নাটোর প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়ায় নিম্নমানের উপকরণ দিয়ে বীর নিবাস নির্মাণ করার অভিযোগ করায় হুমকির মুখে পড়েছেন বীর মুক্তিযোদ্ধা অজিত কুমার মণ্ডল। তাঁর অভিযোগ, ঠিকাদারের প্রতিনিধি স্থানীয় ইউপি সদস্য ফরিদ হোসেন তাঁকে এলাকাছাড়া করার হুমকি দিয়েছেন। তবে ইউপি সদস্য ফরিদ হোসেন এমন অভিযোগকে ভিত্তিহীন ও বানোয়াট বলে দাবি করেছেন।
উপজেলা প্রকল্প অফিস ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাগাতিপাড়া উপজেলার ১১ অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাকে সরকারি বরাদ্দে ঘর (বীর নিবাস) নির্মাণ করে দেওয়া হচ্ছে। প্রত্যেক বীর মুক্তিযোদ্ধার জন্য অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে ১৩ লাখ ৪৩ হাজার টাকা। ২ শতক জমিতে এই বীর নিবাস নির্মাণ করে দেওয়ার জন্য ইতিমধ্যে উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ থেকে দরপত্র গ্রহণ ও কার্যাদেশ দেওয়া হয়েছে। দরপত্রে অংশ নিয়ে সর্বনিম্ন দরদাতা হওয়ায় নাটোরের আশীক কমিউনিকেশন নামের ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু সংশ্লিষ্ট ওই সূত্র জানায়, নাটোরের আশীক কমিউনিকেশন নামের ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ পেলেও কাজটি নিয়েছেন বাগাতিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ওহিদুল ইসলাম গকুল। তিনি কাজটি ওই ঠিকাদারের কাছ থেকে কিনে নিয়েছেন বলে জানানো হয়। তিনি স্থানীয় সাংসদ শহিদুল ইসলাম বকুলের ছোট ভাই।
এদিকে বীর নিবাস নির্মাণকাজ শুরুর পরপরই নিম্নমানের উপকরণ ব্যবহার করা হচ্ছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ করেছেন উপজেলার মিশ্রিপাড়া গ্রামের অজিত কুমার মণ্ডল, কাকফো গ্রামের বেলাল শেখ, নন্দিকুজা গ্রামের রফিকুল ইসলাম ও ঘোলনাজ গ্রামের বীর মুক্তিযোদ্ধা লোকমান আলী প্রামাণিক। এসব লিখিত অভিযোগ পাওয়ার পর ইউএনও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আজাদ হোসেনকে বীর মুক্তিযোদ্ধাদের প্রতিনিধি হিসেবে এলাকা পরিদর্শন করে সত্যতা যাচাই করতে বলেন। সাবেক ডেপুটি কমান্ডার আজাদ হোসেন ঘটনাস্থলগুলো পরিদর্শন করে অনিয়মের সত্যতা পান।
এদিকে বীর নিবাস নির্মাণকাজে অনিয়মের সত্যতা জানতে পেরে ইউএনও প্রিয়াঙ্কা দেবী পাল ঠিকাদারি প্রতিষ্ঠানকে ওই অংশ ভেঙে ফেলে আবার কাজ করার নির্দেশ দেন। ওই নির্দেশের পর মিশ্রিপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা অজিত কুমার মণ্ডলকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ওঠে।
বীর মুক্তিযোদ্ধা অজিত কুমার মণ্ডল বলেন, ইউএনওর কাছে অভিযোগ করা হয়েছে। ওই অভিযোগ করার পর উপজেলা পরিষদের চেয়ারম্যান ওহিদুল ইসলাম গকুলের প্রতিনিধি নবনির্বাচিত ইউপি সদস্য ফরিদ হোসেন ও তাঁর দল হুমকি দিয়ে বলেন, ‘যেটুকু গাঁথুনি করা হয়েছে, তা যদি ভাঙা হয় তাহলে আমি ও আমার পরিবারকে এলাকা ছেড়ে থাকতে হবে।’
ইউপি সদস্য ফরিদ হোসেন বলেন, ‘তিনি যদি আমার কোনো কথায় কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি দুঃখ প্রকাশ করছি।’
বাগাতিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ওহিদুল ইসলাম বলেন, কাজে কোনো ধরনের অনিয়ম হয়নি। রাজনৈতিক প্রতিপক্ষরা তাঁর সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এমন মিথ্যা অভিযোগ তুলেছে।
ইউএনও প্রিয়াঙ্কা দেবী পাল বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রকৌশলীদের সমন্বয়ে একটি কমিটি করে দেওয়া হয়েছে। তাঁরা প্রকল্প এলাকা সরেজমিন দেখে প্রতিবেদন দাখিল করার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। অনিয়মের অভিযোগ পাওয়ার পর সব কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।
নাটোরের বাগাতিপাড়ায় নিম্নমানের উপকরণ দিয়ে বীর নিবাস নির্মাণ করার অভিযোগ করায় হুমকির মুখে পড়েছেন বীর মুক্তিযোদ্ধা অজিত কুমার মণ্ডল। তাঁর অভিযোগ, ঠিকাদারের প্রতিনিধি স্থানীয় ইউপি সদস্য ফরিদ হোসেন তাঁকে এলাকাছাড়া করার হুমকি দিয়েছেন। তবে ইউপি সদস্য ফরিদ হোসেন এমন অভিযোগকে ভিত্তিহীন ও বানোয়াট বলে দাবি করেছেন।
উপজেলা প্রকল্প অফিস ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাগাতিপাড়া উপজেলার ১১ অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাকে সরকারি বরাদ্দে ঘর (বীর নিবাস) নির্মাণ করে দেওয়া হচ্ছে। প্রত্যেক বীর মুক্তিযোদ্ধার জন্য অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে ১৩ লাখ ৪৩ হাজার টাকা। ২ শতক জমিতে এই বীর নিবাস নির্মাণ করে দেওয়ার জন্য ইতিমধ্যে উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ থেকে দরপত্র গ্রহণ ও কার্যাদেশ দেওয়া হয়েছে। দরপত্রে অংশ নিয়ে সর্বনিম্ন দরদাতা হওয়ায় নাটোরের আশীক কমিউনিকেশন নামের ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু সংশ্লিষ্ট ওই সূত্র জানায়, নাটোরের আশীক কমিউনিকেশন নামের ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ পেলেও কাজটি নিয়েছেন বাগাতিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ওহিদুল ইসলাম গকুল। তিনি কাজটি ওই ঠিকাদারের কাছ থেকে কিনে নিয়েছেন বলে জানানো হয়। তিনি স্থানীয় সাংসদ শহিদুল ইসলাম বকুলের ছোট ভাই।
এদিকে বীর নিবাস নির্মাণকাজ শুরুর পরপরই নিম্নমানের উপকরণ ব্যবহার করা হচ্ছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ করেছেন উপজেলার মিশ্রিপাড়া গ্রামের অজিত কুমার মণ্ডল, কাকফো গ্রামের বেলাল শেখ, নন্দিকুজা গ্রামের রফিকুল ইসলাম ও ঘোলনাজ গ্রামের বীর মুক্তিযোদ্ধা লোকমান আলী প্রামাণিক। এসব লিখিত অভিযোগ পাওয়ার পর ইউএনও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আজাদ হোসেনকে বীর মুক্তিযোদ্ধাদের প্রতিনিধি হিসেবে এলাকা পরিদর্শন করে সত্যতা যাচাই করতে বলেন। সাবেক ডেপুটি কমান্ডার আজাদ হোসেন ঘটনাস্থলগুলো পরিদর্শন করে অনিয়মের সত্যতা পান।
এদিকে বীর নিবাস নির্মাণকাজে অনিয়মের সত্যতা জানতে পেরে ইউএনও প্রিয়াঙ্কা দেবী পাল ঠিকাদারি প্রতিষ্ঠানকে ওই অংশ ভেঙে ফেলে আবার কাজ করার নির্দেশ দেন। ওই নির্দেশের পর মিশ্রিপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা অজিত কুমার মণ্ডলকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ওঠে।
বীর মুক্তিযোদ্ধা অজিত কুমার মণ্ডল বলেন, ইউএনওর কাছে অভিযোগ করা হয়েছে। ওই অভিযোগ করার পর উপজেলা পরিষদের চেয়ারম্যান ওহিদুল ইসলাম গকুলের প্রতিনিধি নবনির্বাচিত ইউপি সদস্য ফরিদ হোসেন ও তাঁর দল হুমকি দিয়ে বলেন, ‘যেটুকু গাঁথুনি করা হয়েছে, তা যদি ভাঙা হয় তাহলে আমি ও আমার পরিবারকে এলাকা ছেড়ে থাকতে হবে।’
ইউপি সদস্য ফরিদ হোসেন বলেন, ‘তিনি যদি আমার কোনো কথায় কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি দুঃখ প্রকাশ করছি।’
বাগাতিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ওহিদুল ইসলাম বলেন, কাজে কোনো ধরনের অনিয়ম হয়নি। রাজনৈতিক প্রতিপক্ষরা তাঁর সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এমন মিথ্যা অভিযোগ তুলেছে।
ইউএনও প্রিয়াঙ্কা দেবী পাল বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রকৌশলীদের সমন্বয়ে একটি কমিটি করে দেওয়া হয়েছে। তাঁরা প্রকল্প এলাকা সরেজমিন দেখে প্রতিবেদন দাখিল করার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। অনিয়মের অভিযোগ পাওয়ার পর সব কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে