বিনোদন প্রতিবেদক, ঢাকা
আশির দশকে নাসির উদ্দীন ইউসুফের নির্দেশনায় ঢাকার মঞ্চে আসে সেলিম আল দীনের ‘শকুন্তলা’। দারুণ সাড়া ফেলে নাটকটি। ঢাকা থিয়েটারের ৫০ বছর পূর্তির অংশ হিসেবে নতুন করে মঞ্চে এসেছে শকুন্তলা। যুক্তরাষ্ট্রের অস্টিন, সান আন্তোনিও, ডালাস ও হিউস্টন—চার শহরে প্রদর্শিত হচ্ছে নাটকটি। যুক্তরাষ্ট্রের ডালাস বাংলা গ্রুপ থিয়েটারের ব্যানারে এবার নির্দেশনা দিচ্ছেন শহীদুজ্জামান সেলিম। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের নাট্যশিল্পীরা এতে অভিনয় করছেন।
১৯৯৫ সালের দিকে জাহাঙ্গীরনগর থিয়েটারের হয়ে শকুন্তলার নির্দেশনা দিয়েছিলেন সেলিম। একসময় নাটকটির পর্ণের চরিত্রটি করেছিলেন তিনি। এবার নির্দেশনার পাশাপাশি তিনি অভিনয় করছেন তক্ষকের চরিত্রে। শহীদুজ্জামান সেলিম বলেন, ‘ঢাকা থিয়েটারের অনুমতি নিয়েই ডালাস বাংলা গ্রুপ থিয়েটারের ব্যানারে কাজটি হচ্ছে। প্রায় ছয় মাস অনলাইনে নাটকটির রিহার্সাল করিয়েছি।’
এ মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্রে গেছেন সেলিম। সেখানে টানা ২০ দিন রিহার্সাল করানোর পর ২২ জুন অস্টিনে শকুন্তলার মঞ্চায়ন হয়। এরপর হিউস্টনে ২৯ জুন, সান আন্তোনিওতে ৭ জুলাই এবং ডালাসে ১২ ও ১৩ জুলাই দেখা যাবে নাটকটি। শহীদুজ্জামান সেলিম বলেন, ‘সেই প্রথম মঞ্চে আসার সময় থেকেই আমি নাটকটির সঙ্গে যুক্ত। তাই কাজটি করতে খুব একটা বেগ পেতে হবে বলে মনে করছি না।’
শহীদুজ্জামান সেলিমের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রে ‘শকুন্তলা’ নাটক মঞ্চস্থের মধ্য দিয়ে সেলিম আল দীনের নাটকের বিশ্বভ্রমণ শুরু হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রে তাঁর কোনো নাটক মঞ্চস্থ হয়নি। আগামী ১৮ আগস্ট সেলিম আল দীনের ৭৫তম জন্মবার্ষিকী। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রে “শকুন্তলা” প্রদর্শনীর মধ্য দিয়ে সেলিম আল দীনের জন্মোৎসবও উদ্যাপন করব। সেলিম আল দীনের নাটকের বিশ্বভ্রমণ পরিক্রমায় পরবর্তী সময়ে তাঁর আরও নাটক যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে মঞ্চস্থ হবে।’
শহীদুজ্জামান সেলিম ছাড়া এ নাটকে বাংলাদেশ থেকে আরও অভিনয় করছেন রোজী সিদ্দিকী। ‘শকুন্তলা’ নাটকটির নতুন করে পোস্টার পরিকল্পনা করেছেন আফজাল হোসেন, সংগীত করেছেন রাহুল আনন্দ, পোশাক পরিকল্পনা করেছেন যৌথভাবে নাসরীন নাহার ও রোজী সিদ্দিকী।
আশির দশকে নাসির উদ্দীন ইউসুফের নির্দেশনায় ঢাকার মঞ্চে আসে সেলিম আল দীনের ‘শকুন্তলা’। দারুণ সাড়া ফেলে নাটকটি। ঢাকা থিয়েটারের ৫০ বছর পূর্তির অংশ হিসেবে নতুন করে মঞ্চে এসেছে শকুন্তলা। যুক্তরাষ্ট্রের অস্টিন, সান আন্তোনিও, ডালাস ও হিউস্টন—চার শহরে প্রদর্শিত হচ্ছে নাটকটি। যুক্তরাষ্ট্রের ডালাস বাংলা গ্রুপ থিয়েটারের ব্যানারে এবার নির্দেশনা দিচ্ছেন শহীদুজ্জামান সেলিম। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের নাট্যশিল্পীরা এতে অভিনয় করছেন।
১৯৯৫ সালের দিকে জাহাঙ্গীরনগর থিয়েটারের হয়ে শকুন্তলার নির্দেশনা দিয়েছিলেন সেলিম। একসময় নাটকটির পর্ণের চরিত্রটি করেছিলেন তিনি। এবার নির্দেশনার পাশাপাশি তিনি অভিনয় করছেন তক্ষকের চরিত্রে। শহীদুজ্জামান সেলিম বলেন, ‘ঢাকা থিয়েটারের অনুমতি নিয়েই ডালাস বাংলা গ্রুপ থিয়েটারের ব্যানারে কাজটি হচ্ছে। প্রায় ছয় মাস অনলাইনে নাটকটির রিহার্সাল করিয়েছি।’
এ মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্রে গেছেন সেলিম। সেখানে টানা ২০ দিন রিহার্সাল করানোর পর ২২ জুন অস্টিনে শকুন্তলার মঞ্চায়ন হয়। এরপর হিউস্টনে ২৯ জুন, সান আন্তোনিওতে ৭ জুলাই এবং ডালাসে ১২ ও ১৩ জুলাই দেখা যাবে নাটকটি। শহীদুজ্জামান সেলিম বলেন, ‘সেই প্রথম মঞ্চে আসার সময় থেকেই আমি নাটকটির সঙ্গে যুক্ত। তাই কাজটি করতে খুব একটা বেগ পেতে হবে বলে মনে করছি না।’
শহীদুজ্জামান সেলিমের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রে ‘শকুন্তলা’ নাটক মঞ্চস্থের মধ্য দিয়ে সেলিম আল দীনের নাটকের বিশ্বভ্রমণ শুরু হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রে তাঁর কোনো নাটক মঞ্চস্থ হয়নি। আগামী ১৮ আগস্ট সেলিম আল দীনের ৭৫তম জন্মবার্ষিকী। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রে “শকুন্তলা” প্রদর্শনীর মধ্য দিয়ে সেলিম আল দীনের জন্মোৎসবও উদ্যাপন করব। সেলিম আল দীনের নাটকের বিশ্বভ্রমণ পরিক্রমায় পরবর্তী সময়ে তাঁর আরও নাটক যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে মঞ্চস্থ হবে।’
শহীদুজ্জামান সেলিম ছাড়া এ নাটকে বাংলাদেশ থেকে আরও অভিনয় করছেন রোজী সিদ্দিকী। ‘শকুন্তলা’ নাটকটির নতুন করে পোস্টার পরিকল্পনা করেছেন আফজাল হোসেন, সংগীত করেছেন রাহুল আনন্দ, পোশাক পরিকল্পনা করেছেন যৌথভাবে নাসরীন নাহার ও রোজী সিদ্দিকী।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৩ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪