বিনোদন প্রতিবেদক, ঢাকা
আশির দশকে নাসির উদ্দীন ইউসুফের নির্দেশনায় ঢাকার মঞ্চে আসে সেলিম আল দীনের ‘শকুন্তলা’। দারুণ সাড়া ফেলে নাটকটি। ঢাকা থিয়েটারের ৫০ বছর পূর্তির অংশ হিসেবে নতুন করে মঞ্চে এসেছে শকুন্তলা। যুক্তরাষ্ট্রের অস্টিন, সান আন্তোনিও, ডালাস ও হিউস্টন—চার শহরে প্রদর্শিত হচ্ছে নাটকটি। যুক্তরাষ্ট্রের ডালাস বাংলা গ্রুপ থিয়েটারের ব্যানারে এবার নির্দেশনা দিচ্ছেন শহীদুজ্জামান সেলিম। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের নাট্যশিল্পীরা এতে অভিনয় করছেন।
১৯৯৫ সালের দিকে জাহাঙ্গীরনগর থিয়েটারের হয়ে শকুন্তলার নির্দেশনা দিয়েছিলেন সেলিম। একসময় নাটকটির পর্ণের চরিত্রটি করেছিলেন তিনি। এবার নির্দেশনার পাশাপাশি তিনি অভিনয় করছেন তক্ষকের চরিত্রে। শহীদুজ্জামান সেলিম বলেন, ‘ঢাকা থিয়েটারের অনুমতি নিয়েই ডালাস বাংলা গ্রুপ থিয়েটারের ব্যানারে কাজটি হচ্ছে। প্রায় ছয় মাস অনলাইনে নাটকটির রিহার্সাল করিয়েছি।’
এ মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্রে গেছেন সেলিম। সেখানে টানা ২০ দিন রিহার্সাল করানোর পর ২২ জুন অস্টিনে শকুন্তলার মঞ্চায়ন হয়। এরপর হিউস্টনে ২৯ জুন, সান আন্তোনিওতে ৭ জুলাই এবং ডালাসে ১২ ও ১৩ জুলাই দেখা যাবে নাটকটি। শহীদুজ্জামান সেলিম বলেন, ‘সেই প্রথম মঞ্চে আসার সময় থেকেই আমি নাটকটির সঙ্গে যুক্ত। তাই কাজটি করতে খুব একটা বেগ পেতে হবে বলে মনে করছি না।’
শহীদুজ্জামান সেলিমের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রে ‘শকুন্তলা’ নাটক মঞ্চস্থের মধ্য দিয়ে সেলিম আল দীনের নাটকের বিশ্বভ্রমণ শুরু হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রে তাঁর কোনো নাটক মঞ্চস্থ হয়নি। আগামী ১৮ আগস্ট সেলিম আল দীনের ৭৫তম জন্মবার্ষিকী। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রে “শকুন্তলা” প্রদর্শনীর মধ্য দিয়ে সেলিম আল দীনের জন্মোৎসবও উদ্যাপন করব। সেলিম আল দীনের নাটকের বিশ্বভ্রমণ পরিক্রমায় পরবর্তী সময়ে তাঁর আরও নাটক যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে মঞ্চস্থ হবে।’
শহীদুজ্জামান সেলিম ছাড়া এ নাটকে বাংলাদেশ থেকে আরও অভিনয় করছেন রোজী সিদ্দিকী। ‘শকুন্তলা’ নাটকটির নতুন করে পোস্টার পরিকল্পনা করেছেন আফজাল হোসেন, সংগীত করেছেন রাহুল আনন্দ, পোশাক পরিকল্পনা করেছেন যৌথভাবে নাসরীন নাহার ও রোজী সিদ্দিকী।
আশির দশকে নাসির উদ্দীন ইউসুফের নির্দেশনায় ঢাকার মঞ্চে আসে সেলিম আল দীনের ‘শকুন্তলা’। দারুণ সাড়া ফেলে নাটকটি। ঢাকা থিয়েটারের ৫০ বছর পূর্তির অংশ হিসেবে নতুন করে মঞ্চে এসেছে শকুন্তলা। যুক্তরাষ্ট্রের অস্টিন, সান আন্তোনিও, ডালাস ও হিউস্টন—চার শহরে প্রদর্শিত হচ্ছে নাটকটি। যুক্তরাষ্ট্রের ডালাস বাংলা গ্রুপ থিয়েটারের ব্যানারে এবার নির্দেশনা দিচ্ছেন শহীদুজ্জামান সেলিম। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের নাট্যশিল্পীরা এতে অভিনয় করছেন।
১৯৯৫ সালের দিকে জাহাঙ্গীরনগর থিয়েটারের হয়ে শকুন্তলার নির্দেশনা দিয়েছিলেন সেলিম। একসময় নাটকটির পর্ণের চরিত্রটি করেছিলেন তিনি। এবার নির্দেশনার পাশাপাশি তিনি অভিনয় করছেন তক্ষকের চরিত্রে। শহীদুজ্জামান সেলিম বলেন, ‘ঢাকা থিয়েটারের অনুমতি নিয়েই ডালাস বাংলা গ্রুপ থিয়েটারের ব্যানারে কাজটি হচ্ছে। প্রায় ছয় মাস অনলাইনে নাটকটির রিহার্সাল করিয়েছি।’
এ মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্রে গেছেন সেলিম। সেখানে টানা ২০ দিন রিহার্সাল করানোর পর ২২ জুন অস্টিনে শকুন্তলার মঞ্চায়ন হয়। এরপর হিউস্টনে ২৯ জুন, সান আন্তোনিওতে ৭ জুলাই এবং ডালাসে ১২ ও ১৩ জুলাই দেখা যাবে নাটকটি। শহীদুজ্জামান সেলিম বলেন, ‘সেই প্রথম মঞ্চে আসার সময় থেকেই আমি নাটকটির সঙ্গে যুক্ত। তাই কাজটি করতে খুব একটা বেগ পেতে হবে বলে মনে করছি না।’
শহীদুজ্জামান সেলিমের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রে ‘শকুন্তলা’ নাটক মঞ্চস্থের মধ্য দিয়ে সেলিম আল দীনের নাটকের বিশ্বভ্রমণ শুরু হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রে তাঁর কোনো নাটক মঞ্চস্থ হয়নি। আগামী ১৮ আগস্ট সেলিম আল দীনের ৭৫তম জন্মবার্ষিকী। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রে “শকুন্তলা” প্রদর্শনীর মধ্য দিয়ে সেলিম আল দীনের জন্মোৎসবও উদ্যাপন করব। সেলিম আল দীনের নাটকের বিশ্বভ্রমণ পরিক্রমায় পরবর্তী সময়ে তাঁর আরও নাটক যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে মঞ্চস্থ হবে।’
শহীদুজ্জামান সেলিম ছাড়া এ নাটকে বাংলাদেশ থেকে আরও অভিনয় করছেন রোজী সিদ্দিকী। ‘শকুন্তলা’ নাটকটির নতুন করে পোস্টার পরিকল্পনা করেছেন আফজাল হোসেন, সংগীত করেছেন রাহুল আনন্দ, পোশাক পরিকল্পনা করেছেন যৌথভাবে নাসরীন নাহার ও রোজী সিদ্দিকী।
পর্দার নায়িকারা নিজেদের বয়স আড়ালে রাখা পছন্দ করেন। এ ক্ষেত্রে ব্যতিক্রম আজমেরী হক বাঁধন। প্রতিবছর নিজের জন্মদিনে জানান দেন তাঁর বয়স। গতকাল ছিল বাঁধনের ৪১তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন এই তথ্য।
২ দিন আগে১০ বছরের বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকের পাশাপাশি ওটিটিতে দেখা গেছে তাঁকে। সরকারি অনুদানের ‘দেবী’ নামের একটি সিনেমায়ও অভিনয় করেছেন। প্রশংসিত হলেও সিনেমায় আর দেখা মেলেনি তাঁর। ছোট পর্দাতেও অনেক দিন ধরে অনিয়মিত তিনি। এবার শবনম ফারিয়া হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। কমেডি রিয়েলিটি
২ দিন আগেআমাদের লোকসংস্কৃতির অন্যতম ঐতিহ্য যাত্রাপালা। গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত এই যাত্রাপালা নিয়ে শিল্পকলা একাডেমি আয়োজন করছে ‘যাত্রা উৎসব-২০২৪’। আগামী ১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে শুরু হবে ৭ দিনব্যাপী এই উৎসব।
২ দিন আগে‘বঙ্গবন্ধু’ পদবি বিলীন হবে না। হতে পারে না। যেমনটি ‘দেশবন্ধু’ চিত্তরঞ্জন দাশের পদবি বিলীন হয়নি। ইতিহাসে এসব পদবি অম্লান ও অক্ষয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিত্ব ছিল অনন্যসাধারণ। আপনজনকে তো অবশ্যই, শত্রুপক্ষের লোকেরাও ব্যক্তিগত পর্যায়ে তাঁর প্রতি আকৃষ্ট হতেন। পাকিস্তানি সেনাবাহিনীর উচ্চপদের
২ দিন আগে