সফলতার গল্প নিয়ে কর্মশালা

সিলেট সংবাদদাতা
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২১, ০৬: ৩৯
আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৫: ৫০

সিলেট সদর উপজেলায় সূচনা কর্মসূচির কিশোরীদের সফলতার গল্পগাথা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. তাহমিনা বেগম এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি আশফাক আহমদ।

এই কর্মশালাটির উদ্দেশ্য সম্পর্কে আয়োজকেরা জানান, সূচনা প্রকল্পের বাস্তবায়নের মাধ্যমে কিশোরীরা যে সব অর্জন সাধন করছে তারই গল্প অন্যান্যদের জানানো। কিশোরীদের নিয়ে সরকারি বিভিন্ন বিভাগের যে সব পরিকল্পনা রয়েছে তা জানানো। তাদের বিভিন্ন সরকারি সহযোগিতার কিংবা কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর প্রক্রিয়াসহ বাস্তবায়নের বিষয় নিয়ে দিনব্যাপী কার্যক্রম করা হয়।

ইউকে এইড ও ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহযোগিতায় এফআইভিডিবি সংস্থা সূচনা প্রকল্পটি সিলেট জেলার কিশোরীদের নিয়ে বিভিন্ন ধরনের পুষ্টি বিষয়ক কার্যক্রম পরিচালনা করছে। স্বাগত বক্তব্য দেন মো. ফাহিম সরওয়াত।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত