খান রফিক, বরিশাল
সরকারি সিদ্ধান্ত না মেনে বরিশালে সব ধরনের এলপি গ্যাসের দাম সিলিন্ডারপ্রতি ১০০ টাকা বাড়িয়েছেন ডিলাররা। গত বুধবার রাতে বিভিন্ন এলপি গ্যাস ডিলার একজোট হয়ে গতকাল বৃহস্পতিবার থেকে গ্যাসের দাম বৃদ্ধি করেছে। স্থানীয় ডিলাররা দাবি করেছেন, ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় কোম্পানিগুলোই গ্যাসের দাম বাড়িয়েছেন। এদিকে হঠাৎ সরকারি দরের তোয়াক্কা না করে এভাবে গ্যাসের দাম বাড়ানোয় ক্ষুব্ধ নগরের সাধারণ গ্রাহক।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল জেলা সহকারী পরিচালক সোয়াইব হোসেন বলেন, ব্যবসায়ীরা ১ হাজার ৩৩৫ টাকার বাইরে বিক্রি করলে জরিমানা করা হবে। গতকাল কয়েকজন খুচরা দোকানিকে জরিমানা করা হয়েছে। খুচরা ব্যবসায়ীরা রসিদ ছাড়া কেন গ্যাস রাখেন?
বেসরকারি এলপি গ্যাস কোম্পানি লাফসের বরিশাল নগর ডিলার মো. রুবেল বলেন, গত বুধবার সিলিন্ডার প্রতি গ্যাস ১ হাজার ২৮০ টাকা পাইকারি বিক্রি করেছেন। কিন্তু রাতে তাদের সভায় গ্যাসের দাম ১০০ থেকে ১২০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত থেকে পাইকারি হিসেবে ১ হাজার ৩৬০ টাকা বিক্রি হচ্ছে। যদিও সরকার নির্ধারিত সিলিন্ডারপ্রতি গ্যাসের দাম ১ হাজার ৩৩৫ টাকা। তিনি দাবি করেন, ডলারের দাম বাড়ায় সব কোম্পানি ঢাকা থেকে গ্যাসের দাম বাড়িয়েছে। তিনি স্বীকার করেন, এটা সরকার বেঁধে দেওয়া মূল্যের সঙ্গে সাংঘর্ষিক। ভ্রাম্যমাণ আদালত এসে যেকোনো সময় তাঁদের চ্যালেঞ্জ করতে পারেন।
তবে নগরের একাধিক খুচরা বিক্রেতা দাবি করেছেন, কোম্পানির দোহাই দিয়ে বরিশালের ডিলাররা বুধবার রাতে গ্যাসের দাম বাড়িয়েছে। বৃহস্পতিবার তাঁরা সরবরাহ বন্ধ রেখেছে। শনিবার থেকে বর্ধিত রেটে গ্যাস ছাড়বে। এই কৃত্রিম সংকটের কারণে বৃহস্পতিবার থেকেই ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৪২০ টাকা দরে সিলিন্ডারপ্রতি গ্যাস বিক্রি করতে হচ্ছে বলে জানান বটতলা বাজারের একাধিক খুচরা বিক্রেতা। চৌমাথা বাজারের খুচরা বিক্রেতারাও একই অভিযোগ করে বলেছেন, এখন তাঁরা ১ হাজার ৪০০ টাকায় গ্যাস বিক্রি করলে ভ্রাম্যমাণ আদালত এসে জরিমানা করবেন।
এলপি গ্যাস ওমেরা এর ডিলার মীর মাহফুজ বলেন, তাঁরা বৃহস্পতিবার থেকে সিলিন্ডারপ্রতি এলপি গ্যাসের দাম ১০০ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৬০ টাকা করে বিক্রি করছেন। খুচরা বিক্রেতারা গ্রাহকের কাছ থেকে যেভাবে যা নিয়ে নিতে পারেন। তিনি দাবি করেন, সরকারি রেটের সঙ্গে তাদের রেট মিলবে না।
যমুনার (বেসরকারি) কোম্পানি ডিলার মো. সুমনও বলেন, ‘আমরা গত বুধবার রাতে বসে আলোচনা করেছি গ্যাসের দাম বাড়ালে প্রশাসন যদি আদালতে জরিমানা করে? পরে বলা হয়েছে সেক্ষেত্রে না হয় গ্যাস বিক্রি বন্ধ রাখবেন।’
নগরের বটতলা বাজারে বৃহস্পতিবার সকালে এক ক্রেতার সঙ্গে খুচরা ব্যবসায়ীর তর্ক বেধে যায় গ্যাস বিক্রি নিয়ে। ক্রেতা এনজিও কর্মকর্তা মজিবর রহমান বলেন, তারা ভাই মঙ্গলবার ১ হাজার ৩০০ টাকায় গ্যাস নিয়েছে। তিনি এখন কী করে ১ হাজার ৪০০ টাকা দরে গ্যাস কিনে বাসায় নেবেন। গতকাল দিনভর এভাবে এলপি গ্যাস নিয়ে এমন নৈরাজ্যে ক্ষুব্ধ হতে দেখা গেছে সাধারণ মানুষকে।
এ ব্যাপারে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) বরিশাল জেলা সাধারণ সম্পাদক রনজিৎ দত্ত বলেন, ব্যবসায়ীরা ইচ্ছেমতো এলপি গ্যাসের দাম বাড়াচ্ছে। তারা সরকারের নির্ধারিত রেটের তোয়াক্কা করছে না। এ বিষয়টি জেলা প্রশাসন ও ভোক্তা অধিকারের সঙ্গে আলোচনা করা হবে।
সরকারি সিদ্ধান্ত না মেনে বরিশালে সব ধরনের এলপি গ্যাসের দাম সিলিন্ডারপ্রতি ১০০ টাকা বাড়িয়েছেন ডিলাররা। গত বুধবার রাতে বিভিন্ন এলপি গ্যাস ডিলার একজোট হয়ে গতকাল বৃহস্পতিবার থেকে গ্যাসের দাম বৃদ্ধি করেছে। স্থানীয় ডিলাররা দাবি করেছেন, ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় কোম্পানিগুলোই গ্যাসের দাম বাড়িয়েছেন। এদিকে হঠাৎ সরকারি দরের তোয়াক্কা না করে এভাবে গ্যাসের দাম বাড়ানোয় ক্ষুব্ধ নগরের সাধারণ গ্রাহক।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল জেলা সহকারী পরিচালক সোয়াইব হোসেন বলেন, ব্যবসায়ীরা ১ হাজার ৩৩৫ টাকার বাইরে বিক্রি করলে জরিমানা করা হবে। গতকাল কয়েকজন খুচরা দোকানিকে জরিমানা করা হয়েছে। খুচরা ব্যবসায়ীরা রসিদ ছাড়া কেন গ্যাস রাখেন?
বেসরকারি এলপি গ্যাস কোম্পানি লাফসের বরিশাল নগর ডিলার মো. রুবেল বলেন, গত বুধবার সিলিন্ডার প্রতি গ্যাস ১ হাজার ২৮০ টাকা পাইকারি বিক্রি করেছেন। কিন্তু রাতে তাদের সভায় গ্যাসের দাম ১০০ থেকে ১২০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত থেকে পাইকারি হিসেবে ১ হাজার ৩৬০ টাকা বিক্রি হচ্ছে। যদিও সরকার নির্ধারিত সিলিন্ডারপ্রতি গ্যাসের দাম ১ হাজার ৩৩৫ টাকা। তিনি দাবি করেন, ডলারের দাম বাড়ায় সব কোম্পানি ঢাকা থেকে গ্যাসের দাম বাড়িয়েছে। তিনি স্বীকার করেন, এটা সরকার বেঁধে দেওয়া মূল্যের সঙ্গে সাংঘর্ষিক। ভ্রাম্যমাণ আদালত এসে যেকোনো সময় তাঁদের চ্যালেঞ্জ করতে পারেন।
তবে নগরের একাধিক খুচরা বিক্রেতা দাবি করেছেন, কোম্পানির দোহাই দিয়ে বরিশালের ডিলাররা বুধবার রাতে গ্যাসের দাম বাড়িয়েছে। বৃহস্পতিবার তাঁরা সরবরাহ বন্ধ রেখেছে। শনিবার থেকে বর্ধিত রেটে গ্যাস ছাড়বে। এই কৃত্রিম সংকটের কারণে বৃহস্পতিবার থেকেই ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৪২০ টাকা দরে সিলিন্ডারপ্রতি গ্যাস বিক্রি করতে হচ্ছে বলে জানান বটতলা বাজারের একাধিক খুচরা বিক্রেতা। চৌমাথা বাজারের খুচরা বিক্রেতারাও একই অভিযোগ করে বলেছেন, এখন তাঁরা ১ হাজার ৪০০ টাকায় গ্যাস বিক্রি করলে ভ্রাম্যমাণ আদালত এসে জরিমানা করবেন।
এলপি গ্যাস ওমেরা এর ডিলার মীর মাহফুজ বলেন, তাঁরা বৃহস্পতিবার থেকে সিলিন্ডারপ্রতি এলপি গ্যাসের দাম ১০০ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৬০ টাকা করে বিক্রি করছেন। খুচরা বিক্রেতারা গ্রাহকের কাছ থেকে যেভাবে যা নিয়ে নিতে পারেন। তিনি দাবি করেন, সরকারি রেটের সঙ্গে তাদের রেট মিলবে না।
যমুনার (বেসরকারি) কোম্পানি ডিলার মো. সুমনও বলেন, ‘আমরা গত বুধবার রাতে বসে আলোচনা করেছি গ্যাসের দাম বাড়ালে প্রশাসন যদি আদালতে জরিমানা করে? পরে বলা হয়েছে সেক্ষেত্রে না হয় গ্যাস বিক্রি বন্ধ রাখবেন।’
নগরের বটতলা বাজারে বৃহস্পতিবার সকালে এক ক্রেতার সঙ্গে খুচরা ব্যবসায়ীর তর্ক বেধে যায় গ্যাস বিক্রি নিয়ে। ক্রেতা এনজিও কর্মকর্তা মজিবর রহমান বলেন, তারা ভাই মঙ্গলবার ১ হাজার ৩০০ টাকায় গ্যাস নিয়েছে। তিনি এখন কী করে ১ হাজার ৪০০ টাকা দরে গ্যাস কিনে বাসায় নেবেন। গতকাল দিনভর এভাবে এলপি গ্যাস নিয়ে এমন নৈরাজ্যে ক্ষুব্ধ হতে দেখা গেছে সাধারণ মানুষকে।
এ ব্যাপারে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) বরিশাল জেলা সাধারণ সম্পাদক রনজিৎ দত্ত বলেন, ব্যবসায়ীরা ইচ্ছেমতো এলপি গ্যাসের দাম বাড়াচ্ছে। তারা সরকারের নির্ধারিত রেটের তোয়াক্কা করছে না। এ বিষয়টি জেলা প্রশাসন ও ভোক্তা অধিকারের সঙ্গে আলোচনা করা হবে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৯ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগে