Ajker Patrika

চাল না পেয়ে বিক্ষোভ

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
চাল না পেয়ে বিক্ষোভ

রংপুরের বদরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল না পেয়ে বিক্ষোভ করেছেন অর্ধশতাধিক কার্ডধারী নারী-পুরুষ। উপজেলার রামনাথপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শওকত হোসেনের বিরুদ্ধে ওই বিক্ষোভ করেন তাঁরা। গতকাল বুধবার দুপুরে বিক্ষোভ মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

রামনাথপুর মোল্লাপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিক অভিযোগ করে বলেন, ‘আমি গরিব মানুষ। পাঁচ-ছয় বছর আগে আমার নামে ১০ টাকা কেজির চালের কার্ড হয়েছে। তখন থেকে ১০ টাকা কেজির চাল তুলছি। তিন মাস থেকে চাল পাচ্ছি না। আমার কার্ড নাকি বাতিল করা হয়েছে। কার্ড কেন বাতিল করা হলো চেয়ারম্যান কোনো জবাব দিচ্ছে না। অফিসে ঘুরেও সমাধান পাচ্ছি না।

বাধ্য হয়ে রাস্তায় মেনেছি।’

আরেক কার্ডধারী লাক্ষরিজি বলেন, ‘ছয় বছর ধরে চাল তুলছি। এখন চেয়ারম্যান-মেম্বার বলছে হামরা নাকি এত বছর অন্যের নামে চাল তুলি খাচি।’

খাদিমুল ইসলাম বলেন, ‘আমার কার্ড নম্বর-১২৩। শুরু থেকেই ১০ টাকা কেজির চাল তুলে আসছি। এখন অনলাইন করতে গিয়ে শুনছি, আমার নামের জায়গায় নাকি অন্য একজনের নাম।

তাহলে এত বছর এই কার্ডে কীভাবে চাল পাইলাম?’ তিনি অভিযোগ করে বলেন, ‘চেয়ারম্যান শওকত হোসেন আমাদের নাম বাতিল করে তাঁর লোকজন দিয়ে অর্থের বিনিময় নতুন করে নাম ঢোকাচ্ছেন। প্রশাসনকে লিখিত অভিযোগ দিয়েও ফল পাইনি। এ কারণে রাস্তায় মেনেছি।’

অভিযোগ অস্বীকার করে রামনাথপুর ইউপি চেয়ারম্যান শওকত হোসেন বলেন, ‘আগে কার্ড দেখে চাল দিয়েছিলেন ডিলাররা। এখন অনলাইন না হলে চাল দেওয়া যাবে না। আমার ইউনিয়ন পরিষদে ১ হাজার ৯৯৫ কার্ডধারীর অনলাইন করতে গিয়ে ৩৮৫টি কার্ডে ত্রুটি ধরা পড়ে। এই কার্ডগুলো সরকারি নির্দেশনা অনুযায়ী বাতিল করা হয়েছে। বিধি অনুযায়ী বাতিল কার্ডগুলোর পরিবর্তে নতুন করে লোক নেওয়া হবে। আমার বিরুদ্ধে ওঠা অর্থ নেওয়ার অভিযোগ সঠিক নয়।’

উপজেলা খাদ্যনিয়ন্ত্রক তরিকুল ইসলাম বলেন, ‘অনেকের ভিজিডি কার্ড আছে। তাঁরাও এই খাদ্যবান্ধব কর্মসূচির তালিকায় অন্তর্ভুক্ত ছিলেন। তিন মাস আগে অনলাইন সিস্টেমে ভিজিডির সুবিধা পাওয়া ব্যক্তিরা বাদ পড়েছেন। এ রকম রামনাথপুর ইউনিয়নে ছিল ৭৬ জন। এ ছাড়া অন্যগুলো নানা কারণে বাতিল হয়েছে। তবে বাদ পড়া পরিবারের মধ্যেই খাদ্যবান্ধব কর্মসূচির তালিকায় নাম অন্তর্ভুক্ত করা জন্য চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে। এখনো নতুন নামের তালিকা হাতে পাইনি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সাঈদ বলেন, ‘বিষয়টি দেখার জন্য উপজেলা খাদ্যনিয়ন্ত্রককে নির্দেশ দিয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত