আগুনে পুড়ল ৭ দোকান ঘর

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২১, ০৫: ১৪
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১৮: ৪৫

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের আমিরাবাদ বাজারে সাতটি দোকানঘর আগুন পুড়ে গেছে। গতকাল শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় এক ব্যবসায়ী জানান, দুপুর আনুমানিক সোয়া ১২টার সময় হঠাৎ করেই আগুনের সূত্রপাত। পরে মুহূর্তেই সেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনে পাটের গুদাম, ওয়ার্কশপ, লেপ তোশকের দোকান, কাঠের দোকান, রেস্তোরাঁ, কনফেকশনারি, কসমেটিকস দোকান ও ১টি বসত ঘর পুড়ে যায়।

খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি আফরোজা হাবিব শাপলা, পুলিশের উপপরিদর্শক প্রকাশ প্রণয় দে, নবনির্বাচিত চেয়ারম্যান রেজাউল করিম ঘটনাস্থল পরিদর্শন করেন।

আগুনে ক্ষতিগ্রস্ত হার্ডওয়্যারের দোকানের মালিক আল-আমিন তপাদার বলেন, ‘প্রায় ১৫ লাখ টাকার মালামাল ছিল, আমি এখন নিঃস্ব।’

চাঁদপুর থেকে আসা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রবিউল বলেন, ‘খবর পাওয়ার পর তাৎক্ষণিক ১৭ জনের একটি টিম নিয়ে মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আসাদুজ্জামান ঘটনাস্থলে উপস্থিত হয়। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে জানানো হবে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, মতলব উত্তর ফায়ার সার্ভিস স্টেশনের নির্মাণকাজ শেষ হয়েছে এখন উদ্বোধনের অপেক্ষায় আছে। প্রয়োজনীয় জনবল এবং অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত সরঞ্জমাদি করে অগ্নিকাণ্ডের হাত থেকে জানমাল রক্ষার জন্য এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কাছে অনুরোধ জানান তাঁরা।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত