চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর চাটখিলে ময়লা-আবর্জনার কারণে পরিবেশ দূষিত হয়ে পড়েছে। এতে ঝুঁকির মুখে পড়েছে জনস্বাস্থ্য। পৌর এলাকার বীরেন্দ্র খালের ওপর নির্মিত ৪টি সেতুর নিচে ময়লা-আবর্জনার স্তূপ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। এক বছর আগে এ খালের ওপর ১২টি দোকান ও ঘর ধসে পড়ে। এসবও সেখান থেকে সরানো হয়নি। যে কারণে পানি চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। স্থানীয় বাসিন্দারা বলেন, এতে বিভিন্ন রোগ ব্যাধি ছড়াচ্ছে।
পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের মনগাজী ব্যাপারি বাড়ির সামনে থেকে রাজধানী হোটেলের পূর্ব পাশের সেতু পর্যন্ত বীরেন্দ্র খালের ওপর পরপর ৪টি সেতু রয়েছে। গত বছরের বর্ষাকালে মনগাজী ব্যাপারী বাড়ির সামনে বীরেন্দ্র খালের উত্তরে রাস্তার পাশের ১২টি দোকান ও ঘর খালের ওপর ধসে পড়ে। দীর্ঘ এক বছর পার হলেও দোকানগুলো খাল থেকে সরানোর উদ্যোগ নেওয়া হয়নি। এর ফলে খালের পানি চলাচল বন্ধ রয়েছে।
চাটখিল পৌর বাজারের ব্যবসায়ী মো. কামাল হোসেন ও মাঈন উদ্দিন শেখের অভিযোগ, পৌর বাজারের পরিচ্ছন্নতা কর্মীরা এসব ময়লা-ময়লা আবর্জনা ফেলেন। তাঁদের নিষেধ করলে খারাপ আচরণ করেন। এ ছাড়া পৌর শহরের হোটেলগুলোর বর্জ্যও এখানে ফেলা হয়।
সোমপাড়া কলেজের অধ্যক্ষ ও নাগরিক কোরামের সভাপতি মহি উদ্দিন বলেন, আবর্জনার স্তূপের কারণে ভীমপুর হাইস্কুল, কারিগরি কলেজ ও চাটখিল কামিল মাদ্রাসাসহ পৌর বাজার এলাকার পরিবেশ দূষিত হচ্ছে।
চাটখিল পৌরসভার মেয়র নিজাম উদ্দিন বলেন, ‘বৃষ্টির চাপ কমলেই খালের বর্জ্য সরানো হবে, তবে খালে পড়া দোকান আমাদের বিষয় নয়, সেগুলো জেলা পরিষদের।’
ইউএনও এ. এস. এম মোসা বলেন, সেতুর নিচে ময়লা-আবর্জনা আমাদের দেখার বিষয় না, এসব দেখবে জেলা পরিষদ। খালের দোকানগুলো সরানোর দায়িত্বও তাঁদের।
এ ব্যাপারে নোয়াখালী জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. সফিউল আলম বলেন, শিগগিরই খাল থেকে ধসে পড়া দোকানগুলো সরানোর ব্যবস্থা নেওয়া হবে।
নোয়াখালীর চাটখিলে ময়লা-আবর্জনার কারণে পরিবেশ দূষিত হয়ে পড়েছে। এতে ঝুঁকির মুখে পড়েছে জনস্বাস্থ্য। পৌর এলাকার বীরেন্দ্র খালের ওপর নির্মিত ৪টি সেতুর নিচে ময়লা-আবর্জনার স্তূপ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। এক বছর আগে এ খালের ওপর ১২টি দোকান ও ঘর ধসে পড়ে। এসবও সেখান থেকে সরানো হয়নি। যে কারণে পানি চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। স্থানীয় বাসিন্দারা বলেন, এতে বিভিন্ন রোগ ব্যাধি ছড়াচ্ছে।
পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের মনগাজী ব্যাপারি বাড়ির সামনে থেকে রাজধানী হোটেলের পূর্ব পাশের সেতু পর্যন্ত বীরেন্দ্র খালের ওপর পরপর ৪টি সেতু রয়েছে। গত বছরের বর্ষাকালে মনগাজী ব্যাপারী বাড়ির সামনে বীরেন্দ্র খালের উত্তরে রাস্তার পাশের ১২টি দোকান ও ঘর খালের ওপর ধসে পড়ে। দীর্ঘ এক বছর পার হলেও দোকানগুলো খাল থেকে সরানোর উদ্যোগ নেওয়া হয়নি। এর ফলে খালের পানি চলাচল বন্ধ রয়েছে।
চাটখিল পৌর বাজারের ব্যবসায়ী মো. কামাল হোসেন ও মাঈন উদ্দিন শেখের অভিযোগ, পৌর বাজারের পরিচ্ছন্নতা কর্মীরা এসব ময়লা-ময়লা আবর্জনা ফেলেন। তাঁদের নিষেধ করলে খারাপ আচরণ করেন। এ ছাড়া পৌর শহরের হোটেলগুলোর বর্জ্যও এখানে ফেলা হয়।
সোমপাড়া কলেজের অধ্যক্ষ ও নাগরিক কোরামের সভাপতি মহি উদ্দিন বলেন, আবর্জনার স্তূপের কারণে ভীমপুর হাইস্কুল, কারিগরি কলেজ ও চাটখিল কামিল মাদ্রাসাসহ পৌর বাজার এলাকার পরিবেশ দূষিত হচ্ছে।
চাটখিল পৌরসভার মেয়র নিজাম উদ্দিন বলেন, ‘বৃষ্টির চাপ কমলেই খালের বর্জ্য সরানো হবে, তবে খালে পড়া দোকান আমাদের বিষয় নয়, সেগুলো জেলা পরিষদের।’
ইউএনও এ. এস. এম মোসা বলেন, সেতুর নিচে ময়লা-আবর্জনা আমাদের দেখার বিষয় না, এসব দেখবে জেলা পরিষদ। খালের দোকানগুলো সরানোর দায়িত্বও তাঁদের।
এ ব্যাপারে নোয়াখালী জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. সফিউল আলম বলেন, শিগগিরই খাল থেকে ধসে পড়া দোকানগুলো সরানোর ব্যবস্থা নেওয়া হবে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১৭ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে