নৌকা প্রতীক পেতে সাবেক যুবদল নেতার দৌড়ঝাঁপ

গঙ্গাচড়া প্রতিনিধি
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২১, ০৯: ২৬
আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১৬: ১২

গঙ্গাচড়ার বড়বিল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নৌকা প্রতীক পেতে দৌড়ঝাঁপ করছেন সাবেক যুবদল নেতা আফজালুল হক রাজু।

সূত্র জানায়, গঙ্গাচড়া যুবদলের ২০১৩ সালের কমিটিতে জায়গা পান রাজু। সংগঠনের সঙ্গে যুক্ত থাকা অবস্থায় তিনি গত ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। এর আগে তিনি বড়বিল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিলেন। এবার তিনি ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার চেষ্টা করছেন।

উপজেলা যুবদলের সাবেক সভাপতি চাঁদ সরকার বলেন, বড়বিল ইউপি চেয়ারম্যান রাজু উপজেলা যুবদলের শিল্পবিষয়ক সম্পাদক ছিলেন। এখন তিনি আওয়ামী লীগে যোগদান করেছেন, তবে তাঁর কোনো পদ নেই বলে জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম।

এ বিষয়ে যোগাযোগ করা হলে চেয়ারম্যান রাজু বলেন, ‘করছি, তাতে কী হয়েছে? যা করছি, আরও কিছু করছি, তা দেন লেখে।’

এদিকে অভিযোগ রয়েছে, চেয়ারম্যান রাজু ২০১৬ সালে ভিজিএফের বরাদ্দকৃত চাল উপকারভোগীদের মধ্যে বিতরণ না করে ২০০ বস্তা আত্মসাৎ করেন। তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা এই ২০০ বস্তা চাল বিভিন্ন গোদাম থেকে জব্দ করেন। রাজু পরে সমঝোতার ভিত্তিতে চাল কিনে দায়সারাভাবে বিতরণ করে অভিযোগ থেকে অব্যাহতি পান।

এ নিয়ে সাবেক উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবুল চন্দ্র রায়ের সঙ্গে কথা হলে তিনি চাল আত্মসাতের কথা স্বীকার করে বলেন, ‘সাবেক উপজেলা নির্বাহী অফিসার চাল আত্মসাতের তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে পাঠিয়েছিলেন। প্রতিবেদনে কী লেখা ছিল তা আমার জানা নাই।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত