‘পুলিশ’ স্টিকার সেঁটে চোরাই বাইক বিক্রি!

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১৫: ৪১
Thumbnail image

নগরীতে চোরাই মোটরসাইকেল (বাইক) কেনাবেচার একটি চক্রে জড়িত থাকার অভিযোগে সাবেক এক পুলিশ সদস্য ও তাঁর স্ত্রীকে আটক করেছে র‍্যাব। এ সময় তাঁদের কাছ থেকে ‘পুলিশ’ স্টিকার লাগানো একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। গত সোমবার ইপিজেড থানার আলিশাহ পাড়া থেকে চাকরিচ্যুত পুলিশ সদস্য মামুন উর রশিদ (৪২) ও তাঁর স্ত্রী আকলিমা বেগমকে (৩৬) আটক করা হয়।

র‍্যাব কর্মকর্তারা জানিয়েছেন, সন্দেহ এড়াতে চক্রটির সদস্যরা চোরাই মোটরসাইকেলের সামনে ‘পুলিশ’ লেখা স্টিকার সেঁটে নিতেন। এই কৌশলে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে মোটরসাইকেলগুলো বিক্রি করা হতো।

গতকাল মঙ্গলবার র‍্যাব-৭-এর জনসংযোগ কর্মকর্তা মো. নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, একটি চোরাই মোটরসাইকেল কেনাবেচার বিষয়ে গোপনে খবর পেয়ে আলিশাহ পাড়ায় অভিযানে যায় র‍্যাব। পরে মামুনের হেফাজতে থাকা একটি মোটরসাইকেলের বিষয়ে জিজ্ঞাসাবাদে তিনি কোনো সদুত্তর দিতে পারেনি। কোনো কাগজপত্রও না থাকায় মোটরসাইকেলটি জব্দ করা হয়।

নুরুল আবছার বলেন, অভিযুক্ত মামুন এক সময় পুলিশ সদস্য ছিলেন। ওই পদে কর্মরত থাকাকালে অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে তিনি চাকরিচ্যুত হয়েছিলেন। এরপর নানা অপরাধে জড়িয়ে যান মামুন। এর মধ্যে চোরাই মোটরসাইকেল কেনাবেচা অন্যতম।

নুরুল আবছার বলেন, এই চক্রে চট্টগ্রামের রাউজান উপজেলার অভি ও নগরীর হালিশহরের অনিক নামে দুজন জড়িত। মামুনের কাছ থেকে জব্দ করা মোটরসাইকেলটিও অনিকের মাধ্যমে সংগ্রহ করা হয়েছিল। অভি কাস্টমসের নকল কাগজপত্র তৈরি করে চোরাই মোটরসাইকেলটি বিক্রি করে দিতেন। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার ইপিজেড থানায় মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত