রাজশাহী প্রতিনিধি
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে রাজশাহীতে আবারও দেখা দিয়েছে নমুনাজট। এখন করোনা পরীক্ষার জন্য নমুনা দেওয়ার পর ওই দিনই আর ফল পাওয়া যাচ্ছে না। ফল জানতে সাধারণ মানুষকে অপেক্ষা করতে হচ্ছে এক থেকে দুদিন। জরুরি প্রয়োজনে নমুনা পরীক্ষা করতে দিয়েও ফল না পাওয়ায় ভোগান্তি হচ্ছে মানুষের।
গত আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত নমুনার চাপ ছিল না। করোনার নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়ার পর আবার নমুনাজট দেখা দিল। এর আগে করোনার ডেল্টা ধরনের সংক্রমণ ছড়িয়ে পড়ার সময়ে নমুনা জট দেখা দিয়েছিল।
রাজশাহীতে করোনার নমুনা পরীক্ষার জন্য আরটি-পিসিআর ল্যাব রয়েছে দুটি। এর একটি রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ভাইরোলজি বিভাগে। অন্য ল্যাবটি রামেক হাসপাতালে। রামেকে পিসিআর মেশিন রয়েছে তিনটি। হাসপাতালে আছে একটি। চারটি মেশিনের দুটি চলছে। কলেজের অন্য দুটি মেশিনের মধ্যে একটি প্রয়োজনীয় সরঞ্জামাদির অভাবে চালুই হয়নি। আরেকটা আগে চললেও এখন সরঞ্জামাদির অভাবে বন্ধ রয়েছে। এখানে একটি মেশিন অবিরাম নমুনা পরীক্ষা করে যাচ্ছে। তিন শিফটে মেশিনটিতে দিনে ২৮২টি পর্যন্ত নমুনা পরীক্ষা করা হচ্ছে। চাপ সামলাতে কোনো কোনো দিন চার শিফটও চালানো হয় মেশিনটি। অথচ রামেক হাসপাতালের মেশিনটিতে এক শিফটে মাত্র ৯৪টি করে নমুনা পরীক্ষা করা হচ্ছে। তারপর বিশ্রাম পাচ্ছে মেশিনটি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রামেক হাসপাতালের ল্যাবে শুধু হাসপাতালে ভর্তি থাকা রোগীদের নমুনা পরীক্ষা করা হচ্ছে। ভর্তি না থাকা কারও এখানে নমুনা পরীক্ষার সুযোগ নেই। আগে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) স্বাস্থ্য বিভাগ রোগীর বাড়ি থেকে নমুনা সংগ্রহ করে হাসপাতালের ল্যাবে পরীক্ষা করাত। এখন রাসিকও নমুনা নিয়ে যাচ্ছে কলেজে। পাশাপাশি বিভাগের অন্য কয়েকটি জেলা থেকেও এখানে নমুনা আসছে। এ ছাড়া বিদেশগামীদের নমুনা কলেজে পরীক্ষা করায় সিভিল সার্জনের কার্যালয়। কলেজের পক্ষ থেকেও রাজশাহীর সাধারণ মানুষের নমুনা সংগ্রহ করা হয়। এই চারদিকের নমুনার কারণে কলেজের ল্যাবে চাপ বেড়ে গেছে। দেখা দিয়েছে নমুনাজট।
গত শনিবার ২৬৪টি নমুনা কলেজের ল্যাবে ছিল পরীক্ষার অপেক্ষায়। রোববার ছিল ২০৬টি। সোমবার এসব নমুনা পরীক্ষা শুরু হয়। আর সোমবার যেসব নমুনা সংগ্রহ হয়, সেগুলো মঙ্গলবার পরীক্ষা করার কথা। তবে পরীক্ষায় অগ্রাধিকার পায় বিদেশগামীদের নমুনা। জরুরি বলে যেদিন সংগ্রহ, সেদিনই পরীক্ষা করা হয় তাদের নমুনা। ফলে অন্য নমুনার ক্ষেত্রে জট লেগে যাচ্ছে।
দুই ল্যাবে খোঁজ নিয়ে জানা গেছে, একটি মেশিন এক শিফটে ৯৪টি নমুনা পরীক্ষা করতে পারে। সবশেষ রোববার চার শিফটে কলেজের ল্যাবে ৩৬৬টি নমুনা পরীক্ষা করা হয়। এদিন হাসপাতাল ল্যাবে মাত্র ৯২টি নমুনা পরীক্ষা হয়। আগের দিন শনিবার কলেজের ল্যাবে ২১০টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। এদিন হাসপাতালের মেশিনে পরীক্ষা হয় ৯১টি। গত শুক্রবার কলেজে ১৫৯টি নমুনা পরীক্ষা হলেও হাসপাতালে কোনো নমুনাই পরীক্ষা করা হয়নি।
সংশ্লিষ্টরা মনে করছেন, হাসপাতালের ল্যাবে কলেজের নমুনা নিয়ে পরীক্ষা করলে জট থাকবে না। এ জন্য মেশিনটি একাধিক শিফটে চালাতে হবে। তাহলে মানুষের দুর্ভোগ কমবে। একাধিক শিফটে মেশিন চালানোর জন্য হাসপাতালে এখন পর্যাপ্ত জনবল আছে বলেও জানা গেছে। একাধিক শিফটে মেশিন না চালানোর বিষয়ে জানতে চাইলে হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, ‘আমাদের ভর্তি থাকা রোগীদের নমুনা পরীক্ষা করা জরুরি। রোগ নির্ণয় করেই তাঁদের চিকিৎসা দিতে হয়। অনেকের অপারেশনের আগে জরুরি ভিত্তিতে নমুনা পরীক্ষা করাতে হয়। আবার কোভিড নাকি নন-কোভিড আইসিইউতে রোগী নেওয়া হবে, সেটি জানার জন্যও নমুনা পরীক্ষা করাতে হয়। সে কারণে রোগী ছাড়া আমরা বাইরের নমুনা নিতে পারি না।’ পরিচালক বলেন, ‘আমাদের মেশিন মাত্র একটা। আর কলেজের মেশিন তিনটা। সেই তিন মেশিন চললে তো নমুনাজট হওয়ার কথা না।’
তবে কলেজের আরটি-পিসিঅর ল্যাবের প্রধান অধ্যাপক সাবেরা গুলনাহার বলেন, ‘সরঞ্জামাদি না থাকায় আমাদের তিনটি মেশিনের মধ্যে দুটিই চলে না। একটি মেশিন তিন-চার শিফটে চালিয়েও প্রতিদিনের সব নমুনা পরীক্ষা করা যাচ্ছে না। ফলে জট লেগে যাচ্ছে। তবে অন্য দুটি মেশিনের প্রয়োজনীয় সরঞ্জামাদি পাওয়া গেলে নমুনাজট আর থাকবে না।’
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে রাজশাহীতে আবারও দেখা দিয়েছে নমুনাজট। এখন করোনা পরীক্ষার জন্য নমুনা দেওয়ার পর ওই দিনই আর ফল পাওয়া যাচ্ছে না। ফল জানতে সাধারণ মানুষকে অপেক্ষা করতে হচ্ছে এক থেকে দুদিন। জরুরি প্রয়োজনে নমুনা পরীক্ষা করতে দিয়েও ফল না পাওয়ায় ভোগান্তি হচ্ছে মানুষের।
গত আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত নমুনার চাপ ছিল না। করোনার নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়ার পর আবার নমুনাজট দেখা দিল। এর আগে করোনার ডেল্টা ধরনের সংক্রমণ ছড়িয়ে পড়ার সময়ে নমুনা জট দেখা দিয়েছিল।
রাজশাহীতে করোনার নমুনা পরীক্ষার জন্য আরটি-পিসিআর ল্যাব রয়েছে দুটি। এর একটি রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ভাইরোলজি বিভাগে। অন্য ল্যাবটি রামেক হাসপাতালে। রামেকে পিসিআর মেশিন রয়েছে তিনটি। হাসপাতালে আছে একটি। চারটি মেশিনের দুটি চলছে। কলেজের অন্য দুটি মেশিনের মধ্যে একটি প্রয়োজনীয় সরঞ্জামাদির অভাবে চালুই হয়নি। আরেকটা আগে চললেও এখন সরঞ্জামাদির অভাবে বন্ধ রয়েছে। এখানে একটি মেশিন অবিরাম নমুনা পরীক্ষা করে যাচ্ছে। তিন শিফটে মেশিনটিতে দিনে ২৮২টি পর্যন্ত নমুনা পরীক্ষা করা হচ্ছে। চাপ সামলাতে কোনো কোনো দিন চার শিফটও চালানো হয় মেশিনটি। অথচ রামেক হাসপাতালের মেশিনটিতে এক শিফটে মাত্র ৯৪টি করে নমুনা পরীক্ষা করা হচ্ছে। তারপর বিশ্রাম পাচ্ছে মেশিনটি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রামেক হাসপাতালের ল্যাবে শুধু হাসপাতালে ভর্তি থাকা রোগীদের নমুনা পরীক্ষা করা হচ্ছে। ভর্তি না থাকা কারও এখানে নমুনা পরীক্ষার সুযোগ নেই। আগে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) স্বাস্থ্য বিভাগ রোগীর বাড়ি থেকে নমুনা সংগ্রহ করে হাসপাতালের ল্যাবে পরীক্ষা করাত। এখন রাসিকও নমুনা নিয়ে যাচ্ছে কলেজে। পাশাপাশি বিভাগের অন্য কয়েকটি জেলা থেকেও এখানে নমুনা আসছে। এ ছাড়া বিদেশগামীদের নমুনা কলেজে পরীক্ষা করায় সিভিল সার্জনের কার্যালয়। কলেজের পক্ষ থেকেও রাজশাহীর সাধারণ মানুষের নমুনা সংগ্রহ করা হয়। এই চারদিকের নমুনার কারণে কলেজের ল্যাবে চাপ বেড়ে গেছে। দেখা দিয়েছে নমুনাজট।
গত শনিবার ২৬৪টি নমুনা কলেজের ল্যাবে ছিল পরীক্ষার অপেক্ষায়। রোববার ছিল ২০৬টি। সোমবার এসব নমুনা পরীক্ষা শুরু হয়। আর সোমবার যেসব নমুনা সংগ্রহ হয়, সেগুলো মঙ্গলবার পরীক্ষা করার কথা। তবে পরীক্ষায় অগ্রাধিকার পায় বিদেশগামীদের নমুনা। জরুরি বলে যেদিন সংগ্রহ, সেদিনই পরীক্ষা করা হয় তাদের নমুনা। ফলে অন্য নমুনার ক্ষেত্রে জট লেগে যাচ্ছে।
দুই ল্যাবে খোঁজ নিয়ে জানা গেছে, একটি মেশিন এক শিফটে ৯৪টি নমুনা পরীক্ষা করতে পারে। সবশেষ রোববার চার শিফটে কলেজের ল্যাবে ৩৬৬টি নমুনা পরীক্ষা করা হয়। এদিন হাসপাতাল ল্যাবে মাত্র ৯২টি নমুনা পরীক্ষা হয়। আগের দিন শনিবার কলেজের ল্যাবে ২১০টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। এদিন হাসপাতালের মেশিনে পরীক্ষা হয় ৯১টি। গত শুক্রবার কলেজে ১৫৯টি নমুনা পরীক্ষা হলেও হাসপাতালে কোনো নমুনাই পরীক্ষা করা হয়নি।
সংশ্লিষ্টরা মনে করছেন, হাসপাতালের ল্যাবে কলেজের নমুনা নিয়ে পরীক্ষা করলে জট থাকবে না। এ জন্য মেশিনটি একাধিক শিফটে চালাতে হবে। তাহলে মানুষের দুর্ভোগ কমবে। একাধিক শিফটে মেশিন চালানোর জন্য হাসপাতালে এখন পর্যাপ্ত জনবল আছে বলেও জানা গেছে। একাধিক শিফটে মেশিন না চালানোর বিষয়ে জানতে চাইলে হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, ‘আমাদের ভর্তি থাকা রোগীদের নমুনা পরীক্ষা করা জরুরি। রোগ নির্ণয় করেই তাঁদের চিকিৎসা দিতে হয়। অনেকের অপারেশনের আগে জরুরি ভিত্তিতে নমুনা পরীক্ষা করাতে হয়। আবার কোভিড নাকি নন-কোভিড আইসিইউতে রোগী নেওয়া হবে, সেটি জানার জন্যও নমুনা পরীক্ষা করাতে হয়। সে কারণে রোগী ছাড়া আমরা বাইরের নমুনা নিতে পারি না।’ পরিচালক বলেন, ‘আমাদের মেশিন মাত্র একটা। আর কলেজের মেশিন তিনটা। সেই তিন মেশিন চললে তো নমুনাজট হওয়ার কথা না।’
তবে কলেজের আরটি-পিসিঅর ল্যাবের প্রধান অধ্যাপক সাবেরা গুলনাহার বলেন, ‘সরঞ্জামাদি না থাকায় আমাদের তিনটি মেশিনের মধ্যে দুটিই চলে না। একটি মেশিন তিন-চার শিফটে চালিয়েও প্রতিদিনের সব নমুনা পরীক্ষা করা যাচ্ছে না। ফলে জট লেগে যাচ্ছে। তবে অন্য দুটি মেশিনের প্রয়োজনীয় সরঞ্জামাদি পাওয়া গেলে নমুনাজট আর থাকবে না।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে