৩ ঘণ্টা পর সচল বন্দর

বেনাপোল প্রতিনিধি
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২১, ১০: ২৩
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ১২: ১৭

বেনাপোল স্থলবন্দরে সুরক্ষা ব্যবস্থা জোরদার করতে ভারতীয় ট্রাকচালকদের ডাকা কর্মবিরতিতে ৩ ঘণ্টা আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। পরে নিরাপত্তা বাড়ানোর প্রতিশ্রুতিতে চালু হয় বাণিজ্য।

গতকাল বুধবার সকাল ৮টা থেকে সকাল ১১টা পর্যন্ত বন্ধ বেনাপোল ও পেট্রাপোল বন্দরের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকে।

এ দিকে ট্রাক চালকদের কাছ থেকে ছিনতাইয়ের ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।

ভারতের পেট্রাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র বলেন, ‘৫ দিন আগে বেনাপোল বন্দরে হরিকেশ নামে ভারতীয় ট্রাকচালককে ছুরিকাঘাতে গুরুতর জখম করে ছিনতাইকারীরা। এক সপ্তাহের মধ্যে আবারও বেনাপোল বন্দরে ভুবন কুমার নামে এক চালককে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ৮ হাজার টাকা ছিনতাই করা হয়। এ ছাড়া আগেও অনেক বার ঘটেছে বন্দর থেকে পণ্যবাহী ট্রাক চুরি ও ছিনতাইয়ের ঘটনা। বারবার বন্দর কর্তৃপক্ষকে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর দাবি জানানো হলেও গুরুত্ব নেই। অবশেষে ক্ষুব্ধ ট্রাকচালকেরা নিরাপত্তা জোরদারের দাবিতে সীমান্তে পণ্য পরিবহন বন্ধ রেখে বিক্ষোভ করেন।’

বেনাপোল বন্দরের সহকারী পরিচালক সঞ্জয় বাড়ৈ বলেন, ‘ক্ষতিগ্রস্ত ট্রাকচালকেরা আইনি আশ্রয় নিতে বন্দর থানায় অভিযোগ দায়ের করেছেন। বন্দরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের প্রতিশ্রুতি দেওয়া হলে সকাল ১১টায় কর্মবিরতি প্রত্যাহার করেন ভারতীয় চালকেরা। এতে বাণিজ্য স্বাভাবিক হয়।’

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, ‘চালকদের সুরক্ষার বিষয়ে আরও গুরুত্ব দিতে হবে। নিরাপত্তা কর্মী থাকা সত্ত্বেও বারবার ছিনতাইয়ের ঘটনা ঘটছে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত