ঈশ্বরদী প্রতিনিধি
পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশীতে নিখোঁজ কলেজছাত্র নাইমুল ইসলাম হৃদয়কে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ ও দোষীদের ফাঁসির দাবিতে মহাসড়ক অবরোধ, মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত পাকশী ইউনিয়নের রূপপুর মোড়ে এই বিক্ষোভ সমাবেশ করা হয়। ব্যানার-ফেস্টুন নিয়ে শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক কর্মী, ব্যবসায়ী, রাজনীতিবিদসহ সাধারণ মানুষ অংশ নেন।
রূপপুরে লালন শাহ সেতু সংযোগ মোড় অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য দেন পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুল ইসলাম, জেলা পরিষদ সদস্য বাবু মণ্ডল, ব্যবসায়ী রফিকুল ইসলাম সুলতান, যুবলীগ নেতা আনোয়ার হোসেন, নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান সাইফুজ জামান পিন্টু প্রমুখ।
বক্তারা এ সময় হত্যাকাণ্ডে জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান। না হলে আবারও প্রতিবাদ সমাবেশসহ কঠোর কর্মসূচি পালন করা হবে বলে ঘোষণা দেওয়া হয়।
উপজেলার নতুন রূপপুর গ্রামের মজনু মোল্লার ছেলে ও পাবনা এডওয়ার্ড কলেজের প্রাণিবিদ্যা বিভাগে মাস্টার্সের ছাত্র নাইমুল ইসলাম হৃদয় ১০ ডিসেম্বর নিখোঁজ হন। ওই দিন দুপুরেই হৃদয়ের পরিবারের কাছে ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। হৃদয়ের বাবা রাতেই ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ করেন। পরে তা মামলায় রুজু হয়। এদিকে তিন দিন পর গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার দাশুড়িয়া নওদাপাড়া গ্রামের একটি বাড়ির কক্ষের মেঝে খুঁড়ে কলেজছাত্র হৃদয়ের ১০ টুকরো লাশ উদ্ধার করে পুলিশ। হৃদয়ের মাথা, হাত-পা ও দেহ কেটে ১০ টুকরো করা হয়।
এর আগে পুলিশ মোবাইল ট্র্যাকিং ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে জড়িত একজনকে গ্রেপ্তার করে। ওই ব্যক্তির নাম আবুল হাসনাত মোহাম্মদ ইসমাইল ওরফে হাসান (৪৫)। তিনি পাবনার পৈলানপুর সবেদা বাগান এলাকার বাসিন্দা।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ‘কলেজছাত্র হৃদয় হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত আসামি হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেছেন। মামলায় তাঁকে প্রধান আসামি করে আদালতে পাঠানো হয়েছে। এর সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে পুলিশ তদন্ত করে গ্রেপ্তারের ব্যবস্থা করবে।’
পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশীতে নিখোঁজ কলেজছাত্র নাইমুল ইসলাম হৃদয়কে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ ও দোষীদের ফাঁসির দাবিতে মহাসড়ক অবরোধ, মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত পাকশী ইউনিয়নের রূপপুর মোড়ে এই বিক্ষোভ সমাবেশ করা হয়। ব্যানার-ফেস্টুন নিয়ে শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক কর্মী, ব্যবসায়ী, রাজনীতিবিদসহ সাধারণ মানুষ অংশ নেন।
রূপপুরে লালন শাহ সেতু সংযোগ মোড় অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য দেন পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুল ইসলাম, জেলা পরিষদ সদস্য বাবু মণ্ডল, ব্যবসায়ী রফিকুল ইসলাম সুলতান, যুবলীগ নেতা আনোয়ার হোসেন, নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান সাইফুজ জামান পিন্টু প্রমুখ।
বক্তারা এ সময় হত্যাকাণ্ডে জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান। না হলে আবারও প্রতিবাদ সমাবেশসহ কঠোর কর্মসূচি পালন করা হবে বলে ঘোষণা দেওয়া হয়।
উপজেলার নতুন রূপপুর গ্রামের মজনু মোল্লার ছেলে ও পাবনা এডওয়ার্ড কলেজের প্রাণিবিদ্যা বিভাগে মাস্টার্সের ছাত্র নাইমুল ইসলাম হৃদয় ১০ ডিসেম্বর নিখোঁজ হন। ওই দিন দুপুরেই হৃদয়ের পরিবারের কাছে ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। হৃদয়ের বাবা রাতেই ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ করেন। পরে তা মামলায় রুজু হয়। এদিকে তিন দিন পর গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার দাশুড়িয়া নওদাপাড়া গ্রামের একটি বাড়ির কক্ষের মেঝে খুঁড়ে কলেজছাত্র হৃদয়ের ১০ টুকরো লাশ উদ্ধার করে পুলিশ। হৃদয়ের মাথা, হাত-পা ও দেহ কেটে ১০ টুকরো করা হয়।
এর আগে পুলিশ মোবাইল ট্র্যাকিং ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে জড়িত একজনকে গ্রেপ্তার করে। ওই ব্যক্তির নাম আবুল হাসনাত মোহাম্মদ ইসমাইল ওরফে হাসান (৪৫)। তিনি পাবনার পৈলানপুর সবেদা বাগান এলাকার বাসিন্দা।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ‘কলেজছাত্র হৃদয় হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত আসামি হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেছেন। মামলায় তাঁকে প্রধান আসামি করে আদালতে পাঠানো হয়েছে। এর সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে পুলিশ তদন্ত করে গ্রেপ্তারের ব্যবস্থা করবে।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৪ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৮ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৮ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৮ দিন আগে