৫ কেজি মিষ্টিতে আধা কেজি কম, জরিমানা

সিলেট প্রতিনিধি
প্রকাশ : ২০ এপ্রিল ২০২২, ০৬: ৫৪
আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ১৪: ৪০

খাবারের দোকানসহ সাত ব্যবসা প্রতিষ্ঠানকে ১৭ হাজার ৮০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান পরিচালনা করেন সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, পবিত্র মাহে রমজান ও ঈদের বাজারে ক্রেতাদের হয়রানি বন্ধ করতে গোয়ালাবাজারের মা রেস্টুরেন্টে অভিযান পরিচালনাকালে খাবারে নিষিদ্ধ রং ও রাসায়নিক মিশ্রণের উপস্থিতি থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এরপর একই এলাকার মাধবী মিষ্টি ঘরে অভিযান চালালে সেখানে দেখা যায় এক ভোক্তা পাঁচ কেজি মিষ্টান্ন কিনে টাকা পরিশোধ করেন। কিন্তু দোকানি পাঁচ কেজি মিষ্টান্নের জায়গায় ৫০০ গ্রাম কম দেন। পরে প্রতিষ্ঠানের পক্ষ থেকে অপরাধ স্বীকার করে ভবিষ্যতে এ ধরনের অপরাধ না করার অঙ্গীকার করলে অধিদপ্তরের পক্ষ থেকে প্রতিষ্ঠানটিকে ওজনে কারচুপির অপরাধে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

একই দিনে গোয়ালাবাজারের বিভিন্ন শাড়ি-কাপড়-জুতা এবং কসমেটিকসের দোকানেও অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে কাপড়ের গায়ে মূল্য না লিখে গোপন কোড লেখার দায়ে রহমানীয়া শাড়িঘরকে ১ হাজার টাকা এবং ১ হাজার টাকায় কেনা শাড়িতে ২ হাজার ৯০০ টাকা লিখে অতিরিক্ত মূল্য ১ হাজার ৯০০ টাকা দাবি করার দায়ে সিটি ফ্যাশন অ্যান্ড ফেব্রিকসকে আরও ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতা করে র‍্যাব-৯ এর একটি দল।

অভিযানের সত্যতা নিশ্চিত করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত