বিনোদন প্রতিবেদক, ঢাকা
গত নভেম্বরে দেশ ছেড়েছেন ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান। উদ্দেশ্য, যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের সুযোগ নেওয়া। নভেম্বরের পর আর দেশে ফেরেননি এই তারকা। গত ২৩ বছরের ক্যারিয়ারে এর আগে অভিনয় থেকে এত দীর্ঘ বিরতি নেননি শাকিব। অবশেষে তিনি হাতে পেয়েছেন কাঙ্ক্ষিত গ্রিন কার্ড। বিষয়টি এবার শাকিব খান নিজেই নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘যে উদ্দেশ্যে দেশের বাইরে ছিলাম, তা পূরণ হয়েছে। গ্রিন কার্ড হাতে পেয়েছি। আগামী মাসের ৫-৬ তারিখেই দেশে ফিরব।’
দেশের ব্যস্ততম নায়ক শাকিব এত দিন শুটিং ছাড়া বিদেশের জীবনটা নিজের মতো করেই কাটিয়েছেন। শাকিব বলেন, ‘আড্ডা দিচ্ছি, এখানে-সেখানে যাচ্ছি। বিদেশের মাটিতে বাংলা সিনেমার আরও প্রসার কীভাবে করা যায়, তা নিয়ে এখানকার অনেকের সঙ্গে কথা বলেছি। তবু, দেশের মতো ব্যস্ততা নেই। আসলে জীবনে কিছু সময় একা থাকাও জরুরি। নতুন শুরুর জন্য এই একা থাকা সময়টা কাজে লাগে।’
প্রযোজনা করে নতুন পরিচালকদের কাজের সুযোগ দেব। শিল্পীরা যেন ভালো চরিত্রে কাজ করতে পারে, সেই চেষ্টা করব। সিনেমার সাবজেক্ট বাছাই করব একেবারে নতুন কিছু। শাকিব খান অভিনেতা
বিদেশে থেকেও দেশের খোঁজখবর রাখছেন শাকিব। শাকিবের মতে, ‘এফডিসিকে কাজের জায়গা বানাতে সরকারকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। নইলে সিনেমা নামে শিল্প বাংলাদেশে থাকবে না। বিশেষ করে এফডিসির মধ্যকার সমিতিগুলোর রাজনীতি বন্ধ করতে হবে।’
চলচ্চিত্র নিয়ে নতুন পরিকল্পনা আঁকছেন শাকিব খান। এর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় সিনেমা প্রযোজনা। তিনি বলেন, ‘প্রযোজনা করে নতুন পরিচালকদের কাজের সুযোগ দেব। শিল্পীরা যেন ভালো চরিত্রে কাজ করতে পারে, সেই চেষ্টা করব। সিনেমার বিষয়বস্তু হবে একেবারে নতুন কিছু। প্রযোজক হিসেবে সরকারি অনুদান পেলাম। যদিও সরকার যে টাকাটা দেবে, সেটা দিয়ে আমার সিনেমা হবে না। “মায়া”র বাজেট অনেক বেশি। শুধু ভিএফএক্সেই লাগবে দেড় কোটি টাকা। সব মিলিয়ে চার কোটি ছাড়িয়ে যাবে বাজেট। তবে অনুদানের মাধ্যমে বড় বাজেটের সিনেমাটি তৈরির ব্যাপারে উৎসাহ পেয়েছি।’
গত নভেম্বরে দেশ ছেড়েছেন ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান। উদ্দেশ্য, যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের সুযোগ নেওয়া। নভেম্বরের পর আর দেশে ফেরেননি এই তারকা। গত ২৩ বছরের ক্যারিয়ারে এর আগে অভিনয় থেকে এত দীর্ঘ বিরতি নেননি শাকিব। অবশেষে তিনি হাতে পেয়েছেন কাঙ্ক্ষিত গ্রিন কার্ড। বিষয়টি এবার শাকিব খান নিজেই নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘যে উদ্দেশ্যে দেশের বাইরে ছিলাম, তা পূরণ হয়েছে। গ্রিন কার্ড হাতে পেয়েছি। আগামী মাসের ৫-৬ তারিখেই দেশে ফিরব।’
দেশের ব্যস্ততম নায়ক শাকিব এত দিন শুটিং ছাড়া বিদেশের জীবনটা নিজের মতো করেই কাটিয়েছেন। শাকিব বলেন, ‘আড্ডা দিচ্ছি, এখানে-সেখানে যাচ্ছি। বিদেশের মাটিতে বাংলা সিনেমার আরও প্রসার কীভাবে করা যায়, তা নিয়ে এখানকার অনেকের সঙ্গে কথা বলেছি। তবু, দেশের মতো ব্যস্ততা নেই। আসলে জীবনে কিছু সময় একা থাকাও জরুরি। নতুন শুরুর জন্য এই একা থাকা সময়টা কাজে লাগে।’
প্রযোজনা করে নতুন পরিচালকদের কাজের সুযোগ দেব। শিল্পীরা যেন ভালো চরিত্রে কাজ করতে পারে, সেই চেষ্টা করব। সিনেমার সাবজেক্ট বাছাই করব একেবারে নতুন কিছু। শাকিব খান অভিনেতা
বিদেশে থেকেও দেশের খোঁজখবর রাখছেন শাকিব। শাকিবের মতে, ‘এফডিসিকে কাজের জায়গা বানাতে সরকারকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। নইলে সিনেমা নামে শিল্প বাংলাদেশে থাকবে না। বিশেষ করে এফডিসির মধ্যকার সমিতিগুলোর রাজনীতি বন্ধ করতে হবে।’
চলচ্চিত্র নিয়ে নতুন পরিকল্পনা আঁকছেন শাকিব খান। এর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় সিনেমা প্রযোজনা। তিনি বলেন, ‘প্রযোজনা করে নতুন পরিচালকদের কাজের সুযোগ দেব। শিল্পীরা যেন ভালো চরিত্রে কাজ করতে পারে, সেই চেষ্টা করব। সিনেমার বিষয়বস্তু হবে একেবারে নতুন কিছু। প্রযোজক হিসেবে সরকারি অনুদান পেলাম। যদিও সরকার যে টাকাটা দেবে, সেটা দিয়ে আমার সিনেমা হবে না। “মায়া”র বাজেট অনেক বেশি। শুধু ভিএফএক্সেই লাগবে দেড় কোটি টাকা। সব মিলিয়ে চার কোটি ছাড়িয়ে যাবে বাজেট। তবে অনুদানের মাধ্যমে বড় বাজেটের সিনেমাটি তৈরির ব্যাপারে উৎসাহ পেয়েছি।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে