বাড়তি সতর্কতা পশ্চিমবঙ্গে

কলকাতা প্রতিনিধি
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২১, ০৮: ৫২
আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ১১: ২১

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে জারি হয়েছে বাড়তি সতর্কতা। হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠন বাংলাদেশে কুমিল্লাসহ বিভিন্ন শহরে সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছে। তবে বুদ্ধিজীবীদের বড় অংশ সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে প্রচার চালাচ্ছেন।

বাংলাদেশের ঘটনা নিয়ে ভারতের সীমান্তবর্তী পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরা রাজ্যে উত্তেজনা রয়েছে। দেশের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সমর্থিত বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন প্রতিদিনই বিভিন্ন স্থানে বিক্ষোভ করছে। আজ মঙ্গলবার কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের সামনে তাদের যৌথ বিক্ষোভ কর্মসূচি রয়েছে।

পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার জানান, বাংলাদেশের হিন্দুদের পাশে রয়েছেন তাঁরা। হিন্দুদের ওপর আক্রমণ চললে বিজেপি চুপচাপ বসে থাকতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

বিজেপি সূত্রে খবর, বিশ্ব হিন্দু পরিষদ, আরএসএসসহ বিভিন্ন সংগঠনকে সঙ্গে নিয়ে আজ কলকাতায় বাংলাদেশ দূতাবাসে বিক্ষোভ দেখাবেন তাঁরা। পুলিশ আটকে দিলে গ্রেপ্তারবরণ করবেন হিন্দুত্ববাদীরা।

গতকাল সোমবার আসামের গুয়াহাটিতে সাবেক বিধায়ক শিলাদিত্য দেবের নেতৃত্বে সেখানকার বাংলাদেশ সহকারী দূতাবাসের সামনে বিক্ষোভ দেখানো হয়। সনাতন হিন্দু সমাজের ব্যানারে আগরতলায়ও সহকারী দূতাবাস এলাকায় বিক্ষোভ চলে।

অন্যদিকে পবিত্র সরকার, মহম্মদ সেলিম, দীপঙ্কর ভট্টাচার্যসহ পশ্চিমবঙ্গের বিশিষ্টজনেরা এক যৌথ বিবৃতিতে বাংলাদেশকে ভারতের অকৃত্রিম বন্ধু বলে বর্ণনা করেছেন। সেই সঙ্গে অপরাধীদের কঠোর শাস্তির দাবি করেছেন তাঁরা।

এমন অবস্থায় পশ্চিমবঙ্গে জারি করা হয়েছে বাড়তি সতর্কতা। রাজ্য পুলিশের গোয়েন্দা দপ্তরের ভারপ্রাপ্ত অতিরিক্ত মহাপরিচালক প্রতিটি জেলার পুলিশ সুপার ও অন্য কর্মকর্তাদের সতর্ক করেছেন।

পুলিশ সূত্রে খবর, আজ কলকাতায় বিজেপির যৌথ কর্মসূচির বিষয়েও তারা সতর্ক। বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের ধারেকাছেও যাতে বিজেপির কর্মীরা ঘেঁষতে না পারেন, সে ব্যবস্থা নেওয়া হবে।

রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে রাজ্যবাসীকে শান্তি বজায় রাখার আবেদন করা হয়েছে। দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, ‘আমরা ভারত-বাংলাদেশ দুই দেশেরই সংখ্যালঘু সুরক্ষার পক্ষে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত