প্রতিনিধি, সাভার
আশুলিয়ায় নিখোঁজ থাকার চার দিন পর গত রোববার মরদেহ উদ্ধার হয় মাদ্রাসাছাত্র রবিউল ইসলামের। এ হত্যাকাণ্ডের রহস্য উম্মোচন ও অভিযুক্তকে আটক করেছে আশুলিয়া থানা-পুলিশ। গত মঙ্গলবার বিকেলে অভিযুক্ত আল-আমিন খান (১৫) ওরফে আমিনকে আটক করা হয়। গতকাল বুধবার তাকে আদালতে পাঠানো হয় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে সে। পরে তাকে গাজীপুরের টঙ্গীর কিশোর সংশোধনাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
আল-আমিন তার মা ও নানির সঙ্গে আশুলিয়ার দূর্গাপুরের মুন্সীপাড়ায় ভাড়া থাকে। সে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তার মা ও নানি দুজনেই পোশাক কারখানায় চাকরি করেন।
গতকাল বুধবার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা, আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আল-মামুন কবির।
হত্যাকারীর বরাত দিয়ে পুলিশ জানায়, গত ৯ সেপ্টেম্বর তাদের বাসায় খেলতে আসে রবিউল। খেলার ছলে নিজেদের মধ্যে শক্তি পরীক্ষা করতে গিয়ে রবিউলের মাথায় ঘুষি মারে আল-আমিন। ঘুষি খেয়ে মাথায় দেয়ালের আঘাত লেগে মারা যায় রবিউল। পরে কাউকে কিছু না বলে রবিউলের লাশ নিজেদের ভাড়া বাড়ির সিঁড়ির নিচে রেখে দেয় সে।
গত রোববার লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে রবিউলের লাশ খুঁজে পায় বাড়ির মালিক ও প্রতিবেশীরা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে তদন্ত শুরু করে। সন্দেহভাজন সবাইকে জিজ্ঞাসাবাদ করার সময় হত্যাকারীকে ২৪ ঘণ্টার মধ্যেই শনাক্ত করতে সক্ষম হয় পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা, এসআই আল-মামুন কবির বলেন, আল-আমিন ঘটনার পর থেকে অনুশোচনায় ভুগছিল। মঙ্গলবার আল-আমিনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে সব ঘটনা জানায়। রবিউলের লাশ সিঁড়ির নিচে রেখে কার্টন ও পুরোনো প্যান্ট দিয়ে ঢেকে দিয়েছিল সে। বুধবার তাঁকে আদালতে প্রেরণ করা হলে সে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। আদালত তাঁকে কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দিলে তাকে সেখানে হস্তান্তর করা হয়েছে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সকালে নিখোঁজ হন আশুলিয়ার দূর্গাপুর এলাকার রিকশাচালক সুমন মিয়ার ছেলে রবিউল ইসলাম। এ ঘটনায় সুমন মিয়া আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর তিন দিন পরে গত রোববার দুপুরে আশুলিয়ার দূর্গাপুর মুন্সীবাড়ি এলাকার একটি বাড়ির বাড়ির সিঁড়ির নিচ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।
আশুলিয়ায় নিখোঁজ থাকার চার দিন পর গত রোববার মরদেহ উদ্ধার হয় মাদ্রাসাছাত্র রবিউল ইসলামের। এ হত্যাকাণ্ডের রহস্য উম্মোচন ও অভিযুক্তকে আটক করেছে আশুলিয়া থানা-পুলিশ। গত মঙ্গলবার বিকেলে অভিযুক্ত আল-আমিন খান (১৫) ওরফে আমিনকে আটক করা হয়। গতকাল বুধবার তাকে আদালতে পাঠানো হয় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে সে। পরে তাকে গাজীপুরের টঙ্গীর কিশোর সংশোধনাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
আল-আমিন তার মা ও নানির সঙ্গে আশুলিয়ার দূর্গাপুরের মুন্সীপাড়ায় ভাড়া থাকে। সে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তার মা ও নানি দুজনেই পোশাক কারখানায় চাকরি করেন।
গতকাল বুধবার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা, আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আল-মামুন কবির।
হত্যাকারীর বরাত দিয়ে পুলিশ জানায়, গত ৯ সেপ্টেম্বর তাদের বাসায় খেলতে আসে রবিউল। খেলার ছলে নিজেদের মধ্যে শক্তি পরীক্ষা করতে গিয়ে রবিউলের মাথায় ঘুষি মারে আল-আমিন। ঘুষি খেয়ে মাথায় দেয়ালের আঘাত লেগে মারা যায় রবিউল। পরে কাউকে কিছু না বলে রবিউলের লাশ নিজেদের ভাড়া বাড়ির সিঁড়ির নিচে রেখে দেয় সে।
গত রোববার লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে রবিউলের লাশ খুঁজে পায় বাড়ির মালিক ও প্রতিবেশীরা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে তদন্ত শুরু করে। সন্দেহভাজন সবাইকে জিজ্ঞাসাবাদ করার সময় হত্যাকারীকে ২৪ ঘণ্টার মধ্যেই শনাক্ত করতে সক্ষম হয় পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা, এসআই আল-মামুন কবির বলেন, আল-আমিন ঘটনার পর থেকে অনুশোচনায় ভুগছিল। মঙ্গলবার আল-আমিনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে সব ঘটনা জানায়। রবিউলের লাশ সিঁড়ির নিচে রেখে কার্টন ও পুরোনো প্যান্ট দিয়ে ঢেকে দিয়েছিল সে। বুধবার তাঁকে আদালতে প্রেরণ করা হলে সে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। আদালত তাঁকে কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দিলে তাকে সেখানে হস্তান্তর করা হয়েছে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সকালে নিখোঁজ হন আশুলিয়ার দূর্গাপুর এলাকার রিকশাচালক সুমন মিয়ার ছেলে রবিউল ইসলাম। এ ঘটনায় সুমন মিয়া আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর তিন দিন পরে গত রোববার দুপুরে আশুলিয়ার দূর্গাপুর মুন্সীবাড়ি এলাকার একটি বাড়ির বাড়ির সিঁড়ির নিচ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে