টিকটক বানাতে গিয়ে প্রাণ হারাল কিশোর

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২১ নভেম্বর ২০২১, ১০: ১৯
আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১২: ০২

নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় টিকটক ভিডিও বানাতে গিয়ে চারতলা থেকে নিচে পড়ে আনীল নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গত শুক্রবার বিকেলে পাইকপাড়া ভূতের গলি এলাকায় এ ঘটনা ঘটে।

আনীল ভূতের গলি এলাকার নুরু মিয়ার ছেলে। স্থানীয় লোকজন জানান, আনীল একজন টিকটকার। সে নিয়মিত টিকটক ভিডিও বানিয়ে আপলোড দিত। শুক্রবার আনীল স্থানীয় একটি বাড়ির ছাদে উঠে টিকটক বানাতে গিয়ে নিচে পড়ে যায়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শেখ ফরহাদ বলেন, বিকেলে আনীল নামে এক কিশোরকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। সে মাথায় আঘাত পেয়েছিল। অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।

তবে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি শাহ জামান বলেন, ‘এ ব্যাপারে আমাদের কেউ কিছু জানায়নি।’

স্থানীয় কমিশনার আব্দুল করিম বাবু ঘটনা নিশ্চিত করে জানান, ওই বিল্ডিংটি জরাজীর্ণ। ছাদে রেলিংও নেই। মাদকসেবীদের আড্ডা বসে সেখানে। টিকটক ভিডিও করতে গিয়ে ছেলেটি পড়ে যায় ছাদ থেকে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত