সম্পাদকীয়
করোনার দাপট কমলেও একেবারে শেষ হয়ে যায়নি; বরং এখনো বিভিন্ন দেশে করোনা আক্রান্ত মানুষ পাওয়া যাচ্ছে। করোনার ধরন বদল হচ্ছে। এর থেকে জীবন রক্ষার জন্য টিকা আবিষ্কার হলেও একে একেবারে নির্মূল করার উপায় বের হয়নি। তবে শুরুতে এটা যে রকম মহামারি রূপে এসেছিল, এখন সে রকম আগ্রাসীভাবে নেই। শুক্রবার আজকের পত্রিকায় প্রকাশিত খবর থেকে জানা যাচ্ছে, দেশে করোনাভাইরাসের নতুন উপধরন জেএন.১ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত পাঁচজনের শরীরে এই উপধরন শনাক্ত হয়েছে। এটি মূলত করোনার ওমিক্রন ধরনের একটি উপধরন। ওমিক্রনের মতো এই উপধরনও দ্রুত ছড়ায়। এ অবস্থায় সীমান্তে সতর্কতা বাড়ানো হয়েছে। সবাইকে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। পাশাপাশি করোনার টিকা দেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে।
প্রতিবেশী দেশ ভারতে বেশ দাপটের সঙ্গে ছড়িয়ে পড়েছে নতুন উপধরন জেএন.১। বিশ্ব স্বাস্থ্য সংস্থা মাসখানেক আগেই নতুন এই উপধরনের কথা বিশ্ববাসীকে জানিয়েছে। সংস্থাটি বলেছে, নতুন এই উপধরন অতিদ্রুত ছড়িয়ে পড়ার প্রবণতা আছে। তবে এতে রোগের লক্ষণে তীব্রতা কম। বাংলাদেশেও এখন শনাক্ত হয়েছে নতুন এই উপধরনের রোগী। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলেছেন, করোনা পরিস্থিতির ওপর তাঁরা নজর রাখছেন।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি পর্যালোচনা করে দেখা গেছে, বুধবার সারা দেশে ৩৬৬ জনের নমুনা পরীক্ষায় ১৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এ সময় কারও মৃত্যু হয়নি। তবে ২১ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এক দিনে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৯২ শতাংশ। ২০২০ সাল থেকে বুধবার পর্যন্ত দেশে করোনা শনাক্তের সংখ্যা ২০ লাখ ৪৬ হাজার ৬৮৯। অধিকাংশ রোগী সুস্থ হলেও মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৭৯ জনের।
নতুন কোনো ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার আশঙ্কা না থাকলেও দ্রুত টিকা দিতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। দেশব্যাপী করোনা সংক্রমণ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে ফাইজার কোভিড-১৯ ভ্যাকসিন কার্যক্রমের প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজ (তৃতীয় ও চতুর্থ ডোজ) বিতরণ এবং প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগির কোভিড-১৯ টিকাদান কার্যক্রম শুরু করতে হবে। ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে সম্মুখসারির স্বাস্থ্যকর্মী, ৬০ বছর এবং তদূর্ধ্ব বয়সী জনগোষ্ঠী, দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ১৮ বছর ও তদূর্ধ্ব বয়সী জনগোষ্ঠী, স্বল্প রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন প্রাপ্তবয়স্ক (১৮ বছর ও তদূর্ধ্ব) জনগোষ্ঠী এবং অন্তঃসত্ত্বাদের প্রাধান্য দেওয়া হবে। প্রাথমিক পর্যায়ে ঢাকা শহরের আটটি কেন্দ্রে বুস্টার ডোজ, অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ ডোজ ফাইজার ভিসিভি ভ্যাকসিন দেওয়া হবে।
করোনার নতুন উপধরনের খবরে আতঙ্কিত না হয়ে সবারই উচিত সচেতন হওয়া। নিয়মিত মাস্ক ব্যবহার করা এবং টিকা নেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গেই দেখতে হবে। আমরা জানি, করোনা এ পর্যন্ত পৃথিবীজুড়ে ৬৯ লাখ ৭০ হাজার ৫ শর বেশি মানুষের জীবন কেড়ে নিয়েছে। আমাদের দেশে মৃত্যুর সংখ্যা কম হলেও সতর্কতার বিষয়টি অবহেলা করা চলবে না।
করোনার দাপট কমলেও একেবারে শেষ হয়ে যায়নি; বরং এখনো বিভিন্ন দেশে করোনা আক্রান্ত মানুষ পাওয়া যাচ্ছে। করোনার ধরন বদল হচ্ছে। এর থেকে জীবন রক্ষার জন্য টিকা আবিষ্কার হলেও একে একেবারে নির্মূল করার উপায় বের হয়নি। তবে শুরুতে এটা যে রকম মহামারি রূপে এসেছিল, এখন সে রকম আগ্রাসীভাবে নেই। শুক্রবার আজকের পত্রিকায় প্রকাশিত খবর থেকে জানা যাচ্ছে, দেশে করোনাভাইরাসের নতুন উপধরন জেএন.১ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত পাঁচজনের শরীরে এই উপধরন শনাক্ত হয়েছে। এটি মূলত করোনার ওমিক্রন ধরনের একটি উপধরন। ওমিক্রনের মতো এই উপধরনও দ্রুত ছড়ায়। এ অবস্থায় সীমান্তে সতর্কতা বাড়ানো হয়েছে। সবাইকে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। পাশাপাশি করোনার টিকা দেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে।
প্রতিবেশী দেশ ভারতে বেশ দাপটের সঙ্গে ছড়িয়ে পড়েছে নতুন উপধরন জেএন.১। বিশ্ব স্বাস্থ্য সংস্থা মাসখানেক আগেই নতুন এই উপধরনের কথা বিশ্ববাসীকে জানিয়েছে। সংস্থাটি বলেছে, নতুন এই উপধরন অতিদ্রুত ছড়িয়ে পড়ার প্রবণতা আছে। তবে এতে রোগের লক্ষণে তীব্রতা কম। বাংলাদেশেও এখন শনাক্ত হয়েছে নতুন এই উপধরনের রোগী। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলেছেন, করোনা পরিস্থিতির ওপর তাঁরা নজর রাখছেন।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি পর্যালোচনা করে দেখা গেছে, বুধবার সারা দেশে ৩৬৬ জনের নমুনা পরীক্ষায় ১৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এ সময় কারও মৃত্যু হয়নি। তবে ২১ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এক দিনে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৯২ শতাংশ। ২০২০ সাল থেকে বুধবার পর্যন্ত দেশে করোনা শনাক্তের সংখ্যা ২০ লাখ ৪৬ হাজার ৬৮৯। অধিকাংশ রোগী সুস্থ হলেও মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৭৯ জনের।
নতুন কোনো ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার আশঙ্কা না থাকলেও দ্রুত টিকা দিতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। দেশব্যাপী করোনা সংক্রমণ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে ফাইজার কোভিড-১৯ ভ্যাকসিন কার্যক্রমের প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজ (তৃতীয় ও চতুর্থ ডোজ) বিতরণ এবং প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগির কোভিড-১৯ টিকাদান কার্যক্রম শুরু করতে হবে। ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে সম্মুখসারির স্বাস্থ্যকর্মী, ৬০ বছর এবং তদূর্ধ্ব বয়সী জনগোষ্ঠী, দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ১৮ বছর ও তদূর্ধ্ব বয়সী জনগোষ্ঠী, স্বল্প রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন প্রাপ্তবয়স্ক (১৮ বছর ও তদূর্ধ্ব) জনগোষ্ঠী এবং অন্তঃসত্ত্বাদের প্রাধান্য দেওয়া হবে। প্রাথমিক পর্যায়ে ঢাকা শহরের আটটি কেন্দ্রে বুস্টার ডোজ, অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ ডোজ ফাইজার ভিসিভি ভ্যাকসিন দেওয়া হবে।
করোনার নতুন উপধরনের খবরে আতঙ্কিত না হয়ে সবারই উচিত সচেতন হওয়া। নিয়মিত মাস্ক ব্যবহার করা এবং টিকা নেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গেই দেখতে হবে। আমরা জানি, করোনা এ পর্যন্ত পৃথিবীজুড়ে ৬৯ লাখ ৭০ হাজার ৫ শর বেশি মানুষের জীবন কেড়ে নিয়েছে। আমাদের দেশে মৃত্যুর সংখ্যা কম হলেও সতর্কতার বিষয়টি অবহেলা করা চলবে না।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে