তারাকান্দা প্রতিনিধি
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। ঘোষণার পরপরই সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ বেড়েছে। ইউপিতে ইউপিতে চলছে উঠান বৈঠক, গণসংযোগ ও মোটরসাইকেল শোডাউন। বিশেষ করে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রত্যাশীরা মনোনয়ন পেতে দলীয় শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন।
উপজেলার ১০টি ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সমর্থন পেতে প্রায় ৫০ জন দলীয় মনোনয়নপ্রত্যাশী আছেন। দলীয় মনোনয়ন পেতে তাঁরা প্রকাশ্যে, আবার কেউ কেউ গোপনে উপজেলা, জেলা ও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন।
উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, ইতিমধ্যে ৩৪ জন চেয়ারম্যান পদে মনোনয়ন পেতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকের কাছে আবেদনপত্র জমা দিয়েছেন। এর মধ্য থেকে গত শনিবার ৩০ জনের নামের একটি তালিকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে পাঠানো হয়েছে। আবার অনেকে সরাসরি জেলা কমিটির কাছে আবেদনপত্র জমা দিয়েছেন। সব মিলিয়ে প্রায় ৫০ জন আবেদনপত্র জমা দিয়েছেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল মিয়া সরকার জানান, আবেদনপত্র যাচাই-বাছাই করে জেলা কমিটির কাছে পাঠানো হয়েছে। জেলা আওয়ামী লীগ সুপারিশ করে দলীয় মনোনয়নের জন্য কেন্দ্রে পাঠাবেন।
সরেজমিনে দেখা যায়, বিভিন্ন ইউপিতে প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন। তফসিল ঘোষণার পর তাঁরা নানাভাবে প্রচার-প্রচারণা শুরু করেছেন। কেউ কেউ দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে শোডাউন করে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন। আবার কেউ কেউ হাট-বাজার, পাড়া-মহল্লা ও চায়ের দোকানে ভোটারদের সঙ্গে বসে তাঁদের মন জয় করার চেষ্টা করছেন।
তারাকান্দা ইউনিয়নের ভোটার হিরা মিয়া বলেন, ‘চায়ের দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানসহ সব জায়গায় একই আলোচনা—কে দলীয় প্রতীক পাবেন? আর কে হবেন চেয়ারম্যান?’
এদিকে বিএনপির (স্বতন্ত্র) প্রার্থীরাও বসে নেই। তাঁরা ইউনিয়নের বিভিন্ন গ্রামে গ্রামে জোর প্রচার চালিয়ে যাচ্ছেন। একাধিক সম্ভাব্য প্রার্থী ও বিএনপির নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত না থাকায় তাঁরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইউপি নির্বাচনে অংশ নেবেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রদীপ কুমার চক্রবর্তী বলেন, ‘দলের সিদ্ধান্তই চূড়ান্ত। দল যাঁকে প্রার্থী হিসেবে বিবেচনা করবে, তাঁকে নিয়েই আমরা গণসংযোগ ও প্রচার চালিয়ে যাব। দলের বাইরে গিয়ে কাজ করা আমাদের পক্ষে সম্ভব নয়।’
উপজেলা নির্বাচন কর্মকর্তা এ কে এম সাইদুজ্জামান জানান, উপজেলার ১০টি ইউনিয়নে ২ লাখ ৩৫ হাজার ৮৯৬ জন ভোটার রয়েছেন। তাঁর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২১ হাজার ১৪৭ জন এবং নারী ভোটার ১ লাখ ১৪ হাজার ৭৪৯ জন। চারটি ইউপিতে ইভিএমে (ইলেকট্রনিক ভোট মেশিন) ভোট হবে। এ চার ইউপি হলো তারাকান্দা, কাকনী, গালাগাঁও ও ঢাকুয়া।
নির্বাচন কর্মকর্তা সাইদুজ্জামান আরও জানান, ২৫ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। মনোনয়ন যাচাই-বাছাই হবে ২৯ নভেম্বর। প্রার্থিতার জন্য আপিল করা যাবে ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৭ ডিসেম্বর। আর ভোট হবে ২৩ ডিসেম্বর।
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। ঘোষণার পরপরই সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ বেড়েছে। ইউপিতে ইউপিতে চলছে উঠান বৈঠক, গণসংযোগ ও মোটরসাইকেল শোডাউন। বিশেষ করে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রত্যাশীরা মনোনয়ন পেতে দলীয় শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন।
উপজেলার ১০টি ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সমর্থন পেতে প্রায় ৫০ জন দলীয় মনোনয়নপ্রত্যাশী আছেন। দলীয় মনোনয়ন পেতে তাঁরা প্রকাশ্যে, আবার কেউ কেউ গোপনে উপজেলা, জেলা ও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন।
উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, ইতিমধ্যে ৩৪ জন চেয়ারম্যান পদে মনোনয়ন পেতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকের কাছে আবেদনপত্র জমা দিয়েছেন। এর মধ্য থেকে গত শনিবার ৩০ জনের নামের একটি তালিকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে পাঠানো হয়েছে। আবার অনেকে সরাসরি জেলা কমিটির কাছে আবেদনপত্র জমা দিয়েছেন। সব মিলিয়ে প্রায় ৫০ জন আবেদনপত্র জমা দিয়েছেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল মিয়া সরকার জানান, আবেদনপত্র যাচাই-বাছাই করে জেলা কমিটির কাছে পাঠানো হয়েছে। জেলা আওয়ামী লীগ সুপারিশ করে দলীয় মনোনয়নের জন্য কেন্দ্রে পাঠাবেন।
সরেজমিনে দেখা যায়, বিভিন্ন ইউপিতে প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন। তফসিল ঘোষণার পর তাঁরা নানাভাবে প্রচার-প্রচারণা শুরু করেছেন। কেউ কেউ দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে শোডাউন করে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন। আবার কেউ কেউ হাট-বাজার, পাড়া-মহল্লা ও চায়ের দোকানে ভোটারদের সঙ্গে বসে তাঁদের মন জয় করার চেষ্টা করছেন।
তারাকান্দা ইউনিয়নের ভোটার হিরা মিয়া বলেন, ‘চায়ের দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানসহ সব জায়গায় একই আলোচনা—কে দলীয় প্রতীক পাবেন? আর কে হবেন চেয়ারম্যান?’
এদিকে বিএনপির (স্বতন্ত্র) প্রার্থীরাও বসে নেই। তাঁরা ইউনিয়নের বিভিন্ন গ্রামে গ্রামে জোর প্রচার চালিয়ে যাচ্ছেন। একাধিক সম্ভাব্য প্রার্থী ও বিএনপির নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত না থাকায় তাঁরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইউপি নির্বাচনে অংশ নেবেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রদীপ কুমার চক্রবর্তী বলেন, ‘দলের সিদ্ধান্তই চূড়ান্ত। দল যাঁকে প্রার্থী হিসেবে বিবেচনা করবে, তাঁকে নিয়েই আমরা গণসংযোগ ও প্রচার চালিয়ে যাব। দলের বাইরে গিয়ে কাজ করা আমাদের পক্ষে সম্ভব নয়।’
উপজেলা নির্বাচন কর্মকর্তা এ কে এম সাইদুজ্জামান জানান, উপজেলার ১০টি ইউনিয়নে ২ লাখ ৩৫ হাজার ৮৯৬ জন ভোটার রয়েছেন। তাঁর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২১ হাজার ১৪৭ জন এবং নারী ভোটার ১ লাখ ১৪ হাজার ৭৪৯ জন। চারটি ইউপিতে ইভিএমে (ইলেকট্রনিক ভোট মেশিন) ভোট হবে। এ চার ইউপি হলো তারাকান্দা, কাকনী, গালাগাঁও ও ঢাকুয়া।
নির্বাচন কর্মকর্তা সাইদুজ্জামান আরও জানান, ২৫ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। মনোনয়ন যাচাই-বাছাই হবে ২৯ নভেম্বর। প্রার্থিতার জন্য আপিল করা যাবে ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৭ ডিসেম্বর। আর ভোট হবে ২৩ ডিসেম্বর।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে