নেতা বা কর্মীও বসে নেই, সবাই কাজ করছেন।’
সিলেট বিভাগের দায়িত্বরত বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন আজকের পত্রিকাকে বলেন, ‘অন্যান্য সমাবেশের মতো সরকারের নির্দেশে সিলেটেও পরিবহন ধর্মঘটের আশঙ্কা করছি। তবে যতভাবেই বাধা দেওয়া হোক, জনগণ সমাবেশে আসবেই। এটা তাঁরা আমাদের বলেছেন।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে