ইবি প্রতিনিধি
গুচ্ছপদ্ধতিতে দ্বিতীয়বারের মতো ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নেবে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে কর্তৃপক্ষ।
আজ শনিবার ‘এ’ ইউনিটভুক্ত বিজ্ঞান শাখার ভর্তি পরীক্ষায় ইবি কেন্দ্রে ৪ হাজার ৩৪৭ জন পরীক্ষার্থী অংশ নেবেন। পরীক্ষাদের স্বাগত জানাতে রংতুলির ছোঁয়ায় রঙিন হয়ে উঠেছে ইবি ক্যাম্পাস।
এবারে পরমাণুবিজ্ঞানী ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবন, ফলিতবিজ্ঞান ও প্রযুক্তি ভবন, অনুষদ ভবন এবং মীর মশাররফ হোসেন ভবন-এ চার কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক জাহাঙ্গীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
ভর্তি–ইচ্ছুকদের আগমন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীদের হাতের ছোঁয়ায় প্রধান ফটক, মৃত্যুঞ্জয়ী মুজিব ভাস্কর্যের পাদদেশ, প্রশাসন ভবনের সম্মুখ ও ডায়না চত্বর এলাকায় নানা রঙের আলপনা আঁকা হয়েছে।
নানা রঙের আলপনায় সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে ক্যাম্পাসের। এ ছাড়া বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণের ঝোপঝাড় পরিষ্কার করা হয়েছে।
চারুকলা বিভাগের শিক্ষার্থী মাহমুদুন্নবী সৌরভ বলেন, ‘ভর্তি পরীক্ষাকে সামনে রেখে চারুকলা বিভাগের পক্ষ থেকে আমরা আলপনা করেছি। ক্যাম্পাসকে সুন্দর করে সাজিয়ে রাখা আমাদের দায়িত্ব। আমাদের উত্তরসূরিদের আগমনী বার্তা দেওয়া হয়েছে আলপনার মধ্য দিয়ে।’
ভর্তি পরীক্ষার প্রস্তুতির বিষয়ে ইবির প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা সব প্রস্তুতি নিয়েছি। শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য পুলিশের পাশাপাশি র্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করবেন।’
অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের রোবার স্কাউটের সদস্যরাও নিয়োজিত থাকবেন। যেকোনো ধরনের অপরাধ দমনে ভ্রাম্যমাণ আদালত পরিস্থিতি তদারকি করবেন।’
ইবির প্রক্টর আরও বলেন, ‘পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ভ্যান, মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। কেন্দ্রের অভ্যন্তরে কোনো ধরনের দোকানপাট খোলা যাবে না ও অস্থায়ী দোকানও বসানো যাবে না।’
গুচ্ছপদ্ধতিতে দ্বিতীয়বারের মতো ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নেবে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে কর্তৃপক্ষ।
আজ শনিবার ‘এ’ ইউনিটভুক্ত বিজ্ঞান শাখার ভর্তি পরীক্ষায় ইবি কেন্দ্রে ৪ হাজার ৩৪৭ জন পরীক্ষার্থী অংশ নেবেন। পরীক্ষাদের স্বাগত জানাতে রংতুলির ছোঁয়ায় রঙিন হয়ে উঠেছে ইবি ক্যাম্পাস।
এবারে পরমাণুবিজ্ঞানী ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবন, ফলিতবিজ্ঞান ও প্রযুক্তি ভবন, অনুষদ ভবন এবং মীর মশাররফ হোসেন ভবন-এ চার কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক জাহাঙ্গীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
ভর্তি–ইচ্ছুকদের আগমন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীদের হাতের ছোঁয়ায় প্রধান ফটক, মৃত্যুঞ্জয়ী মুজিব ভাস্কর্যের পাদদেশ, প্রশাসন ভবনের সম্মুখ ও ডায়না চত্বর এলাকায় নানা রঙের আলপনা আঁকা হয়েছে।
নানা রঙের আলপনায় সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে ক্যাম্পাসের। এ ছাড়া বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণের ঝোপঝাড় পরিষ্কার করা হয়েছে।
চারুকলা বিভাগের শিক্ষার্থী মাহমুদুন্নবী সৌরভ বলেন, ‘ভর্তি পরীক্ষাকে সামনে রেখে চারুকলা বিভাগের পক্ষ থেকে আমরা আলপনা করেছি। ক্যাম্পাসকে সুন্দর করে সাজিয়ে রাখা আমাদের দায়িত্ব। আমাদের উত্তরসূরিদের আগমনী বার্তা দেওয়া হয়েছে আলপনার মধ্য দিয়ে।’
ভর্তি পরীক্ষার প্রস্তুতির বিষয়ে ইবির প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা সব প্রস্তুতি নিয়েছি। শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য পুলিশের পাশাপাশি র্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করবেন।’
অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের রোবার স্কাউটের সদস্যরাও নিয়োজিত থাকবেন। যেকোনো ধরনের অপরাধ দমনে ভ্রাম্যমাণ আদালত পরিস্থিতি তদারকি করবেন।’
ইবির প্রক্টর আরও বলেন, ‘পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ভ্যান, মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। কেন্দ্রের অভ্যন্তরে কোনো ধরনের দোকানপাট খোলা যাবে না ও অস্থায়ী দোকানও বসানো যাবে না।’
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৩ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪