ক্রীড়া ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘অভিষেকটা’ ঠিক রাঙাতে পারল না নামিবিয়া। ‘এ’ গ্রুপের ম্যাচে গত রাতে শ্রীলঙ্কার কাছে কোনো পাত্তাই পায়নি বিশ্বকাপের নবাগত দলটি। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে সাবেক চ্যাম্পিয়নদের কাছে তারা হেরেছে ৭ উইকেটে। এই জয়ে ভালোভাবেই নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করেছে দাসুন শানাকার দল।
নামিবিয়ার দেওয়া ৯৭ রানের লক্ষ্যটা ৩৯ বল হাতে রেখেই পেরিয়ে যায় শ্রীলঙ্কা। তবে পাওয়ার প্লের ছয় ওভারের মধ্যে ২৬ রানে ৩ উইকেট হারিয়ে শুরুটা ভালো করতে পারেনি সাবেক চ্যাম্পিয়নরা। প্রাথমিক বিপর্যয় সামাল দিয়ে দলকে জয়ের রাস্তা দেখান আভিস্কা ফার্নান্দো আর ভানুকা রাজাপক্ষে। দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করে অপরাজিত থাকেন রাজাপক্ষে।
জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে পারায় দারুণ খুশি শ্রীলঙ্কার অধিনায়ক শানাকা। তবে প্রথম পর্বের সবকটি ম্যাচই জিততে চান তিনি। ম্যাচ শেষে বলেছেন, ‘আমরা অনেক পরিকল্পনা করেছি। এই পর্বটা ভালোভাবেই পেরোতে চাই। আজ (গতকাল) সব আমাদের পক্ষে গেছে। বোলার-ব্যাটারদের পারফরম্যান্সে খুশি।’
এর আগে টস জিতে নামিবিয়াকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল শ্রীলঙ্কা। তবে শ্রীলঙ্কান বোলারদের সামনে বেশি সুবিধা করতে পারেননি নামিবিয়ান ব্যাটাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারের আগেই অলআউট হয় বিশ্বকাপের নবাগত দলটি। পাওয়ার প্লের ছয় ওভারের মধ্যে দুই ওপেনার স্টিভেন বার্ড (৭) আর জেইন গ্রিন (৮) ফিরে যান। তাঁদের বিদায়ের পর দলের হাল ধরার চেষ্টা করেন অধিনায়ক জেরহার্ড এরাসমাস আর ক্রেইগ উইলিয়ামস।
তবে দলীয় ৬৮ রানে জেরহার্ড (২০) ফিরে গেলে আর বেশিক্ষণ দাঁড়াতে পারেননি নামিবিয়ান ব্যাটাররা। পরের ২৮ রানে ৭ উইকেট হারায় তারা। দলের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেন উইলিয়ামস। শ্রীলঙ্কার পক্ষে ২৫ রানে সর্বোচ্চ তিন উইকেট নেন অফ স্পিনার মহেশ তিকশানা।
সংক্ষিপ্ত স্কোর:
নামিবিয়া: ১৯.৩ ওভারে ৯৬
(উইলিয়ামস ২৯; তিকশানা ৩/২৫)
শ্রীলঙ্কা: ১৩.৩ ওভারে ১০০/৩
(রাজাপক্ষে ৪২*; ট্রাম্পেলমান ১/২৭)
ফল: শ্রীলঙ্কা ৭ উইকেটে জয়ী
টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘অভিষেকটা’ ঠিক রাঙাতে পারল না নামিবিয়া। ‘এ’ গ্রুপের ম্যাচে গত রাতে শ্রীলঙ্কার কাছে কোনো পাত্তাই পায়নি বিশ্বকাপের নবাগত দলটি। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে সাবেক চ্যাম্পিয়নদের কাছে তারা হেরেছে ৭ উইকেটে। এই জয়ে ভালোভাবেই নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করেছে দাসুন শানাকার দল।
নামিবিয়ার দেওয়া ৯৭ রানের লক্ষ্যটা ৩৯ বল হাতে রেখেই পেরিয়ে যায় শ্রীলঙ্কা। তবে পাওয়ার প্লের ছয় ওভারের মধ্যে ২৬ রানে ৩ উইকেট হারিয়ে শুরুটা ভালো করতে পারেনি সাবেক চ্যাম্পিয়নরা। প্রাথমিক বিপর্যয় সামাল দিয়ে দলকে জয়ের রাস্তা দেখান আভিস্কা ফার্নান্দো আর ভানুকা রাজাপক্ষে। দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করে অপরাজিত থাকেন রাজাপক্ষে।
জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে পারায় দারুণ খুশি শ্রীলঙ্কার অধিনায়ক শানাকা। তবে প্রথম পর্বের সবকটি ম্যাচই জিততে চান তিনি। ম্যাচ শেষে বলেছেন, ‘আমরা অনেক পরিকল্পনা করেছি। এই পর্বটা ভালোভাবেই পেরোতে চাই। আজ (গতকাল) সব আমাদের পক্ষে গেছে। বোলার-ব্যাটারদের পারফরম্যান্সে খুশি।’
এর আগে টস জিতে নামিবিয়াকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল শ্রীলঙ্কা। তবে শ্রীলঙ্কান বোলারদের সামনে বেশি সুবিধা করতে পারেননি নামিবিয়ান ব্যাটাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারের আগেই অলআউট হয় বিশ্বকাপের নবাগত দলটি। পাওয়ার প্লের ছয় ওভারের মধ্যে দুই ওপেনার স্টিভেন বার্ড (৭) আর জেইন গ্রিন (৮) ফিরে যান। তাঁদের বিদায়ের পর দলের হাল ধরার চেষ্টা করেন অধিনায়ক জেরহার্ড এরাসমাস আর ক্রেইগ উইলিয়ামস।
তবে দলীয় ৬৮ রানে জেরহার্ড (২০) ফিরে গেলে আর বেশিক্ষণ দাঁড়াতে পারেননি নামিবিয়ান ব্যাটাররা। পরের ২৮ রানে ৭ উইকেট হারায় তারা। দলের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেন উইলিয়ামস। শ্রীলঙ্কার পক্ষে ২৫ রানে সর্বোচ্চ তিন উইকেট নেন অফ স্পিনার মহেশ তিকশানা।
সংক্ষিপ্ত স্কোর:
নামিবিয়া: ১৯.৩ ওভারে ৯৬
(উইলিয়ামস ২৯; তিকশানা ৩/২৫)
শ্রীলঙ্কা: ১৩.৩ ওভারে ১০০/৩
(রাজাপক্ষে ৪২*; ট্রাম্পেলমান ১/২৭)
ফল: শ্রীলঙ্কা ৭ উইকেটে জয়ী
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৬ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
১০ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
১০ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
১০ দিন আগে