Ajker Patrika

টাঙ্গাইল আ.লীগের সম্মেলন আজ, নেতৃত্ব নিয়ে আলোচনা

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইল আ.লীগের সম্মেলন আজ, নেতৃত্ব নিয়ে আলোচনা

দীর্ঘ সাত বছর পর আজ সোমবার  অনুষ্ঠিত হচ্ছে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। টাঙ্গাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই সম্মেলন। এদিকে সম্মেলন ঘিরে চারদিকে সাজ সাজ রব বিরাজ করছে। নেতা-কর্মীদের মধ্যেও বিরাজ করছে উৎসবের আমেজ।

অপরদিকে সভাপতি-সাধারণ সম্পাদক পদে কারা দায়িত্ব পাচ্ছেন সেই আলোচনা চলছে সর্বত্র। তোরণ, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে সড়ক-মহাসড়ক এবং প্রতিটি অলিগলি।

দলীয় সূত্রে জানা গেছে, জেলা আওয়ামী লীগের শীর্ষ দুই পদের জন্য সাতজনের নাম শোনা যাচ্ছে। সভাপতি পদে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক পুনরায় সভাপতি প্রার্থী হবেন।

এ ছাড়া জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলমগীর খান মেনু ও শাহজাহান খান সভাপতি পদে প্রার্থী হবেন বলে জানা গেছে। সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম আবারও প্রার্থী হয়েছেন। এদিকে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান স্মৃতি ও নাহার আহমেদ, সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন ও মধুপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছরোয়ার আলম খান আবুর নাম আলোচনায় রয়েছে।

সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, সংসদ সদস্য শাজাহান খান, আব্দুর রহমান ও কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ও এস এম কামাল হোসেনসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা উপস্থিত থাকার কথা রয়েছে। সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক। সঞ্চালনায় থাকবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম।

দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম জানান, সম্মেলনে ১২টি উপজেলার নেতা-কর্মীদের পাশাপাশি লক্ষাধিক লোকের সমাগম ঘটবে। তাঁদের আনা-নেওয়ার জন্য ইতিমধ্যেই টাঙ্গাইল, জামালপুর ও ময়মনসিংহ থেকে ৯০০ গাড়ি রিজার্ভ করা হয়েছে। নেতাদের স্বাগত জানানোর জন্য শতাধিক তোরণ নির্মাণ করা হয়েছে। সাড়ে তিন কোটি টাকা বাজেটের এই সম্মেলন হবে খুবই সুশৃঙ্খল ও জাঁকজমকপূর্ণ।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, আওয়ামী লীগের এই সম্মেলন জনসমুদ্রে পরিণত হবে। নতুন নেতৃত্ব আন্দোলনে নতুন মাত্রা যুক্ত হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নবরাত্রির জন্য বছরজুড়ে অপেক্ষা, পিরিয়ডের কারণে পালন করতে না পেরে আত্মহত্যা

আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, খই-মুড়ির মতো বোমা ফুটছে জাজিরায়

রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে আরাকান আর্মির আপত্তি ও শর্ত

অটোতে ফেলে যাওয়া ১৮ ভরি স্বর্ণালংকার ফিরিয়ে দিলেন কলেজছাত্র

পরকীয়া নিয়ে ঝগড়া, স্ত্রীর কাঠের আঘাতে স্বামী নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত