বেতাগী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার বেতাগীতে শীত জেঁকে বসেছে। গত কয়েক দিনে সকাল থেকে বেতাগীসহ উপকূলীয় এলাকাজুড়ে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। ফলে দুপুর ছাড়া সূর্যেরও দেখা মিলছে না। শীতে এখানকার জনজীবন জবুথবু হয়ে পড়েছে।
ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে নদী ও সড়ক পথে যান চলাচল। শীত ও কনকনে হিমেল হাওয়ায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে ছিন্নমূল ও শ্রমজীবী মানুষ। অনেকেই আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।
এদিকে হঠাৎ জেঁকে বসা প্রচণ্ড শীতে চরম বেকায়দায় পড়েছেন সাধারণ খেটে খাওয়া মানুষ। উপজেলার ফেরিঘাট ও কাঠ বাজারের দিনমজুর শ্রমিক হানিফ হাং, দেলোয়ার হোসেন ও ইউসুফ মৃধা বলেন, ‘কয়েক দিন ধরে সকাল থেকে আকাশ মেঘলা থাকছে। কুয়াশা ও বাতাসে খুব শীত অনুভূত হয়। আমরা কোনো কাজকাম করতে পারছি না। শীতে আমাদের অবস্থা খুব খারাপ।’
হুট করে শীত জেঁকে বসায় ঘন কুয়াশার কারণে পুকুর ও নদীতে যেতে পারছে না মৎস্যজীবী জেলেরা। দুর্ভোগ পোহাতে হচ্ছে অসহায় দরিদ্র জেলে পরিবারকে। বিশেষ করে পৌরসভার জেলেপাড়ার শিশু ও বয়স্কদের ভোগান্তি চরমে।
জেলে নরেন দাস বলেন, ‘বছরের এই সময়টা শীতে খুব কষ্টে কাটে। তা ছাড়া নদী-নালাতে মাছ না পেয়ে দুর্বিষহ জীবনযাপন করতে হচ্ছে আমাদের।’
বেতাগী পৌর শহরের রিকশাচালক নুরুজ্জামান বলেন, ‘সকালে ঘন কুয়াশায় মানুষজন কম থাকে। তাই দেরি করে রিকশা নিয়ে বের হই না।’
হোসনাবাদ ইউনিয়নের চাষি বশির হাওলাদার বলেন, কুয়াশা থাকায় সকালে সূর্যের দেখা মিলে না। তাই খড় এবং ধান শুকাতে কষ্ট হয়।
এদিকে সময়ের সঙ্গে তাপমাত্রা কমে শীত বাড়ার সঙ্গে সঙ্গে মার্কেটগুলোতে শীতের পোশাক কেনাকাটায় বেড়েছে ভিড়। বেতাগী পৌর শহরের শীতবস্ত্র ব্যবসায়ী আরিফ খান বলেন, ‘শীত বাড়লে আমাদের ব্যবসা ভালো হয়। গত বছর করোনায় ভালো বেচাবিক্রি হয়নি। তবে এবার বিক্রি ভালো। বিশেষ করে বিদেশি কম্বল, জ্যাকেট, লেদার জ্যাকেট বেশি বিক্রি হচ্ছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুহৃদ সালেহীন বলেন, হঠাৎ করে শীতের প্রকোপ বেড়েছে। তাই শীতার্তদের মাঝে নতুন করে শীতবস্ত্র বিতরণ করা হবে। এর আগেও দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বরগুনার বেতাগীতে শীত জেঁকে বসেছে। গত কয়েক দিনে সকাল থেকে বেতাগীসহ উপকূলীয় এলাকাজুড়ে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। ফলে দুপুর ছাড়া সূর্যেরও দেখা মিলছে না। শীতে এখানকার জনজীবন জবুথবু হয়ে পড়েছে।
ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে নদী ও সড়ক পথে যান চলাচল। শীত ও কনকনে হিমেল হাওয়ায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে ছিন্নমূল ও শ্রমজীবী মানুষ। অনেকেই আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।
এদিকে হঠাৎ জেঁকে বসা প্রচণ্ড শীতে চরম বেকায়দায় পড়েছেন সাধারণ খেটে খাওয়া মানুষ। উপজেলার ফেরিঘাট ও কাঠ বাজারের দিনমজুর শ্রমিক হানিফ হাং, দেলোয়ার হোসেন ও ইউসুফ মৃধা বলেন, ‘কয়েক দিন ধরে সকাল থেকে আকাশ মেঘলা থাকছে। কুয়াশা ও বাতাসে খুব শীত অনুভূত হয়। আমরা কোনো কাজকাম করতে পারছি না। শীতে আমাদের অবস্থা খুব খারাপ।’
হুট করে শীত জেঁকে বসায় ঘন কুয়াশার কারণে পুকুর ও নদীতে যেতে পারছে না মৎস্যজীবী জেলেরা। দুর্ভোগ পোহাতে হচ্ছে অসহায় দরিদ্র জেলে পরিবারকে। বিশেষ করে পৌরসভার জেলেপাড়ার শিশু ও বয়স্কদের ভোগান্তি চরমে।
জেলে নরেন দাস বলেন, ‘বছরের এই সময়টা শীতে খুব কষ্টে কাটে। তা ছাড়া নদী-নালাতে মাছ না পেয়ে দুর্বিষহ জীবনযাপন করতে হচ্ছে আমাদের।’
বেতাগী পৌর শহরের রিকশাচালক নুরুজ্জামান বলেন, ‘সকালে ঘন কুয়াশায় মানুষজন কম থাকে। তাই দেরি করে রিকশা নিয়ে বের হই না।’
হোসনাবাদ ইউনিয়নের চাষি বশির হাওলাদার বলেন, কুয়াশা থাকায় সকালে সূর্যের দেখা মিলে না। তাই খড় এবং ধান শুকাতে কষ্ট হয়।
এদিকে সময়ের সঙ্গে তাপমাত্রা কমে শীত বাড়ার সঙ্গে সঙ্গে মার্কেটগুলোতে শীতের পোশাক কেনাকাটায় বেড়েছে ভিড়। বেতাগী পৌর শহরের শীতবস্ত্র ব্যবসায়ী আরিফ খান বলেন, ‘শীত বাড়লে আমাদের ব্যবসা ভালো হয়। গত বছর করোনায় ভালো বেচাবিক্রি হয়নি। তবে এবার বিক্রি ভালো। বিশেষ করে বিদেশি কম্বল, জ্যাকেট, লেদার জ্যাকেট বেশি বিক্রি হচ্ছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুহৃদ সালেহীন বলেন, হঠাৎ করে শীতের প্রকোপ বেড়েছে। তাই শীতার্তদের মাঝে নতুন করে শীতবস্ত্র বিতরণ করা হবে। এর আগেও দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে