শীতের নতুন পোশাক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২২, ০৭: ০৬
আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ০৯: ২৩

শীতে নতুন পোশাক নিয়ে এসেছে ফ্যাশন হাউস রঙ বাংলাদেশ ও ক্যাটস আই। ফ্যাশন হাউস দুটি উজ্জ্বল রঙের পাশাপাশি এনেছে নিরীক্ষাধর্মী বিভিন্ন প্যাটার্নের পোশাক।

রঙ বাংলাদেশ নিয়ে এসেছে ট্র্যাডিশনাল পোশাকের পাশাপাশি ওয়েস্টার্ন পোশাকও। ফ্যাশন হাউসটিতে রয়েছে লেডিস লং ও শর্ট কটি, জেন্টস কটি, টপস, সিঙ্গেল কামিজ, জাম্প স্যুট, শ্রাগ, শাল, বেবি টপস, বেবি রম্পার, রেডি ব্লাউজ, শার্ট, ফুলহাতা ও হাফহাতা টি-শার্ট। পোশাকে রয়েছে কালো, সাদা, কফি, নীল, ক্রিম, গোল্ডেন হলুদ, কমলা, বাদামি, সি গ্রিন, প্যারট গ্রিনের প্রাধান্য। সহকারী রং হিসেবে আছে মেরুন, বেগুনি, ছাই ও পেস্ট রং।

শীতের এ পোশাকগুলোতে ব্যবহার করা হয়েছে সুতি, লিনেন, এন্ডি, ভিসকস, টুইল কাপড়। পোশাকে নকশা ফুটিয়ে তোলা হয়েছে নান্দনিকভাবে। রয়েছে স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্ট, এমব্রয়ডারি, কারচুপি, কাটিং সুইং ইত্যাদিও।

পোশাক ব্র্যান্ড ক্যাটস আই নিয়ে এসেছে বিভিন্ন প্যাটার্নের ফরমাল ও ক্যাজুয়াল পোশাক। রয়েছে সোয়েটার, হুডি, ব্লেজার, কাপড়ের জ্যাকেট। পাওয়া যাচ্ছে স্যুট সেটও। ক্যাজুয়ালি পরার জন্য থাকছে প্রিমিয়াম কোয়ালিটির শার্ট, পোলো শার্ট, ডেনিম প্যান্ট ও চিনোস।

রঙ বাংলাদেশ ও ক্যাটস আই-এর বিভিন্ন আউটলেট ও ওয়েবসাইট থেকে এসব পোশাক কেনা যাবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত