Ajker Patrika

প্রায়োগিক শিক্ষার প্রাধান্য চান উপমন্ত্রী মহিবুল

রংপুর প্রতিনিধি
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১২: ৪৮
প্রায়োগিক শিক্ষার প্রাধান্য চান উপমন্ত্রী মহিবুল

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনা এবং মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে হবে। এটি করতে হবে গতানুগতিক শিক্ষার পাশাপাশি বিশ্লেষণধর্মী এবং অংশগ্রহণমূলক প্রক্রিয়ার মাধ্যমে। শিক্ষার সব ক্ষেত্রে ভিন্ন আঙ্গিকে বাস্তবধর্মী প্রায়োগিক শিক্ষাকে প্রাধান্য দিতে হবে। তরুণ প্রজন্মের মধ্যে উদ্ভাবনী মানসিকতার আগ্রহ সৃষ্টি করতে হবে।

গতকাল বৃহস্পতিবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী এসব কথা বলেন। মহান বিজয় দিবস, মুজিববর্ষের সমাপনী ও বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মহিবুল হাসান বলেন, ‘নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার দর্শন হলো নারী মুক্তি, নারীর ক্ষমতায়ন এবং নারী জাগরণ। তাই রোকেয়ার দর্শনকে অনুসরণ করে আমাদের সমাজকেও এগিয়ে নিতে হবে।’

শিক্ষা উপমন্ত্রী গতানুগতিক ধারার পাশাপাশি অংশগ্রহণমূলক শিক্ষা কার্যক্রমের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদের সভাপতিত্বে আলোচনা সভায় উপ-উপাচার্য অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনা বিশেষ অতিথি ছিলেন। বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা আলোচনায় অংশ নেন।

বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদ্‌যাপনে সকাল ৯টায় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে মহান মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য হাসিবুর রশীদ ও উপ-উপাচার্য সরিফা সালোয়া ডিনা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত