নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঈদ সমাগত। ঘরে ঘরে শুরু হয়ে গেছে নানা রকম প্রস্তুতি। হবেই-বা না কেন? ঈদটা যে কোরবানির। রান্নাবান্না, কাটাকুটিসহ কত কাজ এই ঈদে! দিনটা প্রায় কেটেই যাবে রান্নাঘরে হাতা-খুন্তি আর তেল-মসলা নেড়েচেড়ে। এত সব কাজের ভিড়ে নিজেকেও তো একটু মেলে ধরা চাই—একটু সাজগোজ না হলে ঈদটাই যে ঠিকঠাক জমবে না। তবে সাজগোজটাও করতে হবে একটু ভেবেচিন্তে, একটু গুছিয়ে। এই ধরা যাক চুলের সাজের কথা। চুল ছেড়ে রাখতে কার না ভালো লাগে; কিন্তু কাজের জায়গায় যত বিড়ম্বনা এই খোলা চুল নিয়ে। মুখে এসে পড়বে, চোখ ঢেকে দেবে। বারবার হাত দিয়ে চুল সরাতে হবে। চুল সরিয়ে আবার হাত ধুতে হবে কিংবা তেল-মসলা মাখা হাত ধুয়ে চুল সরাতে হবে। আপনি হয়তো ঝুঁকে কোনো কাজ করছেন, হুট করেই খুলে গেল আলগা করে বাঁধা আপনার হাতখোঁপাটি। পড়ল কোনো খাবারের ওপর, আবার ঝরা চুলও উড়ে গিয়ে পড়তে পারে খাবারে। সে খাবারটিই অতিথির পাতে। একবার ভাবুন, কী বাজে ব্যাপারটাই না হবে।
তো, এসব ঝামেলা এড়াতে ঈদের আগেই ঠিক করে ফেলুন ঈদের দিনে রান্নার সময় আপনার চুল বাঁধার পরিকল্পনা। কেমন করে চুল বাঁধলে আপনার সাজটাও হবে ঠিকঠিক আবার এত সব ঝামেলাও এড়ানো যাবে স্বস্তির সঙ্গে। পরামর্শ দিচ্ছেন রূপবিশেষজ্ঞ আফরোজা পারভীন। তিনি বলেন, চুল বাঁধার ক্ষেত্রে বয়স, ব্যক্তিত্বের সঙ্গে গরমের আরাম বিষয়টিও মাথায় রাখতে হবে।
ছোট বা মাঝারি দৈর্ঘ্যের চুলের জন্য বা পাতলা চুলের জন্য খোঁপা, মেসিবান, পনিটেইল, সাইড পনিটেইল, ফ্রেঞ্চব্রেড–সবই চলতে পারে। সামনের দিকে চুল যাতে না ওড়ে, সে জন্য অল্প স্প্রে বা মুজ ব্যবহার করতে পারেন। চুল লম্বা এবং খুব ঘন হলে পনিটেইল–জাতীয় হেয়ার স্টাইল করতে পারেন। এ ক্ষেত্রে পনিটেইল বেঁধে নেওয়ার পর হাতে গোল করে পেঁচিয়ে রাবারব্যান্ড বা পছন্দসই ফুলের, পার্লের, পাথরের যেকোনো ক্লিপে আটকে নিন কিংবা গুঁজে দিতে পারেন একটা-দুটো তাজা যেকোনো ফুল। কানের পাশ থেকে একটা-দুটো চুলের গোছা আটকে থাকা অংশ থেকে টেনে বের করে রাখলে একটা স্টাইলিশ মেসি লুক আসবে।
ঈদ সমাগত। ঘরে ঘরে শুরু হয়ে গেছে নানা রকম প্রস্তুতি। হবেই-বা না কেন? ঈদটা যে কোরবানির। রান্নাবান্না, কাটাকুটিসহ কত কাজ এই ঈদে! দিনটা প্রায় কেটেই যাবে রান্নাঘরে হাতা-খুন্তি আর তেল-মসলা নেড়েচেড়ে। এত সব কাজের ভিড়ে নিজেকেও তো একটু মেলে ধরা চাই—একটু সাজগোজ না হলে ঈদটাই যে ঠিকঠাক জমবে না। তবে সাজগোজটাও করতে হবে একটু ভেবেচিন্তে, একটু গুছিয়ে। এই ধরা যাক চুলের সাজের কথা। চুল ছেড়ে রাখতে কার না ভালো লাগে; কিন্তু কাজের জায়গায় যত বিড়ম্বনা এই খোলা চুল নিয়ে। মুখে এসে পড়বে, চোখ ঢেকে দেবে। বারবার হাত দিয়ে চুল সরাতে হবে। চুল সরিয়ে আবার হাত ধুতে হবে কিংবা তেল-মসলা মাখা হাত ধুয়ে চুল সরাতে হবে। আপনি হয়তো ঝুঁকে কোনো কাজ করছেন, হুট করেই খুলে গেল আলগা করে বাঁধা আপনার হাতখোঁপাটি। পড়ল কোনো খাবারের ওপর, আবার ঝরা চুলও উড়ে গিয়ে পড়তে পারে খাবারে। সে খাবারটিই অতিথির পাতে। একবার ভাবুন, কী বাজে ব্যাপারটাই না হবে।
তো, এসব ঝামেলা এড়াতে ঈদের আগেই ঠিক করে ফেলুন ঈদের দিনে রান্নার সময় আপনার চুল বাঁধার পরিকল্পনা। কেমন করে চুল বাঁধলে আপনার সাজটাও হবে ঠিকঠিক আবার এত সব ঝামেলাও এড়ানো যাবে স্বস্তির সঙ্গে। পরামর্শ দিচ্ছেন রূপবিশেষজ্ঞ আফরোজা পারভীন। তিনি বলেন, চুল বাঁধার ক্ষেত্রে বয়স, ব্যক্তিত্বের সঙ্গে গরমের আরাম বিষয়টিও মাথায় রাখতে হবে।
ছোট বা মাঝারি দৈর্ঘ্যের চুলের জন্য বা পাতলা চুলের জন্য খোঁপা, মেসিবান, পনিটেইল, সাইড পনিটেইল, ফ্রেঞ্চব্রেড–সবই চলতে পারে। সামনের দিকে চুল যাতে না ওড়ে, সে জন্য অল্প স্প্রে বা মুজ ব্যবহার করতে পারেন। চুল লম্বা এবং খুব ঘন হলে পনিটেইল–জাতীয় হেয়ার স্টাইল করতে পারেন। এ ক্ষেত্রে পনিটেইল বেঁধে নেওয়ার পর হাতে গোল করে পেঁচিয়ে রাবারব্যান্ড বা পছন্দসই ফুলের, পার্লের, পাথরের যেকোনো ক্লিপে আটকে নিন কিংবা গুঁজে দিতে পারেন একটা-দুটো তাজা যেকোনো ফুল। কানের পাশ থেকে একটা-দুটো চুলের গোছা আটকে থাকা অংশ থেকে টেনে বের করে রাখলে একটা স্টাইলিশ মেসি লুক আসবে।
পর্দার নায়িকারা নিজেদের বয়স আড়ালে রাখা পছন্দ করেন। এ ক্ষেত্রে ব্যতিক্রম আজমেরী হক বাঁধন। প্রতিবছর নিজের জন্মদিনে জানান দেন তাঁর বয়স। গতকাল ছিল বাঁধনের ৪১তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন এই তথ্য।
২ দিন আগে১০ বছরের বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকের পাশাপাশি ওটিটিতে দেখা গেছে তাঁকে। সরকারি অনুদানের ‘দেবী’ নামের একটি সিনেমায়ও অভিনয় করেছেন। প্রশংসিত হলেও সিনেমায় আর দেখা মেলেনি তাঁর। ছোট পর্দাতেও অনেক দিন ধরে অনিয়মিত তিনি। এবার শবনম ফারিয়া হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। কমেডি রিয়েলিটি
২ দিন আগেআমাদের লোকসংস্কৃতির অন্যতম ঐতিহ্য যাত্রাপালা। গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত এই যাত্রাপালা নিয়ে শিল্পকলা একাডেমি আয়োজন করছে ‘যাত্রা উৎসব-২০২৪’। আগামী ১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে শুরু হবে ৭ দিনব্যাপী এই উৎসব।
২ দিন আগে‘বঙ্গবন্ধু’ পদবি বিলীন হবে না। হতে পারে না। যেমনটি ‘দেশবন্ধু’ চিত্তরঞ্জন দাশের পদবি বিলীন হয়নি। ইতিহাসে এসব পদবি অম্লান ও অক্ষয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিত্ব ছিল অনন্যসাধারণ। আপনজনকে তো অবশ্যই, শত্রুপক্ষের লোকেরাও ব্যক্তিগত পর্যায়ে তাঁর প্রতি আকৃষ্ট হতেন। পাকিস্তানি সেনাবাহিনীর উচ্চপদের
২ দিন আগে