Ajker Patrika

খালেদার মুক্তি দাবিতে মিছিল বিএনপির

চৌগাছা প্রতিনিধি
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১৪: ২৩
খালেদার মুক্তি দাবিতে মিছিল বিএনপির

যশোরের চৌগাছায় মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে পুষ্পস্তবক অর্পণের আগে শহরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে মিছিল করেছে উপজেলা বিএনপি। এ সময় খালেদা জিয়ার মুক্তি দাবি করে বিভিন্ন স্লোগান দেন নেতা–কর্মীরা।

উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির কার্যক্রম স্থগিত থাকায় বৃহস্পতিবার সকালে পুষ্পস্তবক দিতে যাওয়ার আগে উপজেলা ও পৌর যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের ব্যানারে এই মিছিল অনুষ্ঠিত হয়। শহরের যশোর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এই মিছিল। পরে শহরের মুক্তিযুদ্ধ ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ শেষে আবারও মিছিলসহ ফেরেন তাঁরা।

শহর প্রদক্ষিণের সময় মিছিলে নেতৃত্ব দেন উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল মান্নান, পৌর যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন, সদস্যসচিব মঈন উদ্দিন মঈন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত