মাঈনুদ্দিন খালেদ, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান)
বাঁশের প্রজনন বৃদ্ধির জন্য জুন-আগস্ট ৩ মাস বাঁশ কাটা এবং পরিবহনে নিষেধাজ্ঞা থাকলেও বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বাঁশদস্যুরা তা মানছে না। এতে বিনাশ হচ্ছে চারাসহ মা বাঁশ। অভিযোগ উঠেছে, উপজেলার বাঁশদস্যুরা বন বিভাগ ও আইনি কর্মকর্তাদের টাকা দিয়ে এসব বাঁশ কাটছেন।
জানা গেছে, নাইক্ষ্যংছড়ি উপজেলার রেঞ্জ অফিস রয়েছে দুটি। একটি নাইক্ষ্যংছড়িতে অপরটি বাইশারীতে অবস্থিত সাঙ্গু রেঞ্জ। এ দুটি রেঞ্জের আওতাধীন ১৭ মৌজায় বাঁশবন রয়েছে দেশের অন্যান্য এলাকার চেয়ে বেশি। এ কারণে তথ্য রয়েছে বান্দরবান ও কক্সবাজার জেলার সবচেয়ে বাঁশ জন্মে নাইক্ষ্যংছড়িতেই।
আর এ সুযোগ কাজে লাগিয়ে বাইশারীর এক রাবারবাগানের ম্যানেজার আল আমিন প্রকাশ বিমান মৌলভীর নেতৃত্বে ২০-২৫ জন বাঁশদস্যু শত শত কাঠুরিকে অগ্রিম টাকা দিয়ে বনে ঢুকিয়ে বাঁশ কাটছেন। আর এসব বাঁশ পাচার করছে ঈদগড় খাল, গর্জনিয়া খাল ও বাঁকখালী নদী দিয়ে। এ দুই পয়েন্টের হাট বসানো হয় ঈদগড় খালের বউ ঘাটা, ঈদগড় বাজার ও বাঁকখালীর ছাগল খাইয় বিজিবি ক্যাম্পের পাশে বাঁকখালী নদীতে।
আর অপর ৩টি গ্রুপ বাইশারী ইউনিয়ন ঘেঁষে নিচে আসা খুটাখালী ছড়া, ফারিখাল ও রেজুর ছড়া দিয়েও বাঁশ পাচার করছে। তাঁরা নদীপথ ছাড়া সড়কপথেও পাচার করছে বাঁশ। এ হিসেবে জুন, জুলাই ও আগস্ট মাসে এ পর্যন্ত অন্তত ২০ লাখ মা বাঁশ নাইক্ষ্যংছড়ি থেকে পাচার হয়ে গেছে। বন্ধের ৯০ দিনে বাকি আছে মাত্র ১৬ দিন। এ সময়ে আরও ৮ লাখ মা বাঁশ তাঁরা পাচার করার পরিকল্পনা করছে। এ ২৮ লাখ মা বাঁশের আনুমানিক মূল্য ২ কোটি টাকা।
প্রত্যক্ষদর্শী মো. ইউনুছ, হাবিবুর রহমান, আবদুর রহিম, আবু ইউছুপ ও আবদুর রহমান বলেন, ‘পাচারকারীরা বাঁকখালী নদী, রেজু আমতলী খাল, ঈদগড় খাল, খুটাখালী ছড়া ও গর্জনিয়া খাল দিয়ে বাঁশ পাচার করছে।’
তাঁরা অভিযোগ করে বলেন, ‘আমরা বাঁশ আটক করলে বন বিভাগ পাচারকারীদের সহায়তা করে। যার সমন্বয়ের দায়িত্ব রয়েছেন সেই আল আমিন।’ এ বিষয়ে অভিযুক্ত বাঁশ ব্যবসায়ী আল আমিন বলেন, ‘আমরা বাঁশ কাটা বন্ধের আগেই স্থানীয় বন বিভাগে কয়েক লাখ টাকা দিয়ে বৈধ কাগজপত্র নিয়েছি। আমাদের কেউ আটকাতে পারবে না।’
বন বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘এই ৩ মাস বাঁশ কাটার কোনো অনুমতিপত্র নেই। আগেও নেই, চলাকালেও নেই। জুন, জুলাই ও আগস্টের পরে আছে। কেউ কাটলে বা পরিবহন করলে সে অপরাধী।’
স্থানীয়রা বলেন, এসবে ভুয়া কাগজপত্র দেন বন বিভাগের কর্মকর্তারা। আর বাঁশ ব্যবসায়ীরা জানান, তাঁরা একাধিকবার চুক্তিমতো লাখ টাকার দাখিলা কেটে রেখেছেন। সুতরাং এসব কাগজ বৈধ আর কাটা বাঁশও।
এ বিষয়ে জানতে চাইলে নাইক্ষ্যংছড়ি রেঞ্জ কর্মকর্তা মঞ্জুর আলম বলেন, ‘আমি স্টেশনে নেই। রেঞ্জে লোকবলসংকটও আছে। তাই সব সময় এসব বাঁশ পাচারকারীকে ধরতে পারি না।’
বান্দরবানের লামা বিভাগীয় বন কর্মকর্তা বেলাল উদ্দিন বলেন, ‘প্রজনন মৌসুমে বাঁশ কাটা ও পরিবহন নিষিদ্ধ। তবু কেন বাঁশ পাচার হচ্ছে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’
বাঁশের প্রজনন বৃদ্ধির জন্য জুন-আগস্ট ৩ মাস বাঁশ কাটা এবং পরিবহনে নিষেধাজ্ঞা থাকলেও বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বাঁশদস্যুরা তা মানছে না। এতে বিনাশ হচ্ছে চারাসহ মা বাঁশ। অভিযোগ উঠেছে, উপজেলার বাঁশদস্যুরা বন বিভাগ ও আইনি কর্মকর্তাদের টাকা দিয়ে এসব বাঁশ কাটছেন।
জানা গেছে, নাইক্ষ্যংছড়ি উপজেলার রেঞ্জ অফিস রয়েছে দুটি। একটি নাইক্ষ্যংছড়িতে অপরটি বাইশারীতে অবস্থিত সাঙ্গু রেঞ্জ। এ দুটি রেঞ্জের আওতাধীন ১৭ মৌজায় বাঁশবন রয়েছে দেশের অন্যান্য এলাকার চেয়ে বেশি। এ কারণে তথ্য রয়েছে বান্দরবান ও কক্সবাজার জেলার সবচেয়ে বাঁশ জন্মে নাইক্ষ্যংছড়িতেই।
আর এ সুযোগ কাজে লাগিয়ে বাইশারীর এক রাবারবাগানের ম্যানেজার আল আমিন প্রকাশ বিমান মৌলভীর নেতৃত্বে ২০-২৫ জন বাঁশদস্যু শত শত কাঠুরিকে অগ্রিম টাকা দিয়ে বনে ঢুকিয়ে বাঁশ কাটছেন। আর এসব বাঁশ পাচার করছে ঈদগড় খাল, গর্জনিয়া খাল ও বাঁকখালী নদী দিয়ে। এ দুই পয়েন্টের হাট বসানো হয় ঈদগড় খালের বউ ঘাটা, ঈদগড় বাজার ও বাঁকখালীর ছাগল খাইয় বিজিবি ক্যাম্পের পাশে বাঁকখালী নদীতে।
আর অপর ৩টি গ্রুপ বাইশারী ইউনিয়ন ঘেঁষে নিচে আসা খুটাখালী ছড়া, ফারিখাল ও রেজুর ছড়া দিয়েও বাঁশ পাচার করছে। তাঁরা নদীপথ ছাড়া সড়কপথেও পাচার করছে বাঁশ। এ হিসেবে জুন, জুলাই ও আগস্ট মাসে এ পর্যন্ত অন্তত ২০ লাখ মা বাঁশ নাইক্ষ্যংছড়ি থেকে পাচার হয়ে গেছে। বন্ধের ৯০ দিনে বাকি আছে মাত্র ১৬ দিন। এ সময়ে আরও ৮ লাখ মা বাঁশ তাঁরা পাচার করার পরিকল্পনা করছে। এ ২৮ লাখ মা বাঁশের আনুমানিক মূল্য ২ কোটি টাকা।
প্রত্যক্ষদর্শী মো. ইউনুছ, হাবিবুর রহমান, আবদুর রহিম, আবু ইউছুপ ও আবদুর রহমান বলেন, ‘পাচারকারীরা বাঁকখালী নদী, রেজু আমতলী খাল, ঈদগড় খাল, খুটাখালী ছড়া ও গর্জনিয়া খাল দিয়ে বাঁশ পাচার করছে।’
তাঁরা অভিযোগ করে বলেন, ‘আমরা বাঁশ আটক করলে বন বিভাগ পাচারকারীদের সহায়তা করে। যার সমন্বয়ের দায়িত্ব রয়েছেন সেই আল আমিন।’ এ বিষয়ে অভিযুক্ত বাঁশ ব্যবসায়ী আল আমিন বলেন, ‘আমরা বাঁশ কাটা বন্ধের আগেই স্থানীয় বন বিভাগে কয়েক লাখ টাকা দিয়ে বৈধ কাগজপত্র নিয়েছি। আমাদের কেউ আটকাতে পারবে না।’
বন বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘এই ৩ মাস বাঁশ কাটার কোনো অনুমতিপত্র নেই। আগেও নেই, চলাকালেও নেই। জুন, জুলাই ও আগস্টের পরে আছে। কেউ কাটলে বা পরিবহন করলে সে অপরাধী।’
স্থানীয়রা বলেন, এসবে ভুয়া কাগজপত্র দেন বন বিভাগের কর্মকর্তারা। আর বাঁশ ব্যবসায়ীরা জানান, তাঁরা একাধিকবার চুক্তিমতো লাখ টাকার দাখিলা কেটে রেখেছেন। সুতরাং এসব কাগজ বৈধ আর কাটা বাঁশও।
এ বিষয়ে জানতে চাইলে নাইক্ষ্যংছড়ি রেঞ্জ কর্মকর্তা মঞ্জুর আলম বলেন, ‘আমি স্টেশনে নেই। রেঞ্জে লোকবলসংকটও আছে। তাই সব সময় এসব বাঁশ পাচারকারীকে ধরতে পারি না।’
বান্দরবানের লামা বিভাগীয় বন কর্মকর্তা বেলাল উদ্দিন বলেন, ‘প্রজনন মৌসুমে বাঁশ কাটা ও পরিবহন নিষিদ্ধ। তবু কেন বাঁশ পাচার হচ্ছে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’
পর্দার নায়িকারা নিজেদের বয়স আড়ালে রাখা পছন্দ করেন। এ ক্ষেত্রে ব্যতিক্রম আজমেরী হক বাঁধন। প্রতিবছর নিজের জন্মদিনে জানান দেন তাঁর বয়স। গতকাল ছিল বাঁধনের ৪১তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন এই তথ্য।
২ দিন আগে১০ বছরের বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকের পাশাপাশি ওটিটিতে দেখা গেছে তাঁকে। সরকারি অনুদানের ‘দেবী’ নামের একটি সিনেমায়ও অভিনয় করেছেন। প্রশংসিত হলেও সিনেমায় আর দেখা মেলেনি তাঁর। ছোট পর্দাতেও অনেক দিন ধরে অনিয়মিত তিনি। এবার শবনম ফারিয়া হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। কমেডি রিয়েলিটি
২ দিন আগেআমাদের লোকসংস্কৃতির অন্যতম ঐতিহ্য যাত্রাপালা। গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত এই যাত্রাপালা নিয়ে শিল্পকলা একাডেমি আয়োজন করছে ‘যাত্রা উৎসব-২০২৪’। আগামী ১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে শুরু হবে ৭ দিনব্যাপী এই উৎসব।
২ দিন আগে‘বঙ্গবন্ধু’ পদবি বিলীন হবে না। হতে পারে না। যেমনটি ‘দেশবন্ধু’ চিত্তরঞ্জন দাশের পদবি বিলীন হয়নি। ইতিহাসে এসব পদবি অম্লান ও অক্ষয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিত্ব ছিল অনন্যসাধারণ। আপনজনকে তো অবশ্যই, শত্রুপক্ষের লোকেরাও ব্যক্তিগত পর্যায়ে তাঁর প্রতি আকৃষ্ট হতেন। পাকিস্তানি সেনাবাহিনীর উচ্চপদের
২ দিন আগে