রোবেল মাহমুদ, গফরগাঁও
গফরগাঁও উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল এখনো ঘোষণা হয়নি। তবে আসন্ন নির্বাচনকে ঘিরে উপজেলার ১৫টি ইউনিয়নে দলীয় মনোনয়ন প্রত্যাশীরা ব্যাপক উৎসাহে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সবাই নিজ নিজ এলাকায় জনসংযোগ করে দলীয় মনোনয়ন লাভের আশা করছেন। ঐক্য তৈরি হওয়ায় আওয়ামী লীগে দলীয় কোন্দল নেই বলেও দাবি করা হয়েছে।
জানা গেছে, ইউপি নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের গণসংযোগ, উঠান বৈঠক, লিফলেট বিতরণ, ব্যানার, ফেস্টুন ও মিছিলে মিছিলে মুখর হয়ে উঠেছে এলাকা। প্রতিটি ইউপিতে বর্তমান চেয়ারম্যানসহ একাধিক নেতা দলীয় মনোনয়ন পেতে সক্রিয় রয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব প্রচারণা চলছে তাঁদের।
স্থানীয় ও দলীয় সূত্র জানায়, উপজেলার রসুলপুর ইউপিতে সম্ভাব্য ৬ জন, বারোবাড়িয়ায় ৪ জন, চরআলগীতে ৭ জন, সালটিয়ায় ৫ জন, যশরায় ৫ জন, রাওনায় ৬ জন, মশাখালীতে ৭ জন, গফরগাঁওয়ে ৮ জন, পাঁচ ভাগে ৬ জন, উস্থিতে ৩ জন, লংগাইরে ৪ জন, পাইথলে ৪ জন, দত্তেরবাজারে ৮ জন, নিগুয়ারীতে ১০ জন ও টাংগাব ইউপিতে ৪ জন প্রার্থিতা পাওয়ার আশায় প্রচারণা চালাচ্ছেন।
এদিকে দলীয় ঐক্য শক্তিশালী করতে ও বিদ্রোহী প্রার্থী ঠেকাতে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও সাংসদ ফাহমী গোলন্দাজ বাবেল ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। তিনি দলীয় মনোনয়ন প্রত্যাশীদের ওয়ার্ড ভিত্তিক সভা করে এক মঞ্চে দাঁড়ানোর পরামর্শ ও নির্দেশনা দিয়েছেন।
সে অনুযায়ী তৃণমূলে সম্ভাব্য প্রার্থীদের এক মঞ্চে রেখে ১৫টি ইউপির প্রতিটি ওয়ার্ডে আলোচনা সভার মাধ্যমে প্রচারণার কাজ শুরু হয়েছে। প্রতিটি ইউপিতে ওয়ার্ডভিত্তিক বিশেষ বর্ধিত সভা চলছে। সভায় এলাকায় সরকারের উন্নয়ন চিত্র ও ২০০১ সালে বিএনপি-জামায়াতের কর্মকাণ্ডের চিত্র তুলে ধরছেন সম্ভাব্য প্রার্থীরা। ব্যতিক্রমী এই উদ্যোগে ঐক্য গড়ে উঠেছে বলে দাবি করছে উপজেলা আওয়ামী লীগ।
নেতা-কর্মীদের অনেকে বলছেন, উপজেলা আওয়ামী লীগের এই সিদ্ধান্তে এখন এক মঞ্চে মনোনয়ন প্রত্যাশীরা। সবাই একত্রে প্রচারণায় অংশগ্রহণ করায় সংঘাতের আশঙ্কা কমেছে। স্থানীয় নির্বাচনে এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন তৃণমূলের নেতা-কর্মীরা।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গির হোসেন সেলিম বলেন, ‘অতীতে দেখা গিয়েছে নির্বাচনের প্রচারণা নিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। তবে সব প্রার্থীর এক মঞ্চে দাঁড়িয়ে প্রচারণা এই প্রথম দেখলাম। সুশৃঙ্খলভাবে তাঁদের ও দলের প্রচারণা চালাচ্ছেন। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’
একটি ইউপির চেয়ারম্যান ও মনোনয়ন প্রত্যাশী বলেন, ‘সাংসদ ফাহমী গোলন্দাজ বাবেলের আহ্বানে তৃণমূল আওয়ামী লীগে এই ব্যতিক্রমী ঐক্য গড়ে উঠেছে। গফরগাঁওয়ে আওয়ামী লীগের রাজনীতিতে এটি একটি দৃষ্টান্ত বলতে হবে।’
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল বলেন, ‘স্থানীয় নির্বাচনে এ রকম সিদ্ধান্ত আর কোথাও হয়নি। তৃণমূলে আওয়ামী লীগের ঐক্য ধরে রাখার জন্য এ নির্দেশনা দেওয়া হয়েছে। দল ও নেতা-কর্মীরা এর সুফল ভোগ করবে।’
গফরগাঁও উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল এখনো ঘোষণা হয়নি। তবে আসন্ন নির্বাচনকে ঘিরে উপজেলার ১৫টি ইউনিয়নে দলীয় মনোনয়ন প্রত্যাশীরা ব্যাপক উৎসাহে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সবাই নিজ নিজ এলাকায় জনসংযোগ করে দলীয় মনোনয়ন লাভের আশা করছেন। ঐক্য তৈরি হওয়ায় আওয়ামী লীগে দলীয় কোন্দল নেই বলেও দাবি করা হয়েছে।
জানা গেছে, ইউপি নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের গণসংযোগ, উঠান বৈঠক, লিফলেট বিতরণ, ব্যানার, ফেস্টুন ও মিছিলে মিছিলে মুখর হয়ে উঠেছে এলাকা। প্রতিটি ইউপিতে বর্তমান চেয়ারম্যানসহ একাধিক নেতা দলীয় মনোনয়ন পেতে সক্রিয় রয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব প্রচারণা চলছে তাঁদের।
স্থানীয় ও দলীয় সূত্র জানায়, উপজেলার রসুলপুর ইউপিতে সম্ভাব্য ৬ জন, বারোবাড়িয়ায় ৪ জন, চরআলগীতে ৭ জন, সালটিয়ায় ৫ জন, যশরায় ৫ জন, রাওনায় ৬ জন, মশাখালীতে ৭ জন, গফরগাঁওয়ে ৮ জন, পাঁচ ভাগে ৬ জন, উস্থিতে ৩ জন, লংগাইরে ৪ জন, পাইথলে ৪ জন, দত্তেরবাজারে ৮ জন, নিগুয়ারীতে ১০ জন ও টাংগাব ইউপিতে ৪ জন প্রার্থিতা পাওয়ার আশায় প্রচারণা চালাচ্ছেন।
এদিকে দলীয় ঐক্য শক্তিশালী করতে ও বিদ্রোহী প্রার্থী ঠেকাতে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও সাংসদ ফাহমী গোলন্দাজ বাবেল ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। তিনি দলীয় মনোনয়ন প্রত্যাশীদের ওয়ার্ড ভিত্তিক সভা করে এক মঞ্চে দাঁড়ানোর পরামর্শ ও নির্দেশনা দিয়েছেন।
সে অনুযায়ী তৃণমূলে সম্ভাব্য প্রার্থীদের এক মঞ্চে রেখে ১৫টি ইউপির প্রতিটি ওয়ার্ডে আলোচনা সভার মাধ্যমে প্রচারণার কাজ শুরু হয়েছে। প্রতিটি ইউপিতে ওয়ার্ডভিত্তিক বিশেষ বর্ধিত সভা চলছে। সভায় এলাকায় সরকারের উন্নয়ন চিত্র ও ২০০১ সালে বিএনপি-জামায়াতের কর্মকাণ্ডের চিত্র তুলে ধরছেন সম্ভাব্য প্রার্থীরা। ব্যতিক্রমী এই উদ্যোগে ঐক্য গড়ে উঠেছে বলে দাবি করছে উপজেলা আওয়ামী লীগ।
নেতা-কর্মীদের অনেকে বলছেন, উপজেলা আওয়ামী লীগের এই সিদ্ধান্তে এখন এক মঞ্চে মনোনয়ন প্রত্যাশীরা। সবাই একত্রে প্রচারণায় অংশগ্রহণ করায় সংঘাতের আশঙ্কা কমেছে। স্থানীয় নির্বাচনে এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন তৃণমূলের নেতা-কর্মীরা।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গির হোসেন সেলিম বলেন, ‘অতীতে দেখা গিয়েছে নির্বাচনের প্রচারণা নিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। তবে সব প্রার্থীর এক মঞ্চে দাঁড়িয়ে প্রচারণা এই প্রথম দেখলাম। সুশৃঙ্খলভাবে তাঁদের ও দলের প্রচারণা চালাচ্ছেন। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’
একটি ইউপির চেয়ারম্যান ও মনোনয়ন প্রত্যাশী বলেন, ‘সাংসদ ফাহমী গোলন্দাজ বাবেলের আহ্বানে তৃণমূল আওয়ামী লীগে এই ব্যতিক্রমী ঐক্য গড়ে উঠেছে। গফরগাঁওয়ে আওয়ামী লীগের রাজনীতিতে এটি একটি দৃষ্টান্ত বলতে হবে।’
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল বলেন, ‘স্থানীয় নির্বাচনে এ রকম সিদ্ধান্ত আর কোথাও হয়নি। তৃণমূলে আওয়ামী লীগের ঐক্য ধরে রাখার জন্য এ নির্দেশনা দেওয়া হয়েছে। দল ও নেতা-কর্মীরা এর সুফল ভোগ করবে।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে